অস্ট্রেলিয়ায় ফেসবুক লাইকের সংখ্যা গোপন রাখার ফিচার চালু

ফেসবুক পোস্টে লাইকের সংখ্যা গোপন রাখতে পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়ায় নতুন ফিচার চালু করা হয়েছে।

'Legend' icon of Facebook: Like

'Legend' icon of Facebook: Like Source: Pixabay Mizter_x94

২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার স্বল্প সংখ্যক ব্যবহারকারী অন্যের ফেসবুক পোস্টে কত লাইক বা রি-অ্যাকশন আছে তা দেখতে পারছেন না।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু করেছে গত জুলাইয়ে। তারা অবশ্য কয়েকটি দেশে এটি চালু করেছে।

পোস্টে লাইকের সংখ্যা দেখা গেলে ফেসবুক ব্যবহারকারীদের উপর এক ধরনের সামাজিক চাপ তৈরি হয় বলে মনে করা হচ্ছে। জনপ্রিয়তার মাপকাঠি হিসেবেও অনেকে ফেসবুক লাইক পাওয়ার বিষয়টিকে গণ্য করে থাকেন। লাইকের সংখ্যা গোপন রাখার উদ্যোগের পেছনে এসব কারণ থাকতে পারে।

ফেসবুক ব্যবহারকারীরা অবশ্য তাদের নিজেদের পোস্টে লাইক দেখতে পাবেন। তারা দেখতে পারবেন না শুধু অন্যের পোস্টের লাইক সংখ্যা।

ফেসবুক অস্ট্রেলিয়ার পলিসি ডাইরেক্টর মিয়া গার্লিক অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, আমরা ফেসবুক পোস্টে লাইকের সংখ্যাকে হিসাবের বাইরে নিয়ে যেতে চাচ্ছি। আমরা চাই ব্যবহারকারীরা কনটেন্টের মান এবং অন্যদের অনুভূতি নিয়ে ব্যস্ত থাকুক। তারা যেন লাইকের সংখ্যা নিয়ে সময় ব্যয় না করে।

Follow SBS Bangla on .

Share
Published 30 September 2019 6:06pm
Updated 30 September 2019 6:10pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends