গুগলে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে

অনলাইন সার্চ ইঞ্জিন গুগলে উইমেন ওয়ার্ল্ড কাপ ২০২০ উপলক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে খোঁজার প্রবণতা ৩২২% বেড়েছে। ফলে ফেবারিট না হয়েও নেটিজেনদের আগ্রহের শীর্ষে এখন বাংলাদেশ।

Bangladesh Cricket

উইমেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নেটিজেনদের আগ্রহের শীর্ষে Source: ICC

অস্ট্রেলিয়ায় গত ২১ তারিখে শুরু হয়েছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পার্থে বাংলাদেশ আজ ২৪ ফেব্রুয়ারী ভারতের সাথে খেলবে  তাদের প্রথম ম্যাচটি। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে শুভ সূচনা করেছে ভারত এবং একই গ্রুপে আছে বাংলাদেশও।

বাকি দুটি দল হচ্ছে  নিউজিলান্ড এবং শ্রীলঙ্কা। তাই এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের জন্য অসম্ভব না হলেও বেশ কঠিন হবে বলে মনে করা হচ্ছে। তাই ফেবারিট না হয়েও বাংলাদেশ নিয়ে আগ্রহের কমতি নেই মানুষের। গুগলে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে বাংলাদেশ দলকে আর এমনটিই জানা যাচ্ছে র অফিসিয়াল পেজ থেকে।
Bangladesh cricket
উইমেন্স টি-টোয়েন্টিতে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ Source: ICC
গুগল ট্রেন্ড থেকে দেখা যায় বিশ্বকাপ উপলক্ষে দশটি অংশগ্রহণকারী দেশের মাঝে বাংলাদেশ দলকেই বেশি খুঁজেছে নেটিজেনরা। পুরো বিশ্ব জুড়েই গত এক সপ্তাহে বাংলাদেশ দল নিয়ে খোঁজার প্রবণতা ৩২২ শতাংশ বেড়েছে। তবে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া নারী দলকে খোঁজার প্রবণতা বেড়েছে ৭২১ শতাংশ। নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান , অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দল নিয়েও গুগলে আগ্রহ দেখা গেছে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এ ছাড়া আরও যেসব বিষয় খোঁজা হচ্ছে তার মধ্যে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ কারা প্রচার করবে, খেলার সময়সূচি, বিশ্বকাপের ২ ডলারের মুদ্রা, ওয়াকা মাঠ ও বিশ্বকাপের টিকিট।

যেসব প্রশ্ন গুগলে খোঁজা হচ্ছে বেশি তার মধ্যে আছে, ‘মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কি টিভিতে ব্রডকাস্ট হবে?’ ‘কোন কোন দেশ বিশ্বকাপে খেলছে?’ ‘কবে হচ্ছে বিশ্বকাপ?’ ‘মেয়েদের বিশ্বকাপ সরাসরি কোথায় দেখা যাবে?’ ‘ সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়াম কোথায়?’

আইসিসি'র উইমেন টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ই মার্চ মেলবোর্নের এমসিজিতে। উইমেন্স টি-টোয়েন্টিতে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হচ্ছেন সালমা খাতুন।   উল্লেখ্য, এবছরই ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত্য অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ।

আরো পড়ুন: 



Share
Published 24 February 2020 11:57am
Updated 24 February 2020 12:51pm
Presented by Shahan Alam
Source: Google

Share this with family and friends