অস্ট্রেলিয়ায় অভিবাসনের উৎস দেশগুলোর শীর্ষ দশে নেই বাংলাদেশ

গত ২০১৮-১৯ সালের মাইগ্রেশন প্রোগ্রাম রিপোর্টের অভিবাসন উৎস দেশের তালিকায় ভারত শীর্ষে উঠে এসেছে। শীর্ষ দশ উৎস দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ও নেপাল থাকলেও বাংলাদেশ নেই।

Harkanwalpreet Singh and his wife migrated to Australia about three years ago.

Harkanwalpreet Singh and his wife migrated to Australia about three years ago. Source: SBS

অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তাদের ২০১৮-১৯ সালের প্রকাশ করেছে।  এতে দেখা যায় ঐবছরে একশত ষাট হাজারের কিছু বেশি স্থায়ী ভিসা ইস্যূ করা হয়েছে যার মধ্যে ভারতীয়দের দেয়া হয়েছে ৩৩,৬১১ টি ভিসা।

তালিকার দ্বিতীয় স্থানে আছে চীন এবং যুক্তরাজ্য আছে তৃতীয় স্থানে। ঐসব দেশের নাগরিকদের যথাক্রমে ২৪,২৮২ এবং ১৩,৬৮৯ টি ভিসা ইস্যু করা হয়েছে। 

এই তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে ৪,৭৩৯ টি ভিসা নিয়ে পাকিস্তান ও ৪,০৯৬ টি ভিসা নিয়ে নেপাল আছে যথাক্রমে ৭ ও ৮ নম্বরে। লক্ষণীয় যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে অভিবাসনের উৎস দেশ হিসেবে বাংলাদেশ শীর্ষ তালিকায় থাকলেও অস্ট্রেলিয়াতে নেই।

অস্ট্রেলিয়ার মাইগ্রেশন প্রোগ্রামটিতে প্রতি বছর কতগুলো ভিসা দেয়া হবে তা নির্ধারণ করা হয় অর্থবছরের  ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সময়কালের সাথে মিল রেখে।  এই প্রোগ্রামের ভিসা সংখ্যার সাথে সরকারের বাজেট প্রক্রিয়াটি সম্পর্কিত।

এই প্রোগ্রামের মূল চারটি স্ট্রিম হচ্ছে স্কিল স্ট্রিম, ফ্যামিলি স্ট্রিম, স্পেশাল এলিজিবিলিটি স্ট্রিম এবং চাইল্ড প্রোগ্রাম। 

তবে এই স্ট্রিমগুলোর বাইরে রেফিউজি এবং হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামও আছে যা এই রিপোর্টে উল্লেখ করা হয়নি। 

এর আগের কয়েক বছরের প্রোগ্রামের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে ভিসার সংখ্যা ছিল উল্লেখযোগ্যহারে কম।  এ বছর এই প্রগ্রামের আওতায় ১৬০,৩২৩ টি ভিসা দেয়া হয়েছে যা ২০১৭-১৮ অর্থবছরে ছিল ২৭২,৯৮৮। 

গত অর্থবছরে স্কিল স্ট্রিমে ভিসা দেয়া হয়েছে ১০৯,৭১৩ টি, এছাড়া ফ্যামিলি স্ট্রিমে ৪৭, ২৪৭ টি  ভিসা দেয়া হয়।  

স্কিল স্ট্রিমের আওতায় সবচেয়ে বেশি ভিসা দেয়া হয়েছে যে তিনটি প্রধান ক্যাটাগরিতে সেগুলো হচ্ছে প্রফেশনালস (৬৩.৩%), টেকনিশিয়ান এবং ট্রেড ওয়ার্কার্স (১৫.২%), এবং ম্যানেজার্স (৮.৪%)।

এই রিপোর্টে আরেকটি বিষয় লক্ষণীয় যে ফ্যামিলি ভিসার চাহিদা বৃদ্ধি।  ২০১৮-১৯ অর্থবছরে ফ্যামিলি স্ট্রিমে ৪৭,২৪৭ টি  ভিসা ইস্যু করা হলেও ২০১৯ সালের ৩০শে জুন পর্যন্ত ২ শত হাজারের বেশি আবেদন নিস্পত্তির অপেক্ষায় আছে।

আরো পড়ুন:

Share
Published 28 February 2020 5:35pm
Updated 28 February 2020 6:44pm
Presented by Shahan Alam

Share this with family and friends