Feature

বুলবুলের ছেলে মাহদির হাতে ওয়ার্ল্ড সিরিজ কাপ

দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা ছিল এমন খবরই আসবে। নিজের সবটুকু দিয়েছেন সাথে যোগ হয়েছে বিশ্বমানের প্রশিক্ষণ। ছেলে মাহদি ইসলামের মধ্যে নিজেরই প্রতিচ্ছবি ফিরে পান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

Indoor Cricket Junior World Series

Australia takes the 15 and Under title for 2018. Mahdee Islam (L) with his father Aminul Islam Bulbul (R). Source: Facebook

বাবার মত মাহদিও পুরোদস্তুর অলরাউন্ডার। নিজেকে উজাড় করে দিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড সিরিজের অনুর্ধ্ব-১৫ বিভাগে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন শিরোপা। 

গত শনিবার নিউজিল্যান্ডের এ্যাকশন ইনডোর স্পোর্টস হর্নবিতে অনুষ্ঠিত হয়ে গেল বয়স ভিত্তিক ক্রিকেটের আসর জুনিয়র ওয়ার্ল্ড সিরিজ। যার আয়োজক ইনডোর ক্রিকেট নিউজিল্যান্ড।
Cricket
Mitchell Bodnar/ On Shot Photography Source: Mitchell Bodnar / On Shot Photography
ডাবল লীগের খেলায় দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত করে মাহদি ও তার দল। 

শুরুতে ব্যাট করতে নেমে ১৩৪ রানের সংগ্রহ করে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৫ দল। শিরোপা লড়াইয়ের জবাবে ভালো করেনি দক্ষিণ আফ্রিকার বয়স ভিত্তিক দলটি। মাত্র ৭২ রানে গুটিয়ে যায় তারা।  

টুর্নামেন্টে পারফরম্যান্স এবং ডিসিপ্লিনের জন্য অস্ট্রেলিয়ার হয়ে 'জুনিয়র এ্যাম্বাসাডর' পদক জিতেন মাহদি ইসলাম। অংশগ্রহণকারী প্রতিটি দেশের সবক'টি দলের মধ্য থেকে একজনকে দেয়া হয় এই পদক।
WICF
Mahdee Islam achieved 'Junior Ambassador' award. Source: Supplied
অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারায় ভীষণ খুশি মাহদি ইসলাম। 

"ভালো লাগছে দলের জয়ে অবদান রাখতে পেরেছি। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারা অনেক বড় ব্যাপার," বলেছেন মাহদি।
WICF
Source: Facebook
পুরো টুর্নামেন্টে উপস্থিত থেকে ছেলের খেলা দেখেছেন বাবা আইসিসি এশিয়া বিভাগের ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমিনুল ইসলাম বলেন, "কি অসাধারণ এক জয়! এইমাত্র ফাইনাল শেষ হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়া অনুর্ধ্ব-১৫ দল জিতলো জুনিয়র ওয়ার্ল্ড সিরিজের শিরোপা।"

"দলের হয়ে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মাহদি। আলহামদুলিল্লাহ। ছেলের এই সাফল্যে আমরা গর্বিত।"
WICF
Source: Facebook
অস্ট্রেলিয়া ছাড়াও এ আসরে আরো অংশ নেয় স্বাগতিক নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং সিঙ্গাপুর। 

বয়স ভিত্তিক ক্রিকেটের এ আসরের তিনটি বিভাগে অস্ট্রেলিয়ার হয়ে মোট চারটি দল অংশ নেয়। তারমধ্যে ছেলেদের তিনটি এবং মেয়েদের একটি দল।
WICF
Source: Facebook
জুনিয়র ওয়ার্ল্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৫ দলের নাম ঘোষণা করা হয় গত জুলাই মাসে। যেখানে শুরুতেই আসে মাহদির নাম। 

বর্তমানে মেলবোর্ন প্রিমিয়ার ক্রিকেটের ডেন্ডিনঙ্গ ডিস্ট্রিক্টের পক্ষে খেলছেন মাহদি ইসলাম।

Share
Published 8 October 2018 1:03pm
Updated 12 October 2018 11:42am
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends