কোভিড ১৯ আপডেট: ভিক্টোরিয়া বিধিনিষেধ সহজ করতে আরও প্রস্তুতি নিচ্ছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৯ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

Melbourne's CBD is seen from the banks of Williamstown.

Melbourne's CBD is seen from the banks of Williamstown. Source: AAP

  • ভিক্টোরিয়ানরা আজ থেকে বিধিনিষেধ শিথিল হওয়ার জন্য অপেক্ষা করছে
  • নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ বাসিন্দাদের অনুরোধ করছে কোভিড-নিরাপদ উপায়ে হ্যালোইন উদযাপন করতে
  • ভিক্টোরিয়া কোভিড ১৯ টিকা দেওয়ার ক্ষেত্রে মেডিক্যাল এক্সেম্পশন বা ছাড় পাবার বিষয়ে নিয়ম কঠোর করবে

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া ১,৬৫৬টি নতুন স্থানীয় কোভিড ১৯ কেস এবং ১০ জন মৃত্যুর রেকর্ড করেছে। এদিকে রাজ্যটি আজ সন্ধ্যা ৬টা থেকে আরও বিধিনিষেধ সহজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

গত বেশ কিছু সপ্তাহ ধরে বন্ধ অপরিহার্য নয় এমন খুচরা দোকান প্রথমবারের জন্য আবার খুলবে এবং রেস্তোঁরা, পাব এবং ক্যাফেগুলির জন্য গ্রাহক ধারণ ক্ষমতা আরো বাড়বে।

মেলবোর্ন এবং রিজিওনাল ভিক্টোরিয়ার মধ্যে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা থাকবে না, ভিক্টোরিয়া জুড়ে চলাচলের সীমা থাকছে না, মেলবোর্ন কাপের দীর্ঘ ছুটিতে মেট্রোপলিটন এলাকার বাসিন্দারা রিজিওনাল এলাকাগুলোতে ঘুরতে যাবে বলে আশা করা হচ্ছে।

বাইরে মাস্ক পড়ার প্রয়োজন হবে না তবে ভিতরে প্রয়োজন হবে।

আজ আপনার করতে ক্লিক করুন।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস ২৬৮টি নতুন স্থানীয় এবং দুটি মৃত্যুর রেকর্ড করেছে।

সকলকে এই উইকেন্ডে কোভিড ১৯-নিরাপদ উপায়ে হ্যালোইন উদযাপন করতে বলা হচ্ছে। যে কোন আয়োজন বাইরে করতে বলা হয়েছে৷

আপনার কাছাকাছি  খুঁজুন।

অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘন্টা

  • এসিটি ১০টি নতুন কেস রেকর্ড করেছে, মোট সক্রিয় কেস সংখ্যা এখন ২৩৪।
  • অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকসের নতুন ডেটা দেখায় যে বিদেশে জন্মগ্রহণকারী ব্যক্তিদের কোভিড ১৯ মৃত্যুর হার প্রতি এক লাখে ৪.২, যেখানে স্থানীয়ভাবে জন্মগ্রহণকারীদের বেলায় ২।
  • ভিক্টোরিয়া কোভিড ১৯ টিকাদানের ক্ষেত্রে মেডিক্যাল এক্সেম্পশন বা চিকিৎসা ছাড়ের বিষয়ে নিয়মগুলি কঠোর করবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।



৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 29 October 2021 2:17pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends