নিউ সাউথ ওয়েলসে প্রবল বৃষ্টিতে বাসিন্দাদের উল্লাস, আছে আকস্মিক বন্যার সতর্কতাও

ভয়াবহ বুশফায়ারের পর নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন জায়গায় প্রবলবেগে বৃষ্টি নেমেছে; এই ধারায় রোববার নাগাদ ৩০০মিমিঃ পর্যন্ত বৃষ্টি হতে পারে সিডনিতে, যাতে আছে আকস্মিক বন্যার ঝুঁকি। তবে এই সতর্কতা বাধা হতে পারেনি ফায়ার ফাইটার এবং অধিবাসীদের জন্য, বৃষ্টিকে স্বাগত জানিয়ে আনন্দে মেতে উঠেছেন তারা।

今日雪梨、中北海岸、Illawarra及南部海岸有強風及大浪

今日雪梨、中北海岸、Illawarra及南部海岸有強風及大浪 Source: AAP (archive photo)

নিউ সাউথ ওয়েলসের নর্থ কোস্টে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩০০ মিমিঃ পর্যন্ত, একই সময়ে বায়রন বে'তে বৃষ্টি হয়েছে ২৮০ মিমি:, এছাড়া কফস কোস্ট এবং বেলিঙ্গেন এলাকায় ২৫০ মিমিঃ এবং অন্যান্য স্থানে প্রায় ১৫০ থেকে ২৫০ মিমিঃ পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের ব্যুরো অফ মেটেওরোলোজির এক্টিং ম্যানেজার জেন গোল্ডিং বলেন, "উপকূলীয় এলাকায় নিম্নচাপ অব্যাহত থাকায় আমরা আগামী দুইদিন প্রবল বৃষ্টি প্রত্যাশা করছি।"
Heavy rain is drenching large swathes of eastern NSW, forcing road closures and sparking concerns about the risk of flash flooding.
Heavy rain is drenching large swathes of eastern NSW, forcing road closures and sparking concerns about the risk of flash flooding. Source: Twitter/gshuetrim
তিনি বলেন, সিডনিতে ১০-১৫ ঘন্টায় প্রায় ১০০মিমিঃ বৃষ্টি হয়েছে এবং রবিবার নাগাদ তা ৩০০মিমিঃ-তে পৌঁছাবে।

গত বৃহস্পতিবারের বৃষ্টির এই ধারা আগামী রোববার পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। 

এদিকে ফায়ার ফাইটাররা আবহাওয়ার এই পরিবির্তনকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে ৬০টির মধ্যে ৪২টি জায়গায় বুশফায়ার বন্ধ হয়েছে ।

প্রবল বৃষ্টিপাতের কারণে সাহায্যের জন্য প্রায় ২৫০টি এসইএস কলে সাড়া দিয়েছে ভলান্টিয়াররা, সপ্তাহান্তে ভলান্টিয়ার সংখ্যা আরো বাড়ানোর কথা রয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আকস্মিক বন্যার তীব্র হুঁশিয়ারি দেয়া হয়েছে পূর্ব নিউ সাউথ ওয়েলসের সিডনি, ওলংগং, নিউক্যাসল থেকে লিসমর উপকূল পর্যন্ত।
 Drivers endure heavy rain and strong winds on Queensland's Sunshine Coast,
Heavy rain and flash flooding forecast for NSW and QLD Source: AAP
এই অবস্থা দক্ষিণের দিকেও পরিবর্তিত হবে বলে মনে করা হচ্ছে, সেইসাথে রাজ্যের মধ্যে এবং দক্ষিণ অংশে শুক্রবার থেকে সপ্তাহের শেষ দিন পর্যন্ত আরো বৃষ্টিপাত হতে পারে। 

রাজ্যের প্রবল বৃষ্টিপাত নর্থার্ন রিভার্স, মিড্ নর্থ কোস্ট, নর্থার্ন টেবিল ল্যান্ডসের পূর্ব অংশে এবং হান্টারের কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

শুক্রবারে বেলাশেষে প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যার ঝুঁকি দক্ষিণ অঞ্চল থেকে সিডনি, ইলাওয়ারা এবং ব্লু মাউন্টেইনের দিকে ধাবিত হবে।
Best way to celebrate rain is a mud fight!
Best way to celebrate rain is a mud fight! Source: Facebook
যেসব জায়গায় বন্যার সতর্কতা দেয়া হয়েছে সেগুলো হলো লিসমর, কফস হারবার, পোর্ট ম্যাকুয়েরী, টারী, নিউক্যাসল, গোসফোর্ড, সিডনি, কাটুম্বা, ওলংগং, এবং নওরা। 

এদিকে  রাজ্যের অধিবাসীরা বৃষ্টিতে ভীষণ খুশি, তারা সামাজিক মাধ্যমে বৃষ্টিতে ভেজার নানা ছবি এবং ভিডিও শেয়ার করছেন। 


Share
Published 7 February 2020 5:39pm
Updated 7 February 2020 5:41pm
By Biwa Kwan
Presented by Shahan Alam
Source: SBS News

Share this with family and friends