Feature

আসছে ই-পাসপোর্ট

সব ধরণের নিরাপত্তা নিশ্চিতে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ বছরের ডিসেম্বর মাস থেকেই তা চালু হতে পারে।

Biometric, e-passport or digital passport symbol

Passaporte português é vermelho e faz parte da união européia. Source: iStockphoto

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের প্রায় ১১৮টি দেশে চালু আছে ই-পাসপোর্ট। এই প্রক্রিয়ায় ঘরে বসেই ইন্টারনেটে আবেদন করে অল্প সময়ের ব্যবধানে নির্ভুল পাসপোর্ট পাওয়া সম্ভব হবে।

কেমন হবে ই-পাসপোর্ট

বর্তমানে বই আকারে যে পাসপোর্ট আছে, ই-পাসপোর্টও সেরকমই হবে। তবে বর্তমান পাসপোর্ট বইয়ের শুরুতে ব্যক্তির তথ্যসংবলিত যে দু'টি পাতা আছে, ই-পাসপোর্টে তা থাকবে না। সেখানে থাকবে পালিমারের তৈরি একটি কার্ড। এই কার্ডের মধ্যে থাকবে একটি চিপ। সেই চিপে পাসপোর্টের বাহকের তথ্য সংরক্ষিত থাকবে।

ই-পাসপোর্টের সব তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে ‘পাবলিক কি ডাইরেকটরি’তে (পিকেডি)। আন্তর্জাতিক এই তথ্যভান্ডার পরিচালনা করে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)। ইন্টারপোলসহ বিশ্বের সব বিমান ও স্থলবন্দর কর্তৃপক্ষ এই তথ্যভান্ডারে ঢুকে তথ্য যাচাই করতে পারে।

কি সুবিধা

ই-পাসপোর্ট বাহক ভিসার জন্য আবেদন করলে দূতাবাস কর্তৃপক্ষ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এবং কম সময়ে আবেদনকারীর তথ্যের সঙ্গে পিকেডিতে সংরক্ষিত তথ্য যাচাই করে নিতে পারবেন। স্থল ও বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষও একই পদ্ধতিতে পিকেডিতে ঢুকে ই-পাসপোর্টের তথ্য যাচাই করতে পারবেন। 

ই-পাসপোর্ট চালুর জন্য বাংলাদেশের প্রতিটি বিমান ও স্থলবন্দরে চাহিদামোতাবেক ই-গেট স্থাপন করে স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে। যাঁদের হাতে ই-পাসপোর্ট থাকবে, তাঁদের এই গেট দিয়ে সীমান্ত পার হতে হবে। তবে যাঁদের হাতে এমআরপি পাসপোর্ট থাকবে, তাঁদের ইমিগ্রেশনের কাজ বিদ্যমান পদ্ধতিতে চলমান থাকবে।

গত ১৯ জুলাই, ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও জার্মানির মধ্যে ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান ও জার্মানির ভেরিডোস কোম্পানির সিইও কুনস।

Share
Published 24 July 2018 1:27pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla

Share this with family and friends