টিকা দেওয়ার প্রমাণ প্রয়োজন? আপনার কোভিড ১৯ ডিজিটাল সার্টিফিকেট যেভাবে পাবেন

টিকা দেওয়ার হার বৃদ্ধির সাথে সাথে বিধিনিষেধ সহজ হয়ে আসছে, সেই সাথে বিভিন্ন স্থানে প্রবেশের জন্য টিকা দেওয়ার প্রমাণের প্রয়োজন হচ্ছে। তাই অনেকেই তাদের কোভিড ১৯ ডিজিটাল সার্টিফিকেট হাতে পেতে আগ্রহী।

People queuing for the COVID-19 vaccine at a vaccine centre.

People queuing for the COVID-19 vaccine at a vaccine centre. Source: Getty Images/James D. Morgan

গুরুত্বপূর্ণ দিকগুলো

  • কোভিড ১৯ টিকার সার্টিফিকেট তখনই পাওয়া যায়, যখন কেউ পুরো ভ্যাকসিন ডোজ পেয়েছেন 
  • মাইগভ একাউন্ট খুলে মেডিকেয়ারের সাথে লিংক করে বা মাই হেলথ রেকর্ড থেকেও কোভিড ১৯ ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে 
  • ১৪ বছরের কম বয়সী শিশুদের পিতামাতা এবং অভিভাবকদের মাইগভ (myGov) বা মেডিকেয়ার অ্যাপের মাধ্যমে তাদের শিশুদের টিকার তথ্য পাবেন

যখন আপনার পুরো টিকা নেয়া হয়ে যাবে তখন আপনার কোভিড ১৯ ডিজিটাল সার্টিফিকেট পেতে কিছু সহজ পদক্ষেপ নিতে পারেন।

আপনার কোভিড ১৯ টিকার তথ্য কোথায় রেকর্ড করা আছে?

আপনার ইমিউনাইজেশন হিস্ট্রি রয়েছে অস্ট্রেলিয়ান ইমিউনাইজেশন রেজিস্টারে (এআইআর)।

আপনি যখন কোন টিকা গ্রহণ করেন, তখন আপনার তথ্য রেজিস্টারে রেকর্ড হয়। তারপর এটি আপনার মেডিকেয়ার অ্যাকাউন্টে আপনার 'ইমিউনাইজেশন হিস্ট্রি স্টেটমেন্ট'-এর অধীনে দেখানো হবে। টিকা প্রদানকারীরা সাধারণত আপনার টিকা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে আপনার বিবরণ আপডেট করবে।

আপনার ইমিউনাইজেশনের ইতিহাস শুধুমাত্র কোভিড ১৯ টিকাই নয়, আপনার নেয়া যেকোনো ইনফ্লুয়েঞ্জা শটও রেকর্ড করে।

১৪ বছর বা তার বেশি বয়সের যে কারোরই তাদের নিজস্ব ইমিউনাইজেশন হিস্ট্রি স্টেটমেন্ট থাকবে।
Medicare card
Medicare card Source: AAP Image/Mick Tsikas
যদি আপনার টিকা দেওয়ার রেকর্ড ১০ দিন পরে না দেখা যায়, তাহলে আপনার ভ্যাকসিন প্রদানকারীর সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে তারা এআইআর-এর কাছে বিষয়টি উল্লেখ করতে পারেন।

যারা অস্ট্রেলিয়ান-অনুমোদিত তারাও তাদের এই তথ্যটি এআইআর-এ যোগ করতে পারেন। সার্ভিসেস অস্ট্রেলিয়া ব্যাখ্যা করে কিভাবে আপনার ইমিউনাইজেশন হিস্ট্রিতে বিদেশে দেয়া টিকা যোগ করতে হয়।

কোভিড ১৯ টিকার সার্টিফিকেট তখনই পাওয়া যায়, যখন কেউ পুরো ভ্যাকসিন ডোজ পেয়েছেন। যারা শুধুমাত্র একটি ডোজ পেয়েছেন তারা তাদের টিকাদানের হিস্ট্রি স্টেটমেন্ট টিকা দেওয়ার প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারেন।

ভ্যাকসিন সার্টিফিকেট পেতে যা করতে হবে

"যদি আপনার মাই গভ (myGov) অ্যাকাউন্ট না থাকে তবে আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি সেটি তৈরি করে ফেলুন," বলেন হ্যাঙ্ক জংজেন, সার্ভিসেস অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার৷

"মাই গভ (myGov) অ্যাকাউন্ট তৈরির পর এটি মেডিকেয়ারের সাথে লিঙ্ক করুন।"

এরপর, এক্সপ্রেস প্লাস মেডিকেয়ার মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

"আপনি একবার এটিকে আপনার অনলাইন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করলে, আপনার হাতের কাছেই সমস্ত প্রমাণ থাকবে," মিঃ জংজেন বলেছেন।

আপনি যদি অ্যাপটি ব্যবহার করতে না চান তবে আরেকটি বিকল্প হল আপনার টিকাদানের ইতিহাস অনলাইনে দেখা, 'কোভিড ১৯ (COVID-19) ডিজিটাল সার্টিফিকেট'-এ স্পর্শ করে ফোন বা কম্পিউটারে ডাউনলোড করুন।
COVID-19 certificiate
Source: Services Australia

ভ্যাকসিন সার্টিফিকেট পেতে যা করতে হবে

"যদি আপনার মাই গভ (myGov) অ্যাকাউন্ট না থাকে তবে আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি সেটি তৈরি করে ফেলুন," বলেন হ্যাঙ্ক জংজেন, সার্ভিসেস অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার৷

"মাই গভ (myGov) অ্যাকাউন্ট তৈরির পর এটি মেডিকেয়ারের সাথে লিঙ্ক করুন।"

এরপর, এক্সপ্রেস প্লাস মেডিকেয়ার মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

"আপনি একবার এটিকে আপনার অনলাইন অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করলে, আপনার হাতের কাছেই সমস্ত প্রমাণ থাকবে," মিঃ জংজেন বলেছেন।

আপনি যদি অ্যাপটি ব্যবহার করতে না চান তবে আরেকটি বিকল্প হল আপনার টিকাদানের ইতিহাস অনলাইনে দেখা, 'কোভিড ১৯ (COVID-19) ডিজিটাল সার্টিফিকেট'-এ স্পর্শ করে ফোন বা কম্পিউটারে ডাউনলোড করুন।
তবে আপনার মেডিকেয়ার অ্যাকাউন্টের বিবরণ হাল-নাগাদ করা না থাকলে আপনি আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন না।

সার্ভিসেস অস্ট্রেলিয়া (Services Australia) যাতে ব্যাখ্যা করা হয় কিভাবে আপনার মেডিকেয়ার (Medicare) কার্ড ব্যবহার করে মাইগভ (myGov)-এর সাথে আপনার মেডিকেয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করবেন।

আপনি যদি মেডিকেয়ারের জন্য যোগ্য না হন, তাহলে আপনি মাইগভ (myGov)-এর মাধ্যমে ইন্ডিভিজুয়াল হেলথকেয়ার আইডেন্টিফায়ার সার্ভিস ব্যবহার করে আপনার রেকর্ডগুলি অনলাইনে দেখতে পারেন। সার্টিফিকেটটি তারপর ডাউনলোড করে নিতে কিংবা আপনার ডিজিটাল ওয়ালেটে যোগ করতে পারেন।

১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকা দেওয়ার প্রমাণ

১৪ বছরের কম বয়সী শিশুদের পিতামাতা এবং অভিভাবকদের মাইগভ (myGov) বা মেডিকেয়ার অ্যাপের মাধ্যমে তাদের শিশুদের টিকার তথ্য পাবেন।

একজন টিকা প্রদানকারী আপনার সন্তানের টিকাদানের ইতিহাসের একটি অনুলিপি প্রিন্ট করতে পারেন, অথবা আপনি 1800 653 809 নম্বরে এআইএর (AIR)-কে কল করতে পারেন এবং সেটি আপনার ঠিকানায় পোস্ট করার জন্য বলতে পারেন।

আপনার ডিজিটাল ওয়ালেটে যেভাবে সার্টিফিকেট যোগ করবেন

আপনার ডিজিটাল ওয়ালেটে কীভাবে একটি ডিজিটাল সার্টিফিকেট যুক্ত করবেন তা সার্ভিসেস অস্ট্রেলিয়া দেবে৷ আপনি মেডিকেয়ারের জন্য যোগ্য কিনা এবং আপনি মোবাইল অ্যাপ ব্যবহার করছেন কিনা সে অনুযায়ী ধাপগুলি পরিবর্তিত হয়।

আপনার কাছে স্মার্টফোন না থাকলে বা অনলাইনে আপনার সার্টিফিকেট না পেতে চাইলে কী করবেন?

“আমরা সুপারিশ করছি যে মাইগভ (myGov) হল আপনার স্মার্টফোনের মাধ্যমে সার্টিফিকেট পাওয়ার সর্বোত্তম উপায়, আপনি যদি সেভাবে না চান তাহলে আপনার সার্টিফিকেটর একটি অনুলিপি পেতে সার্ভিসেস অস্ট্রেলিয়ার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনি কেবল আমাদের 1800 653 809 নম্বরে রিং করে এটি করতে পারেন,” মিঃ জংজেন বলেন।

আপনি যখন আপনার টিকা গ্রহণ করবেন তখন আপনার ভ্যাকসিন প্রদানকারীও আপনার ইমিউনাইজেশন হিস্ট্রি প্রিন্ট করতে পারে।

আপনার তথ্য কি নিরাপদ?

সার্ভিসেস অস্ট্রেলিয়ার মতে, বর্তমান কোভিড ১৯ ডিজিটাল সার্টিফিকেট নিয়ে প্রতারণামূলক কার্যকলাপের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য করার আছে।

আপনি যখন আপনার ফোনে সার্টিফিকেটটি দেখেন, আপনি লক্ষ্য করবেন যে কোট অফ আর্মস বা বিশেষ লোগোটি প্যারালাক্স বা বিশেষ ইফেক্ট দেয়। এর মানে হল যে আপনি স্ক্রীনটি কাত করার সাথে সাথে চিত্রটি স্থানান্তরিত হয় এবং রঙ পরিবর্তন করে।

ডিজিটাল সার্টিফিকেটটির একটি অ্যানিমেটেড টিক এবং নথি নম্বর আছে।

তবে, এক্সপ্রেস প্লাস মেডিকেয়ার অ্যাপে নিরাপত্তা দুর্বলতা আছে যে কারণে কোভিড ১৯ টিকা সার্টিফিকেট জাল করা যায়। অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার টিকা সার্টিফিকেট আরো উন্নত করতে এবং সুরক্ষার জন্য সরকারী সংস্থাগুলিকে পরামর্শ দিচ্ছে।

প্রতারণা থেকে সাবধান


A screenshot of a text message about COVID-19 passport
Authorities are warning against sharing personal details through links contained in unsolicited text messages offering COVID-19 passports. Source: ACCC Scamwatch
কোভিড ১৯ ভ্যাকসিন সার্টিফিকেট পাবেন বিনামূল্যে।

অনেকই প্রতারকদের কাছ থেকে একটি লিঙ্কসহ টেক্সট এবং ইমেল বার্তা পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে মাত্র দুই ডলারে কোভিড ১৯ পাসপোর্ট পাওয়া যাচ্ছে। ঐসব লিঙ্কে ক্লিক করবেন না।

"তারা প্রতারক। আপনি যদি সেই লিঙ্কগুলিতে ক্লিক করেন, তাহলে তারা আপনাকে ব্যক্তিগত তথ্যের জন্য জিজ্ঞাসা করবে, এবং আপনি যদি ভুল করে এটি প্রকাশ করেন, তবে এর জন্য আপনাকে ভোগান্তি পোহাতে হবে, "মিস্টার জোনজেন বলেন।

সার্ভিসেস অস্ট্রেলিয়ার একটি সহজ টুল রয়েছে যা টিকা দেওয়ার প্রমাণ পেতে সাহায্য করে। ভিজিট করুন:

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 27 October 2021 9:21pm
By Melissa Compagnoni
Presented by Shahan Alam


Share this with family and friends