অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরিতে স্থায়ী অভিবাসনের সুযোগ

নর্দান টেরিটোরিতে কমপক্ষে তিন বছর বসবাস ও কাজ করার অভিজ্ঞতা থাকলে আগামী পাঁচ বছরে স্বল্প-দক্ষতা-সম্পন্ন অভিবাসীরা সেখানে স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।

Administrative Appeals Tribunal

Source: SBS

কুক, ফ্যামিলি ডে কেয়ার ওয়ার্কার্স কিংবা মোটর মেকানিক্সদের মতো স্বল্প-দক্ষ অভিবাসীরা এখন অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।

নর্দান টেরিটোরি ১১৭টি পেশায় দক্ষ কর্মীদেরকে গ্রহণ করছে। যারা সেখানে কমপক্ষে তিন বছর বসবাস করবে এবং কাজ করবে, তাদেরকে স্থায়ী অভিবাসী হওয়ার পথও খুলে দিচ্ছে তারা।

সিডনি এবং মেলবোর্নের মতো অস্ট্রেলিয়ার বড় বড় শহর থেকে অভিবাসীদের চাপ কমানোর জন্য অস্ট্রেলিয়া সরকার নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এতে অস্ট্রেলিয়ার রিজিওনাল এলাকাগুলোতে বসবাসের জন্য অভিবাসীদেরকে আকৃষ্ট করা হবে।

এই স্কিমটির নাম Designated Area Migration Agreements (DAMA)। অস্ট্রেলিয়ার দুটি রিজিওনে এটি ঘোষণা করা হয়েছে। এগুলো হচ্ছে: ভিক্টোরিয়ার ওয়ারনামবোল রিজিওন এবং নর্দান টেরিটোরি। এই অঞ্চলগুলোতে কর্মী-সঙ্কট রয়েছে।
Darwin Waterfront
Darwin Waterfront Source: waterfront
এ বছরের ১ জানুয়ারি থেকে নর্দান টেরিটোরিতে The second Designated Area Migration Agreement (DAMA II) কার্যকর করা হয়েছে।

মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ অ্যান্ড মাল্টি-কালচারাল অ্যাফেয়ার্স, মিস্টার ডেভিড কোলম্যান বলেন, অস্ট্রেলিয়ার সুনির্দিষ্ট অঞ্চলগুলোতে সরকারের অভিবাসন কর্মসূচির উদাহরণ হলো DAMA II ।

মিস্টার কোলম্যান বলেন:

“আমাদের বিভিন্ন স্টেট এবং টেরিটোরি এবং রিজিওনাল এলাকার চাহিদা পূরণের জন্য ইমিগ্রেশন প্রোগ্রামের উন্নয়নে কাজ করছে সরকার।”

“আমাদের সব সময়েই প্রথম অগ্রাধিকার হচ্ছে অস্ট্রেলিয়ানদের মাধ্যমে কর্মী-চাহিদা পূরণ করা। কিন্তু, রিজিওনাল স্কিল গ্যাপ পূরণের ক্ষেত্রে ইমিগ্রেশন সিস্টেম ভূমিকা পালন করতে পারে।”

“কর্মী-স্বল্পতা পূরণের ক্ষেত্রে DAMA ব্যবহার করে প্রত্যক্ষভাবে এর নানা সুবিধা দেখছে নর্দান টেরিটোরি।”

“আমি খুশি যে, নর্দান টেরিটোরি সরকারের সঙ্গে মিলে আমরা স্থানীয় ব্যবসাগুলোর, যারা এসব কাজের জন্য অস্ট্রেলিয়ান কর্মী খুঁজে পাচ্ছে না, তাদের কর্মী-সঙ্কট পূরণে সহায়তা চালিয়ে যেতে পারবো।”

নর্দান টেরিটোরি সরকার এবং ফেডারাল সরকার একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করেছে। অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে চাইল্ড কেয়ার ওয়ার্কার, শেফ থেকে ওয়েব ডিজাইনার পর্যন্ত নানা পেশাতে স্থানীয়ভাবে অস্ট্রেলিয়ান কর্মী পাওয়া না গেলে প্রয়োজন অনুসারে দক্ষ অভিবাসীদেরকে কর্মী হিসেবে নিয়োগ করতে পারবে স্থানীয় নিয়োগকর্তাগণ।

এই তালিকায় উল্লিখিত বিভিন্ন পেশাজীবিরা ইংরেজি ভাষায় দক্ষতার ক্ষেত্রে এবং Temporary Skilled Migration Income Threshold (TSMIT)-এর ক্ষেত্রে ছাড় পাবেন।এই তালিকায় আপনার পেশা আছে কিনা তা দেখুন

NT DAMA II Occupation List

Occupations

Accountant (General)

Accounts Clerk

Aeroplane Pilot

Aged or Disabled Carer

Agricultural and Horticultural Mobile Plant Operator

Airconditioning and Refrigeration Mechanic

Aircraft Maintenance Engineer (Avionics)

Aircraft Maintenance Engineer (Mechanical)

Aquaculture Farmer

Arborist

Automotive Electrician

Baker

Bar Attendant Supervisor

Barista

Beauty Therapist

Beef Cattle Farmer

Bookkeeper

Bus Driver

Butcher or Smallgoods Maker

Cabinetmaker

Cabler (Data and Telecommunications)

Cafe or Restaurant Manager

Carpenter

Chef

Chief Executive or Managing Director

Child Care Centre Manager

Child Care Worker

Civil Engineering Technician

Community Worker

Conference and Event Organiser

Cook

Cook (includes Ethnic Cuisine)

Crowd Controller

Customer Service Manager

Deck Hand

Dental Assistant

Diesel Motor Mechanic

Disabilities Services Officer

Diver

Early Childhood (Pre-primary School) Teacher

Earth Science Technician

Earthmoving Plant Operator (General)

Electrical Linesworker

Electronic Instrument Trades Worker (General)

Excavator Operator

Facilities Manager

Family Day Care Worker

Family Support Worker

Fitter (General)

Fitter and Turner

Fitter-Welder

Floor Finisher

Flying Instructor

Forklift Driver

Fruit or Nut Grower

Gaming Worker

Hair or Beauty Salon Manager

Hairdresser

Hardware Technician

Hotel or Motel Manager

Hotel or Motel Receptionist

Hotel Service Manager

ICT Customer Support Officer 

ICT Support Technicians nec

Interpreter

Landscape Gardener

Licensed Club Manager

Linemarker

Management Accountant

Marketing Specialist

Metal Fabricator

Mixed Crop and Livestock Farmer

Mixed Crop Farmer

Mixed Livestock Farmer

Motor Mechanic (General)

Motor Vehicle or Caravan Salesperson

Motor Vehicle Parts and Accessories Fitter (General)

Motor Vehicle Parts Interpreter

Motorcycle Mechanic

Nursing Support Worker

Office Manager

Out of School Hours Care Worker

Panelbeater

Personal Care Assistant

Pharmacy Technician

Plumber (General)

Pressure Welder

Program or Project Administrator

Property Manager

Recreation Officer

Residential Care Worker

Retail Manager (General)

Retail Supervisor

Sales and Marketing Manager

Sheetmetal Trades Worker

Ship's Engineer

Ship's Master

Small Engine Mechanic

Sound Technician

Supply and Distribution Manager

Taxation Accountant

Telecommunications Cable Jointer

Telecommunications Linesworker

Telecommunications Technician

Therapy Aide

Tour Guide

Truck Driver (General)

Vegetable Grower

Vehicle Painter

Veterinary Nurse

Waiter Supervisor

Waste Water or Water Plant Operator

Web Administrator 

Web Designer

Welder (First Class)

Welfare Worker

Youth Worker

Northern Territory Chief Minister Michael Gunner
Northern Territory Chief Minister Michael Gunner Source: SBS
নর্দান টেরিটোরির চিফ মিনিস্টার মাইকেল গানার বলেন, DAMA II –তে উল্লিখিত স্থায়ী অভিবাসনের পাথওয়ের ফলে দক্ষ অভিবাসীরা নর্দান টেরিটোরিতে আসতে এবং লম্বা সময় বসবাস করতে উৎসাহিত হবে।

তিনি বলেন:

“এই টেরিটোরির লেবার সরকারের প্রথম অগ্রাধিকার হলো এই টেরিটোরির লোকদের জন্য কর্ম-সংস্থান করা। কিন্তু, উপযুক্ত দক্ষ কর্মী পাওয়া এবং তাদেরকে ধরে রাখা নিয়োগকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর, এখানে কর্মী-চাহিদা রয়েছে।”

“আমরা আরও জানি, যত বেশি লোক এই টেরিটোরিতে আসবে ততো বেশি কাজের সুযোগ সৃষ্টি হবে।”

“পাঁচ বছর মেয়াদী এই নতুন চুক্তির মাঝে স্থায়ী অভিবাসনের পথ উন্মুক্ত রাখার জন্য এই টেরিটোরির লেবার সরকার কঠোর সংগ্রাম করেছে। আমরা আশা করছি এর ফলে দক্ষ অভিবাসীরা বহুল সংখ্যায় এই টেরিটোরিতে আসবে।”

“বিদেশীদের অভিবাসনের লম্বা ও গৌরবময় ইতিহাস রয়েছে নর্দান টেরিটোরির। আর তারা অর্থনৈতিক সমৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং সামাজিক বৈচিত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই নতুন চুক্তিটির ফলে এসব কিছু অব্যাহত থাকবে।”

You can read the full article in English .

Follow SBS Bangla on .


Share
Published 10 January 2019 4:14pm
Updated 30 January 2019 2:41pm
By Mosiqi Acharya
Presented by Sikder Taher Ahmad

Share this with family and friends