ওয়ানডে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাশরাফি

আন্তর্জাতিক ক্রিকেটে একটা দীর্ঘ বিরতির পর ফিরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা অবসর নেয়ার ঘোষণা দিলেন । প্রায় ১৯ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাশরাফি বিন মর্তুজার।মাশরাফির নেতৃত্ব বদলে গিয়েছিলো বাংলাদেশের ক্রিকেট। ২০১৪ সালে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তুলেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ানডে অধিনায়ক হিসেবে অবসর নেয়ার ঘোষণা দিলেন নড়াইল এক্সপ্রেস ।

mashrafi

Source: Facebook

mash
Source: Facebook
২০০১ সালে শুরু হয় মাশরাফির ক্যারিয়ার । ১৯ বছরের ব্যবধানে নিজের ৫২৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ১৩৫ উইকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০৩ ম্যাচে ৪১৯ উইকেট ও ২০ ওভারের ক্রিকেটে তিনি ১৬৩ ম্যাচে ১৪৬ উইকেট নিয়ে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ১৯ বছরের ক্যারিয়ারে মাশরাফি ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিয়েছেন ৩৮৮ উইকেট।টেস্ট ক্রিকেটে খেলেছেন ৩৬ ম্যাচে নিয়েছেন ৭৮ উইকেট এর পাশাপাশি ওয়ানডেতে ২১৮ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৬৬ টি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচে খেলে নিয়েছেন ৪২ উইকেট।

এছাড়াও মাশরাফি আন্তর্জাতিক ওয়ানডেতে পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০তম উইকেট পেয়েছেন । আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে অধিনায়ক হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখান ওয়াসিম আকরাম তিনি পান ১৫৮ উইকেট , শন পোলক পান ১৩৪ উইকেট , ইমরান খান ১৩১উইকেট এবং জেসন হোল্ডার নিয়েছেন ১০১ উইকেট ।

জিম্বাবুয়ে সিরিজের শুরুতেও আলোচনায় ছিলেন মাশরাফি বিন মুর্তজা। শেষ ম্যাচের আগে ঘোষণা দিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে এটাই তার শেষ ম্যাচ। আর এই মাশরাফির শেষটা জয় দিয়েই রাঙালো সতীর্থরা । তৃতীয় দফায় টানা ছয় বছর বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে ছিলেন মাশরাফি। সাম্প্রতিক তার গতির তারতম্যের কারণে এবং প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ায় গত এক বছর ধরে ধেয়ে আসা আলোচনার ঝড় সেই ঝড় থামিয়ে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি ।

বিশ্বকাপে আট ম্যাচে উইকেট পেয়েছিলেন মোটে একটি। তারপর আর খেলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বকাপে বল হাতে বিবর্ণ থাকায় প্রশ্ন উঠেছে মাশরাফীর সামর্থ্য নিয়ে। অবশ্য বিশ্বকাপের পর বাংলাদেশ খেলেছেই মাত্র একটি ওয়ানডে সিরিজ। চোটে পড়ায় মাশরাফী যেতে পারেননি শ্রীলঙ্কায়। তামিম ইকবালের নেতৃত্বে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে হোয়াইটওয়াশ (৩-০) হওয়া টাইগারদের জন্য ঘুরে দাঁড়ানোর সিরিজ ছিল এটি।প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সাত মাসেরও বেশি সময় পর ওয়ানডে অধিনায়ক নেমেছিলেন আন্তর্জাতিক ম্যাচ খেলতে।

বিশ্বকাপে ভালো সময় কাটেনি মাশরাফি বিন মর্তুজার। অভিজ্ঞ এই পেসার ৮ ম্যাচে পেয়েছিলেন মাত্র একটি উইকেট। এমন পারফরম্যান্সে সমালোচনার ঝড় উঠেছিল নীরবে তা হজম করেছেন তিনি । তখনি প্রশ্ন উঠেছিল কবে অবসরে যাচ্ছেন তিনি । এ নিয়ে এতদিন তেমন কিছু বলতে শোনা যায়নি তাকে। বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নামার পর আবারো সেই একই প্রশ্ন। তবে এবার আর চুপ থাকতে পারলেন না ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট এর অধিনায়ক হিসাবে অবসর নেওয়ার ।

 


Share
Published 8 March 2020 11:43am
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends