'ভারত, আমরা তোমার পাশে আছি': ভারতের কোভিড সংকটে অর্থ সংগ্রহে এসবিএস রেডিওথন আপীল

বিশ্বের মধ্যে ভারতের কোভিড পরিস্থিতি চরম সংকটে রয়েছে। ইউনিসেফ (UNICEF)-এর মাধ্যমে কোভিড যুদ্ধে সহায়তার লক্ষে অর্থ সংগ্রহে গঠন করা হয়েছে এসবিএস ইন্ডিয়া কোভিড আপীল রেডিওথন। এই সংকটে সামর্থ্যের বাইরে চলে যাওয়া দেশটির স্বাস্থ্য খাত এর মাধ্যমে জীবন বাঁচাতে এবং জরুরী মেডিক্যাল সামগ্রীর সরবরাহ পেতে সমর্থ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

India has been recording an average of 4000+ COVID deaths every day since the past few weeks

India has been recording an average of 4000+ COVID deaths every day since the past few weeks. Source: AAP Image/Avishek Das / SOPA Images/Sipa USA

ভারতের কোভিড-১৯ সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে, মারা যাচ্ছে বহু মানুষ এবং অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যর্থ  হচ্ছে  মানুষ স্বাস্থ্যসেবা পেতে। এক নাগাড়ে চলতে থাকা মারাত্মক এই ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের চাপে ইতোমধ্যেই এই খাতটি তাদের সামর্থ্যের বাইরে চলে গেছে।

হাসপাতালগুলোতে কোন অক্সিজেন নেই। ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলো খালি নেই এবং এমার্জেন্সি রুম থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে রোগীদের; কারণ, সেগুলো পূর্ণ হয়ে গেছে অথবা সেখানে পর্যাপ্ত জরুরী মেডিক্যাল সামগ্রী নেই। 

ভারতের চলমান পাবলিক হেলথ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এসবিএস রেডিও উদ্যোগ নিয়েছে ‘এসবিএস ইন্ডিয়া কোভিড আপীল রেডিওথন’-এর; যার মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে এবং বার্তা দেয়া হবে "ভারত আমরা তোমার পাশে আছি"।
India COVID
A woman mourns as her relative died of COVID-19 at a hospital in Ahmedabad, India. Source: AAP Image/EPA/Divyakant Solanki
এসবিএসের অডিও এন্ড ল্যাংগুয়েজ কনটেন্ট ডিরেক্টর ডেভিড হুয়া বলেন, অস্ট্রেলিয়ার জনগণ ভারতের করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে দুশ্চিন্তায় আছে।

"অনেক অস্ট্রেলিয়ান তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের ব্যাপারে চিন্তায় আছে এবং পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, তাদের কী করা উচিত বুঝতে পারছে না।  আমি আশা করছি এসবিএসের ইউনিসেফ ইন্ডিয়া আপীল কমিউনিটির জন্য কিছু করতে পারবে, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানরা এই মহতী উদ্যোগের মাধ্যমে তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারবে," মি. হুয়া বলেন।

এসবিএস ইন্ডিয়া কোভিড আপীল রেডিওথন কী?

এই উদ্যোগের মাধ্যমে আমরা ইউনিসেফকে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করছি যাতে তারা লোকজন, পরিবার ও সমস্যায় থাকা কমিউনিটির মানুষদের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে, বিশেষ করে যাদের জরুরী সাহায্য প্রয়োজন।

২১ মে সাউথ এশিয়ান প্রোগ্রামের ব্রডকাস্টার এবং প্রযোজকরা অনলাইন, রেডিও এবং ফেইসবুকে ৬ ঘণ্টার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এই যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে।

'ভারত, আমরা তোমার পাশে আছি' বলতে আমাদের সাথে যোগ দিন 

২১ মে, শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের সাথে থাকুন। এ সময় এসবিএস গুজরাটি, হিন্দি, তামিল, পাঞ্জাবি, মালায়ালম, বাংলা, উর্দু এবং অন্যান্য ভাষার প্রোগ্রামগুলো অস্ট্রেলিয়া থেকে এবং ভারত থেকে সরাসরি সম্প্রচার করবে।

আপনি আমাদের এসবিএস ল্যাংগুয়েজ ফেইসবুক পেজগুলো থেকে অনুষ্ঠানগুলো সরাসরি অনলাইনে দেখতে পাবেন।

সংগৃহীত অর্থ কীভাবে ব্যবহার করা হবে?

  • এসবিএস রেডিওথনকে দেয়া আপনার অনুদান ব্যয় করা হবে:
  • অত্যন্ত গুরুতর এবং সংকটজনক কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট সরবরাহ করে জীবন বাঁচাতে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করতে।
  • গুরুতরভাবে সংক্রমিত জেলাগুলোতে দ্রুত এবং সঠিকভাবে ভাইরাস নির্ণয় করতে টেস্টিং মেশিন সরবরাহ করতে।
  • ইউনিসেফ কর্তৃক চলমান কোভেক্স (COVAX) উদ্যোগের মাধ্যমে কোভিড ১৯ ভ্যাকসিন বিতরণ কার্যক্রমে সহায়তা করতে। 
কীভাবে অনুদান দেবেন?

আপনি  ভিজিট করে অথবা ১৩০০ ৮৮৪ ২৩৩ নম্বরে ফোন করেও আজই অনুদান দিতে পারেন। দুই ডলারের বেশি যে কোন অঙ্কের অনুদান করমুক্ত।

অনুগ্রহ করে উদার হস্তে দান করুন এবং পরিবার ও কমিউনিটিকে বাঁচাতে ইউনিসেফের গুরুতর মেডিক্যাল সাপ্লাই এবং সেবা কার্যক্রমে সাহায্য করুন।

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

Follow SBS Bangla on .

আরো দেখুন:




Share
Published 18 May 2021 2:12pm
Updated 18 May 2021 3:58pm
Presented by Shahan Alam

Share this with family and friends