আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ার মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

মুসলমানদের অন্যতম ধর্মীয় মাস রমযান প্রায় শেষের পথে। চান্দ্রমাস রমযানের শেষে শাওয়ালের এক তারিখে উদযাপিত হবে অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। এ উপলক্ষে অস্ট্রেলিয়ার মুসলমানদের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

Australian Prime Minister Scott Morrison will announce today recovery plans or Jobmaker plan.

Australia tus thawj pwm tsav Scott Morrison qhia txog nws tej tswv yim coj los pab Australia tej lagluam thiab tsimhauj lwm rau tej neeg ua - Source: AAP

অস্ট্রেলিয়ায় মুসলমানদের অন্যতম ধর্মীয় মাস রমযান শেষ হওয়ায় এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী স্কট মরিসন একটি ভিডিও বার্তা প্রদান করেন। এতে তিনি বলেন:

সকল ধর্মেই পবিত্র উৎসবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যক্তিগতভাবে এবং কমিউনিটির দিক দিয়েও। আর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের জন্য এটি সুনিশ্চিতভাবেই সত্য। এটি একটি পূত-পবিত্র সময়ের প্রতিনিধিত্ব করে, রোযা শেষ হওয়ার সময়, পরিবার এবং কমিউনিটি হিসেবে একত্রিত হওয়ার সময় এবং ইবাদত করার ও চিন্তা-ভাবনা করার সময় এটি।

তবে অস্ট্রেলিয়ার অন্যান্য ট্রাডিশনের মতো এ বছর ঈদেও বাধা পড়েছে।

এখন, সকল অস্ট্রেলিয়ানের মতো আমি অস্ট্রেলিয়ার মুসলমানদেরকে জানি। তারা সাম্প্রতিক সময়ে অনেক ত্যাগ স্বীকার করেছে। মন্দির ও গির্জাগুলোর মতো মসজিদগুলোও বন্ধ করা হয়েছে, প্রার্থনার উদ্দেশ্যে হওয়া জমায়েতগুলো বন্ধ করা হয়েছে এবং অন্ত্যেষ্টিক্রিয়ায়ও লোকজনের উপস্থিতি সীমিত করা হয়েছে। সত্যিকারেই কঠিন সময়। বিয়েশাদীর আয়োজনও এগিয়ে নেওয়া যাচ্ছে না। আর, অস্ট্রেলিয়ানদের জন্য এ বছর হজ্ব করার কোনো সুযোগ নেই। আপনারা এর সবই করেছেন স্বেচ্ছায় এবং নিজেদের সুরক্ষার জন্য। ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে বিশ্বাসের প্রতি ভালবাসা প্রদর্শন করেছেন।

তাই, এ বছরের ঈদ ভিন্ন রকম। তবে, ঈদের বাণী এবং আপনাদের প্রতি আমার বার্তা নিঃসন্দেহে পরিবর্তিত হয় নি। এটি একটি আশার বাণী। অস্ট্রেলিয়ায় আমাদের আশাবাদী হওয়ার মতো অনেক কিছু আছে। বিশ্বের অন্যান্য বহু দেশের তুলনায় আমরা বলতে পারি, আমরা এই ভয়ানক ভাইরাসের বিরুদ্ধে বিজয়ী হচ্ছি। তবে আমরা জানি এখনও আমাদেরকে বহু দূর যেতে হবে। সকল অস্ট্রেলিয়ান, এদেশের সমস্ত কমিউনিটি, যাদের মধ্যে মুসলমানরাও রয়েছে, আমি চাই তারা সবাই একত্রে কাজ করুক। কারণ, এ বিষয়টিই কাজ করছে। যেমন, দৈহিক দূরত্ব বজায় রাখা, হাত ধোওয়া এবং অবশ্যই সমস্ত গুরুত্বপূর্ণ কোভিডসেফ অ্যাপ ডাউনলোড করা। আপনি যদি এসব না করে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই ঈদেই এগুলো করুন।

আমাদেরকে আরও বহু দূর যেতে হবে। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, এমন দিন আসবে, একটি চমৎকার দিন, একটি আনন্দময় দিন যেদিন সকল ধর্মের অনুসারীরা একত্রিত হতে পারবে এবং আবারও একত্রিত হয়ে প্রার্থনা করতে পারবে। আমি সেই দিনটির প্রতীক্ষায় রয়েছি।

তাই আমি আপনাদের ত্যাগের জন্য ধন্যবাদ দিতে চাই। আগামী সপ্তাহ ও মাসগুলোতেও আমরা এই ধারা বজায় রাখতে চাই। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা যে মহান উদাহরণ তৈরি করেছেন তার জন্য এবং আপনাদের কমিউনিটির নেতৃত্বের জন্য। আপনারা সাহায্য করেছেন, এখনও করে যাচ্ছেন এবং আমি জানি, আপনারা তা চালিয়ে যাবেন। আপনারা একটি পার্থ্যক্য তৈরি করে দেখিয়েছেন।

তাই আপনারা যে পবিত্র সময়টির সূচনা করছেন, আমি আশা করি ঈদ উৎসব হবে পরিবার ও কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধের গুণাবলী এবং উদারতা প্রকাশ। আপনাদেরকে, আপনাদের পরিবারকে এবং কমিউনিটিকে এটি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার উৎসাহ যোগাবে।

অস্ট্রেলিয়ার জন্য প্রতিদিন আপনারা সকলে যে অবদান রেখেছেন তার জন্য অস্ট্রেলিয়ার মুসলমান কমিউনিটির সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা কামনা করছি এই ঈদ আপনাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসুক। ঈদ মোবারক।

এছাড়া, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক লিখিত স্টেটমেন্টেও স্কট মরিসন অস্ট্রেলিয়ার মুসলমানদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সেখানেও তিনি করোনাভাইরাসের জন্য বিশেষ একটি পরিস্থিতিতে ঈদ উদযাপনের কথা উল্লেখ করেন এবং অস্ট্রেলিয়ার মুসলমানদের ভূমিকার জন্য প্রশংসা করেন।

Follow SBS Bangla on .

Share
Published 22 May 2020 6:24pm
Updated 5 March 2024 9:34am
By Sikder Taher Ahmad

Share this with family and friends