নিউ ইয়ার্স ইভে সিডনিতে ফায়ারওয়ার্কসের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ

টোটাল ফায়ার ব্যান এবং ঝুঁকিপূ্র্ণ অবস্থা সত্ত্বেও নববর্ষের প্রাক্কালে সিডনিতে আতশবাজির অনুমতি দিয়েছে ফায়ার অথরিটিজ। তবে প্যারামাটাসহ অন্যান্য এলাকার অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

The midnight fireworks light up the Sydney Harbour Bridge during New Year's Eve celebrations.

The midnight fireworks light up the Sydney Harbour Bridge during New Year's Eve celebrations. Source: Getty Images AsiaPac

সিডনি হারবারের নিউ ইয়ার্স ইভের ফায়ারওয়ার্কস প্রদর্শনীর অনুমতি মিলেছে। নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার অবশ্য এটি বাতিল করার জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছিলেন।

নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস সোমবার সন্ধ্যায় বলেছে, সিডনি হারবারের ফায়ারওয়ার্কস প্রদর্শনীর জন্য তারা অনুমতি দিয়েছে। সামাজিক-যোগাযোগ-মাধ্যমে তাদের পক্ষ থেকে বলা হয়েছে,

“আগামীকাল সিডনি হারবার ফায়ারওয়ার্কস চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”
“নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস এবং ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলস অন্যান্য টোটাল ফায়ার ব্যান একজেম্পশন্সগুলো খতিয়ে দেখছে।”

এর আগে সিডনির নিউ ইয়ার্স ইভ ফায়ারওয়ার্কস বাতিল করার আহ্বান জানান নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার জন বেরিলারো। তিনি বলেন, এটা ‘খুবই সহজ সিদ্ধান্ত’।

এই রাজ্য জুড়ে মঙ্গলবার তাপমাত্রা অত্যন্ত বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস রয়েছে। বলা হচ্ছে যে ওয়েস্টার্ন সিডনি এবং রিজিওনাল নিউ সাউথ ওয়েলসে ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা দেখা যাবে।

অগ্নি-ঝুঁকির কারণে ফায়ারওয়ার্কস প্রদর্শনী ইতোমধ্যে বাতিল কিংবা স্থগিত ঘোষণা করেছে প্যারামাটা, আর্মিডেল এবং হাসকিসন-সহ বিভিন্ন সাবার্ব ও রিজিওনাল টাউন।
সোমবার বিকেলে সিটি অফ প্যারামাটার ফেসবুক পেজে বলা হয়েছে,

“আমাদের কমিউনিটির এবং সাধারণ জনগণের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নিরাপত্তা বিনষ্ট না করে অনুষ্ঠানটি করা সম্ভব হবে না।”

এদিকে, সিডনি হারবারের বিখ্যাত ফায়ারওয়ার্কস-এর জন্য গাছপালা সমৃদ্ধ বলস হেড পয়েন্ট ব্যবহারের অনুমতি দিচ্ছে না নর্থ সিডনি কাউন্সিল।
নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসও সোমবার সন্ধ্যায় ঘোষণা করেছে যে, ‘এক্সট্রিম বুশফায়ার রিস্ক’ এর কারণে সিডনি ফায়ারওয়ার্কসের সময়ে জনপ্রিয় ব্রাডলিজ হেড এবং নর্থ হেড ভিউয়িং পয়েন্ট বন্ধ থাকবে।
সিডনি ফায়ারওয়ার্কস বাতিল করে সেই অর্থ খরা ও বুশফায়ার রিলিফ কাজে ব্যবহার করার দাবি নিয়ে আড়াই লাখ (২৫০ হাজার) লোক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। সোমবার তাদের সঙ্গে সুর মিলিয়েছেন মিস্টার বেরিলারো। সামাজিক-যোগাযোগ-মাধ্যমে তিনি বলেন,

“ঝুঁকি অনেক বেশি। আমাদের অবশ্যই উচিত ক্লান্ত-শ্রান্ত রুরাল ফায়ার সার্ভিস ভলান্টিয়ারদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। রিজিওনাল এলাকাগুলোতে যদি ফায়ারওয়ার্কস বাতিল করা হয়ে থাকে, তাহলে, দু’শ্রেণীর নাগরিক তৈরি করা ঠিক হবে না। আমরা সবাই একসাথেই এই সঙ্কটের মধ্যে আছি।”

অন্যদিকে, সিটি অফ সিডনির মুখপাত্রী তানিয়া গোল্ডবার্গ বলেন, এই অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে কাউন্সিল ‘দৃঢ় অবস্থানে’ রয়েছে।
The midnight fireworks light up the Sydney Opera House during New Year's Eve celebrations.
The midnight fireworks light up the Sydney Opera House during New Year's Eve celebrations. Source: Getty Images AsiaPac
সিডনি হারবারের এই বিখ্যাত অনুষ্ঠানে প্রায় এক মিলিয়ন লোক অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে নিউ সাউথ ওয়েলসের অর্থনীতিতে ১৩০ মিলিয়ন ডলার যু্ক্ত হবে।

প্রিমিয়ার গ্লাডিস বার্জিক্লিয়ান বলেন, রুরাল ফায়ার সার্ভিস এবং বিশেষজ্ঞরা যদি বলেন যে ফায়ারওয়ার্কস উদযাপন করাটা নিরাপদ, তাহলে তা করা হবে।

মঙ্গলবার সিডনি, হান্টার এবং ইলাওয়ারা-সহ নিউ সাউথ ওয়েলসের অর্ধেকেরও বেশি ডিস্ট্রিক্টে টোটাল ফায়ার ব্যান জারি করা হয়েছে।
ব্যান এর অর্থ হলো রুরাল ফায়ার সার্ভিস অবশ্যই অব্যাহতি দিবে সে-সব অপারেটরকে যারা ফায়ারওয়ার্কস প্রদর্শনীর দায়িত্ব গ্রহণ করতে চায়।

আবাসিক এলাকায় বসবাসকারীদের যদি কোনো ব্যক্তিগত ফায়ারওয়ার্কসের পরিকল্পনা থাকে তবে তা বাতিল করার জন্য সতর্ক বার্তা দিয়েছে ফায়ার অথরিটি।

নিউ সাউথ ওয়েলস পুলিস অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাইকেল উইলিং বলেন, হারবারের ফায়ারওয়ার্কস-এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করাটা পুলিশের বিষয় নয়।

এই উষ্ণ আবহাওয়ায় উৎসবে অংশগ্রহণকারীদেরকে নিজের প্রতি খেয়াল রাখতে এবং পানি পান করতে বলেন তিনি। ইমার্জেন্সি সার্ভিস, যেমন, নিউ সাউথ ওয়েলস অ্যাম্বলেন্সের পাশাপাশি পুলিশও কাজ করবে, বলে জানান তিনি।

সিডনি হারবারের আশেপাশে প্রায় তিন হাজার পুলিশ অফিসার দায়িত্ব পালন করবেন।

Share
Published 31 December 2019 11:24am
Updated 31 December 2019 11:29am
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends