সিডনির অ্যাশফিল্ডে বইমেলা অনুষ্ঠিত

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ২০ মার্চ ২০২২, রবিবার সিডনির অ্যাশফিল্ড পার্ক শহীদ মিনারে আয়োজন করা হয় বইমেলার। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসে মেলাটির আয়োজন করা হলেও এ বছর করোনা-বিধিনিষেধের কারণে এই আয়োজনটি পিছিয়ে ২০ মার্চ করা হয়।

একুশে একাডেমী অস্ট্রেলিয়ার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ২০ মার্চ ২০২২, রবিবার সিডনির অ্যাশফিল্ড পার্ক শহীদ মিনারে আয়োজন করা হয় বইমেলার।

একুশে একাডেমী অস্ট্রেলিয়ার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ২০ মার্চ ২০২২, রবিবার সিডনির অ্যাশফিল্ড পার্ক শহীদ মিনারে আয়োজন করা হয় বইমেলার। Source: Pencil Australia

নির্ধারিত দিনের এক মাস পরে অনুষ্ঠিত এই বইমেলাটি বরাবরের মতই সকাল ৯টায় প্রভাত ফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শুরু হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সিডনির বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা ও পেন্সিল অস্ট্রেলিয়া আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে একক আবৃত্তি করেন মৌমিতা চৌধুরী, কবিতা ও গানের যৌথ পরিবেশনা করেন নিশাত আরা সিদ্দিক রিপা এবং মালা ঘটক চৌধুরী, একক গান পরিবেশনা করেন তামিমা শাহরীন। অনুষ্ঠানে তবলায় ছিলেন সুবীর গুহ, কি-বোর্ডে ছিলেন রাশনান।

পেন্সিল অস্ট্রেলিয়ার ফটোগ্রাফারদের সক্রিয় উদ্যোগ ও অংশগ্রহণে “ছবিতে আমার দেশ” শিরোনামে আয়োজন করা হয় দিনব্যাপি আলোকচিত্র প্রদর্শনী। সিডনি বই মেলার প্রতিষ্ঠাতা নেহাল নেয়ামুল বারী এবং একুশে একাডেমি, অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল মতিন প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনীতে তুমন আহসান,  শহীদুল আলম বাদল, এডওয়ার্ড অশোক অধিকারী, মিজানুর রহমান মুকুল, বিপুল রায়, সরকার কবিরউদ্দিন ও সাকিনা আক্তার এর লেন্সে বন্দী বাংলাদেশের স্থিরচিত্রগুলো স্থান পায়।
Pencil Australia
Source: Pencil Australia
Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 22 March 2022 1:21pm
Updated 22 March 2022 1:23pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends