কোভিড-১৯ আপডেট: অস্ট্রেলিয়ায় ওমিক্রন ভেরিয়েন্ট, ন্যাশনাল কেবিনেট মিটিং-এ বসতে যাচ্ছে সরকার

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৯ নভেম্বর, ২০২১ এর আপডেট এটি।

Travellers look at a flight information notice board at Cape Town International Airport as restrictions on international flights take effect 28 Nov 2021

Travellers look at a flight information notice board at Cape Town International Airport as restrictions on international flights take effect 28 Nov 2021. Source: AAP

করোনাভাইরাসের একটি নতুন ও অধিকতর সংক্রামক স্ট্রেইন ওমিক্রন ভেরিয়েন্ট অস্ট্রেলিয়াতে পৌঁছে গেছে।

আজ একটি সিকিউরিটি মিটিং করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ন্যাশনাল কেবিনেট মিটিং অনুষ্ঠিত হবে। এতে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন-এর প্রভাব পর্যালোচনা করা হবে।

সাউদার্ন আফ্রিকা থেকে সিডনিতে আগত দু’জন যাত্রীর মাঝে এই ভেরিয়েন্ট সনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিক নয় এ রকম ব্যক্তিরা যারা সাউদার্ন আফ্রিকার সেই নয়টি দেশে গিয়েছেন যেগুলো নিয়ে উদ্বেগ রয়েছে, তারা বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।

হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে সরকার মেডিকেল অ্যাডভাইস নিবে এবং সে অনুসারে কাজ করবে। আগামী বুধবার, ১ ডিসেম্বর থেকে ডাবল ডোজ নেওয়া ভিসাধারীদের জন্য অস্ট্রেলিয়া পুনরায় উন্মুক্ত করার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার ভ্যাকসিন অ্যাডভাইজোরি গ্রুপ ATAGI কে সরকার বলেছে, আন্তর্জাতিক সাক্ষপ্রমাণ ও নতুন ওমিক্রন ভেরিয়েন্টের আলোকে বুস্টারের সময়সীমা পর্যালোচনা করতে। বর্তমানে দ্বিতীয় ডোজ টিকার ছয় মাস পর বুস্টার গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা , , , , এবং ভাষায় ওমিক্রন বিষয়ক হালনাগাদ তথ্য দিচ্ছে।

আর্থিক সহায়তা

রাজ্যগুলোতে ৭০ এবং ৮০ শতাংশ লোক পুরোপুরি টিকা গ্রহণ করা মাত্র কোভিড-১৯ ডিজাস্টার পেমেন্ট-এ পরিবর্তন আনা হয়।

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 29 November 2021 3:07pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends