হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২১: শক্তিশালী পাসপোর্ট হিসেবে অস্ট্রেলিয়া অষ্টম স্থানে, শীর্ষে জাপান

২০২১ সালে হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী অস্ট্রেলিয়া এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে রয়েছে, শীর্ষ স্থান ধরে রেখেছে জাপান। বাংলাদেশের অবস্থান ১০১তম।

Australian passport

Source: Getty

হাইলাইটস 

  • শক্তিশালী পাসপোর্টের তালিকায় অস্ট্রেলিয়া অষ্টম, এগিয়েছে এক ধাপ 
  • শীর্ষ তিনে আছে জাপানসহ এশিয়ার দেশগুলো 
  • বাংলাদেশ ইরানের সাথে যৌথভাবে রয়েছে ১০১তম স্থানে 
গ্লোবাল সিটিজেনশিপ এবং রেসিডেন্সি পরামর্শক লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ২০২১ সালের বিশ্বের শক্তিশালী পাসপোর্টের একটি রেংকিং করেছে যাতে শীর্ষে আছে জাপানের পাসপোর্ট। এই রেংকিংটি করা হয় সাধারণত সংশ্লিষ্ট দেশের নাগরিকরা পূর্ব ভিসা ছাড়া কতগুলো দেশে প্রবেশ করতে পারে। 

এতে দেখা যায় জাপান ১৯১টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করে তালিকার শীর্ষে অবস্থান করছে, দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুরের পাসপোর্ট, তারা ১৯০টি দেশে প্রবেশ করতে পারে, এবং যৌথভাবে তৃতীয় স্থানে আছে সাউথ কোরিয়া এবং জার্মানি, তারা প্রবেশ করতে পারে ১৮৯টি দেশে। 

শীর্ষ দশের অন্যান্য দেশগুলো হচ্ছে যৌথভাবে চতুর্থ স্থানে ফিনল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ এবং স্পেন; পঞ্চম স্থানে অস্ট্রিয়া এবং ডেনমার্ক। 

যৌথভাবে প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র আছে সপ্তম স্থানে এবং অস্ট্রেলিয়া আছে অষ্টম স্থানে। অস্ট্রেলিয়ান পাসপোর্টধারীর ১৮৪ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে।  

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী ২০২০ সালে অস্ট্রেলিয়া ছিল নবম স্থানে, সেসময় তাদের ১৮৩টি দেশে পূর্ব ভিসা ছাড়া প্রবেশাধিকার ছিল। তবে ২০২০ সালে আরেকটি ভিন্ন প্রতিষ্ঠান অনুযায়ী অস্ট্রেলিয়া ছিল দ্বিতীয় স্থানে, ২০২১ সালে তাদের হিসেবে অস্ট্রেলিয়ার অবনমন ঘটে সপ্তম স্থানে আসে।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত আছে ৮৫তম স্থানে, তারা পূর্ব ভিসা ছাড়া ৫৮টি দেশে যেতে পারে, ১০১তম স্থানে থাকা বাংলাদেশের পাসপোর্টধারীর পূর্ব ভিসা ছাড়া ৪১টি দেশে যেতে পারে।

এছাড়া নেপাল ও পাকিস্তান যথাক্রমে ১০৪ ও ১০৭ তম স্থানে। 

আরও দেখুনঃ 




Share
Published 14 January 2021 2:14pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends