সিডনির মাঠে দর্শক বিহীন অস্ট্রেলিয়া -ভারত ক্রিকেট ম্যাচের দাবি জোরালো হচ্ছে

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচে অংশ নেওয়া দর্শকদের ভিড়কে নিষিদ্ধ করার জন্য এনএসডব্লিউ প্রিমিয়ার গ্ল্যাডিজ বেরেজিক্লিয়ান ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে বাধ্যতামূলক মুখোশ পরা আইন চালু করার পর ।

Day three of the second Test Match between Australia and India at The MCG, Melbourne on 28 December, 2020.

Day three of the second Test Match between Australia and India at The MCG, Melbourne on 28 December, 2020. Source: AAP

 

 

  • অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বাধ্যতামূলক মুখোশ পড়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আসন্ন অস্ট্রেলিয়া-ভারত টেস্ট ম্যাচটির সিদ্ধান্তের বিষয়ে পুনর্বার চিন্তা করারও সময় এসেছে।
  • এনএসডাব্লু লেবারও দর্শকবিহীন ক্রিকেট টেস্ট খেলার আহ্বান জানিয়েছে

  • প্রিমিয়ার বেরেজিক্লিয়ান বলেন "আমাদের এই অনুষ্ঠানগুলি চালিয়ে যাওয়ার বিষয়ে ভিন্নমত থাকতে পারে এবং আমরা তার প্রশংসা করি, তবে এটি আমাদের মানতে হবে যে হাজার হাজার মানুষের কাজ এর সঙ্গে জড়িত এই বিবেচনা আমরা মাথায় রেখেছ।
    • ভারতীয় ওই ক্রিকেটররা যদি কোভিড - ১৯ প্রোটোকল লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়, তবে তাদের সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে, যার ফলে সিডনি টেস্টে ওই খেলোয়ারা অনুপস্থিত থাকতে পারে।

বাধ্যতামূলক মুখোশের নির্দেশ দেওয়ার জন্য বিভিন্ন গ্রুপের কয়েক সপ্তাহের দাবির  পরে, মিসেস বেরেজিকলিয়ান শনিবার ঘোষণা করেছিলেন যে গ্রেটার সিডনির বাসিন্দাদের কিছু নির্দিষ্ট অভ্যন্তরীণ সেটিংসে মুখোশ পরতে হবে।

অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, তবে বলেছে যে  সিডনি ক্রিকেট গ্রাউন্ডে  আসন্ন অস্ট্রেলিয়া-ভারত টেস্ট ম্যাচটির সিদ্ধান্তের বিষয়ে পুনর্বার চিন্তা করারও সময় এসেছে

।বিরোধী নেতা জোডি ম্যাককে বলেন "আমাদের অজানা ক্লাস্টার এবং ক্রমবর্ধমান সংক্রমণ  পাওয়ার পর  ২৪,০০০ মানুষকে ক্রিকেটে খেলা দেখার অনুমতি দেওয়ার কোনও অর্থ হয় না," ।

তবে শনিবার প্রিমিয়ার বেরেজিক্লিয়ান এই পদক্ষেপের পক্ষে অবস্থান নেন।তিনি বলেন "আমাদের এই অনুষ্ঠানগুলি চালিয়ে যাওয়ার বিষয়ে ভিন্নমত থাকতে পারে এবং আমরা তার প্রশংসা করি, তবে এটি আমাদের মানতে হবে  যে হাজার হাজার মানুষের কাজ এর সঙ্গে জড়িত এই  বিবেচনা  আমরা মাথায় রেখেছি।

এদিকে এরই মধ্যে ভারতের ক্রিকেট দলের কয়েকজন সদস্য নতুন বিতর্কের সৃষ্টি করেছেন।  নতুন বছরের প্রথম দিনে মেলবোর্নে একটি ইনডোর ভেন্যুর রেস্তোরাঁয় খেতে যান রোহিত, ঋষভ পন্থ, শুবমন গিল, পৃথ্থী শ ও নভদ্বীপ সাইনি। পরবর্তীতে এর  একটি ভিডিও ভাইরাল হয়।

এদিকে এক সংবাদ বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে বিসিসিআই ও সিএ যৌথ ভাবে  এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। তারা মূলত দেখবে এই ঘটনার ফলে জৈব-সুরক্ষা বলয়ের কোন বিষয়টি ভাঙা হয়েছে।করোনা ভাইরাস থেকে বাঁচতে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার জন্য কঠোর অবস্থান নিয়েছে। যদিও ক্রিকেটারদের পাবলিক ভেন্যুতে রেস্তোরাঁয় খাবারের অনুমতি রয়েছে। তবে সেটা হতে হবে খোলা জায়গায়।

আপাতত অস্ট্রেলিয়া ও ভারতের চিকিৎসক দলের পরামর্শে সতর্কতা হিসেবে এই খেলোয়াড়দের আইসোলেশনে পাঠাতে বলা হয়েছে। এর ফলে ভারত ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভ্রমণ ও অনুশীলন মাঠে যাওয়ার ক্ষেত্রেও তাঁদের আলাদা রাখা হবে।বিসিসিআই এবং সিএ উভয়ের পক্ষ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি ।খেলোয়াড়দের যদি  কোভিড - ১৯ প্রোটোকল লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়, তবে তাদের সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে  পাঠানো  হবে, যার ফলে  সিডনি টেস্টে ওই খেলোয়াড়রা অনুপস্থিত থাকতে পারে।


Share
Published 3 January 2021 1:42pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends