কর্মচারীদের কমহারে মজুরি দেওয়ায় অকল্যান্ডে বাংলাদেশী দম্পতির জেল

অভিবাসী কর্মচারীদেরকে নির্ধারিত হারের চেয়ে কম হারে মজুরি দেওয়ায় নিউ জিল্যান্ডের অকল্যান্ডে এক বাংলাদেশী দম্পতির জেল হয়েছে।

অকল্যান্ডে মিষ্টির দোকান পরিচালনা করেন বাংলাদেশী দম্পতি মোহাম্মদ আতিকুল ইসলাম ও নাফিসা আহমেদ। কর্মচারীদেরকে তারা ঘণ্টায় ৬ ডলার করে দিতেন। এ ছাড়া, বাংলাদেশ থেকে মিষ্টির কারিগর নিয়ে গিয়ে তাদের পাসপোর্ট আটকে রাখার ও কম মজুরি দিয়ে অতিরিক্ত সময় কাজ করানোর অভিযোগ রয়েছে এই দম্পতির বিরুদ্ধে।

অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট তাদের দু’জনকেই কারাদণ্ড দিয়েছে।

আদালতে এ রকম একজন কর্মচারী বলেন, দিনে ১৪ ঘণ্টা করে সাত দিনই তাকে কাজ করতে হতো। এভাবে এক বছরেরও বেশি সময় ঘণ্টায় মাত্র ৬ ডলার রেটে তিনি কাজ করতে বাধ্য হয়েছেন।

নিউ জিল্যান্ডের গণমাধ্যম -এ এসব তথ্য প্রকাশিত হয়েছে।


Share
Published 10 May 2019 4:05pm
Updated 10 June 2019 7:08pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends