নিউ সাউথ ওয়েলসে নতুন সংক্রমণ ৭, ক্রিস্টমাসে চলাফেরা সীমিত করতে সিডনিবাসিদের প্রতি কর্তৃপক্ষের আহবান

নতুন সংক্রমণসহ নর্থার্ন বীচের সাথে সংশ্লিষ্ট কেইসের সংখ্যা এখন ১১০।

NSW Premier Gladys Berejiklian.

NSW Premier Gladys Berejiklian. Source: AAP

হাইলাইটস

  • নতুন ৭টি সংক্রমণসহ নর্থার্ন বীচে ক্লাস্টার ১১০-এ দাঁড়িয়েছে, ভাইরাস টেস্ট হয়েছে প্রায় ৭০,০০০।
  • 'বক্সিং ডে'তে সিডনি সিবিডিতে না যেতে বা চলাফেরা সীমিত করতে কর্তৃপক্ষের পরামর্শ।
  • নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস কিভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছে এখনো বোঝা যাচ্ছে না।
করোনাভাইরাসে স্থানীয়ভাবে সাতটি নতুন সংক্রমণের ঘটনা রেকর্ড করেছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ, ক্রিস্টমাসের সময়কালে জনগণকে তাদের চলাচল সীমাবদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।

গত ২৪ ঘন্টায় প্রায় ৭০,০০০ টেস্ট হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায় কমপক্ষে ১১০ টি কেইস এখন নর্থার্ন বীচের সাথে যুক্ত, তবে কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ভাইরাসটির ইন্টারন্যাশনাল স্ট্রেইন কীভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছে তা নির্ধারণ করতে অক্ষম।

এনএসডব্লিউ প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেছেন, একদিনে প্রায় ৭০,০০০ পরীক্ষা করা একটি 'অসামান্য ফলাফল'। তবে এই অঞ্চলে ভাইরাসের 'সম্ভাব্য ছড়িয়ে পড়া' রোধ করতে বক্সিং দিবসের কেনাকাটার জন্য সিবিডিতে না যাওয়ার জন্য বাসিন্দাদের সতর্ক করেন।



"আমরা আগামীকাল [বক্সিং দিবস] সিবিডি-তে যাওয়ার জন্য লোকদের নিরুৎসাহিত করতে চাই। দয়া করে আপনার চলাফেরা সীমিত করুন।"

স্বাস্থ্য কর্তৃপক্ষ এনএসডাব্লুউ হেলথ ওয়েবসাইট থেকে ভাইরাস সংক্রমণের সম্ভাব্য স্থান এবং অবস্থানগুলির তালিকা নিয়মিত আপডেট করছে।

সাম্প্রতিক সতর্কতাগুলির মধ্যে রয়েছে সার্কুলার কায়েতে প্যারাগন হোটেল যা তিনটি কেইসের সাথে যুক্ত। যে কেউ যদি ১৬ ডিসেম্বর রাত ১২.৪৫ থেকে ৩.৩০ এর মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে হোটেল পরিদর্শন করেন তবে সে নিবিড় সংস্পর্শে এসেছে বলে বিবেচনা করা হয় এবং পরীক্ষার ফলাফল নির্বিশেষে পুরো ১৪ দিনের জন্য তাদের অবিলম্বে বিচ্ছিন্ন থাকতে পরামর্শ দেয়া হয়েছে।

এনএসডব্লিউয়ের চিফ মেডিকেল অফিসার কেরি চ্যান্ট জানিয়েছেন, ওই সময়টিতে সেখানে কেউ এমনকি এক ঘণ্টারও কম সময় অবস্থান করছিলো তারও টেস্ট করিয়ে নেওয়া উচিত এবং বিচ্ছিন্ন থাকা উচিত।

"আমি আমার এই অনুরোধটির পুনরাবৃত্তি করতে চাই যে অস্ট্রেলিয়া স্কয়ার, এমএলসি সেন্টার এবং প্রধানত স্কয়ারসহ যারা শহরের উত্তর-পূর্বাঞ্চলে এসেছেন তাদের লক্ষণ সম্পর্কে সতর্ক হওয়া উচিত"

প্যাডিংটন অ্যালিমেন্টারি ডিলির সাথে যুক্ত আরও একটি কেইস বৃহস্পতিবার রাত রাত আটটার পরে রেকর্ড করা হয়েছিল এবং সেটি শনিবারের কেইসের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন:  .

আরও দেখুনঃ

Share
Published 25 December 2020 2:55pm
By SBS News
Presented by Shahan Alam
Source: SBS News


Share this with family and friends