Feature

মেলবোর্নে আয়োজিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

গত ২৫ মে, ২০২৪-এ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান। এটি ছিল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ভিক্টোরিয়া’ নামক সংগঠনের বাৎসরিক আয়োজনের অংশ।

Cover Photo 1.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ভিক্টোরিয়া-র কয়েকজন সদস্য। Source: Supplied / Zeenatur Reza

এই পুনর্মিলনী অনুষ্ঠানে মূলত অংশ নিয়েছেন ভিক্টোরিয়া তথা মেলবোর্নে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। তবে ক্যানবেরা ও সিডনি থেকেও আগ্রহী বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী যোগ দিয়েছিলেন।
Body 11.jpg
মেলবোর্নে আয়োজিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান। Source: Supplied / Zeenatur Reza
ল্যাভারটন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রায় দুইশত মানুষ। ছবি তোলা, গান, কবিতা, নৃত্য, খাওয়া-দাওয়া আর আড্ডায় মুখর হয়েছিলেন সকলে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ আর ভালবাসায় পুরো সন্ধ্যাটি মেতে উঠেছিল আনন্দ আর আন্তরিক উষ্ণতায়।

অনুষ্ঠানের শুরুতেই এই অঞ্চলের ঐতিহ্যবাহী অভিভাবক অর্থাৎ বুনউরাং জনগোষ্ঠীর এল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জীনাতুর রেজা। বক্তব্যে তিনি এই সংগঠনের প্রয়াসগুলো তুলে ধরেন এবং এলামনিদের আরও বৃহৎ পরিসরে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. কামরুল আলম, যিনি একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক, বর্তমানে মেলবোর্নে সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাঁর বক্তব্যে উঠে আসে বাংলাদেশের জাতীয় জীবনে সর্বব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও অবদানের কথা। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াতেও ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ভিক্টোরিয়া’ বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিতে পারে বলে তিনি আশাবাদ জানান।

মনোরম সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে চলে এবং দর্শক- শ্রোতাদের মাতিয়ে রাখেন মেলবোর্নের শিল্পীরা যারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীও বটে।
Body 22.jpg
আয়োজন করা হয়েছিল মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। Source: Supplied / Zeenatur Reza
মেলবোর্নের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ সাদিয়া হামিদ নিঝুমের সমন্বয়ে সাংস্কৃতিক পর্বে অংশ নেন ওয়াজিহ্ রাজিব, তাশমি তামান্না, সাদিয়া আফরিন স্নিগ্ধা, রুমানা জাহান, রওনক রাব্বানী, নেহা ও অরিত্র। সংগীত, কবিতা ও নাচের সংগে বাদ্যযন্ত্রী ফাহিম আর বিশালের গিটার সুরের মায়াজাল সৃষ্টি করেছিল অডিটোরিয়ামে।

সুস্বাদু বাংলাদেশী খাবার আর কেক কাটার পরেই ছিল কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দর্শকদের সংগে নিয়ে আয়োজন। আসাদ তমালের খেলা, তানজীর হামিদের জীবন থেকে নেয়া কমেডি , আর নাদেরা সুলতানা নদী ও নুসরাত খান তৃনার রাফেল ড্র দর্শকদের আনন্দ দিয়েছে।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবৃত্তিশিল্পী রওনক রাব্বানী সূবর্না। পুরো অনুষ্ঠানটি ক্যামেরায় বন্দি করেছেন ফটোগ্রাফার শামীমা কুহু। ক্যান্সার কাউন্সিল ভিক্টোরিয়া-র জন্য একটি ফান্ড রেইজার সবার মনোযোগ আকর্ষণ করে। তরুণ প্রজন্মের প্রতিনিধি শায়ান ইলিয়াস এই উদ্যোগটি সফলতার সংগে সমন্বয় করে।

বেশ কয়েকজন সেচ্ছাসেবক অত্যন্ত দক্ষতার সাথে কার্যকরী পরিষদের সংগে কাজ করেছেন এই অনুষ্ঠানে, তাদের মধ্যে অন্যতম নাজমুল হোসেন, মারুফ হাসান, সাঈদ নয়ন প্রমুখ। শাকিল ইলিয়াস, প্রাক্তন সাধারণ সম্পাদক ঈয়াসমিন খন্দকার, ফারিনা মাহমুদ ও মোহাম্মদ কবির জুয়েলকে বিশেষ ধন্যবাদ জানানো হয় তাদের সার্বিক সহযোগিতার জন্য।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ভিক্টোরিয়া-র কার্যকরী পরিষদের বর্তমান সদস্যরা হলেন- সভাপতি জীনাতুর রেজা, সহ-সভাপতি মোহাম্মদ খালিদ মুজিব, কোষাধ্যক্ষ ড. রোমান আহমেদ, সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী মিতা, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, সাধারণ সদস্য রওনক রাব্বানী ও নুসরাত খান।

প্রেস বিজ্ঞপ্তি

আমাদেরকে অনুসরণ করুন দেখুন আমাদের 

Share
Published 19 June 2024 8:58am
Presented by Tareq Nurul Hasan
Source: SBS

Share this with family and friends