পার্থে ট্রেকিং করতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

পার্থের ক্যালবেরি ন্যাশনাল পার্কে ট্রেকিং করতে গিয়ে মারা গেছে এক বাংলাদেশী বংশোদ্ভূত যুবক। গত শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পোস্টমর্টেমের পর সুনিশ্চিত কারণ জানা যাবে। ২৭ বছর বয়সী মৃত এই যুবকের নাম কিসমাতুল মুজাহিদ ময়ূখ।

Kistamul Muzahid

An active hiker, air force cadet and budding lawyer Kismatual Muzahid died while hiking in Perth. Source: Dibjot

ট্রেকিং করতে গিয়ে এক বাংলাদেশী বংশোদ্ভূত যুবকের মৃত্যু ঘটেছে। গত শনিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের ক্যালবেরি পর্বতের ট্রেকিং রুটে এই ঘটনাটি ঘটে। পার্থ থেকে ৪৮৫ কিলোমিটার উত্তরে ক্যালবেরি ন্যাশনাল পার্কে মৃত এই যুবকের নাম কিসমাতুল মুজাহিদ ময়ূখ (২৭)।
Muzahid Hiking Perth
Kismatual Muzahid Source: Facebook
ময়ূখ সেদিন সকালে বন্ধুদের সঙ্গে হাইকিং করতে যান। চার ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার হাইকিং করার পর একপর্যায়ে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। কার পার্ক থেকে ৬০০ মিটার দূরে একটি পাথরের উপরে তিনি বসেন এবং এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। তার সহযাত্রী বন্ধুদের অনুরোধে এক জার্মান পর্যটক ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। ইতোমধ্যে জরুরী পরিসেবার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে পৌঁছুলেও তাকে আর বাঁচানো সম্ভব হয় নি।

মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ ধারণা করেছে পানিশূন্যতাকে। তবে, এটা কি পানিশূন্যতার জন্যই নাকি হার্ট অ্যাটাক কিংবা হিট স্ট্রোক, তা লাশের ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
Kismatual Muzahid
Kismatual Muzahid and his mother Kishwar Jahan Source: Facebook
একটি  ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিস ইন্সপেক্টর গ্যারি কসোভিচকে উদ্ধৃত করে বলা হয়েছে, এ ধরনের দুঃখজনক মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভবপর ছিল।

শনিবার ক্যালবেরিতে গড় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও, ধারণা করা হচ্ছে ঘটনাস্থলের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। গত ১০ বছরে ক্যালবেরি ন্যাশনাল পার্কে এটি চতুর্থ মৃত্যুর ঘটনা।

মুজাহিদের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার তার পোস্ট মর্টেম হলে লাশ তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এরপর শুক্রবার লেকাম্বা বড় মসজিদে তার নামাজে জানাজা হওয়ার কথা এবং রকউড কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই ঘটনার পরপরই কর্তৃপক্ষ পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে।
Kismatual Muzahid
Kismatual Muzahid and his mother Kishwar Jahan Source: Facebook
কিসমাতুল মুজাহিদ সিডনির সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কিশোয়ার জাহান এবং ফিরোজ আল-মুজাহিদের ছেলে। কিশোয়ার জাহান এই সংবাদ শুনে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরে তিনি সেখান থেকে এক স্বজনের বাসায় চলে যান। সেখানেই তিনি অবস্থান করছেন। কিশোয়ার জাহান একমাত্র পুত্রের মৃত্যুশোকে এখনও মূহ্যমান। তিনি কমিউনিটির সকলের কাছে তার পুত্রের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া চান।

সিডনি টেকনিক্যাল হাই স্কুল থেকে পড়াশোনা শেষে পার্থের মারডক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন ময়ূখ মুজাহিদ। ২১ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। ময়ূখের অকাল মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার পরিজনসহ অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকাহত পরিবেশ বিরাজ করছে।
Kismatual Muzahid
Kismatual Muzahid Source: Facebook
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান এতে দুঃখ প্রকাশ করেছেন। হাইকিংয়ের সময়ে পর্যটকরা যেন সাবধানতা অবলম্বন করেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি বহন করেন তার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি।

Follow SBS Bangla on .

Share
Published 31 October 2018 2:01pm
Updated 2 November 2018 10:14pm
By Sikder Taher Ahmad


Share this with family and friends