জরিপে দেখা যাচ্ছে, প্রতি আট জনে এক জন অস্ট্রেলিয়ান মনে করেন ফাইভ-জির মাধ্যমে করোনাভাইরাস ছড়াচ্ছে

নতুন একটি জরিপে দেখা গেছে, প্রতি আট জনে এক জন অস্ট্রেলিয়ান বিশ্বাস করেন যে, করোনাভাইরাসের সঙ্গে ফাইভ-জি এর যোগসূত্র রয়েছে। আর, প্রায় অর্ধেক বিশ্বাস করেন যে, এই ভাইরাসটি চীনের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে।

A general view in Perth CBD, Monday, May 18, 2020.

A general view in Perth CBD, Monday, May 18, 2020. Source: AAP

প্রতি আট জনে এক জন অস্ট্রেলিয়ান মনে করেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসের জন্য কোনোভাবে দায়ী এবং ফাইভ জি নেটওয়ার্কও এই রোগের বিস্তারের জন্য দায়ী।

একই সংখ্যক লোক বিশ্বাস করে যে, এই বৈশ্বিক মহামারীটি ব্যবহার করে লোকজনকে প্রতিষেধক গ্রহণে বাধ্য করা হচ্ছে।

ফেডারাল সরকার তাই বাধ্য হয়েই জনগণকে স্মরণ করাচ্ছে যে, এসব দাবি বাজে কথা এবং ফাইভ-জি টাওয়ারগুলোর কোনো প্রকার ক্ষতিসাধন করা ফৌজদারি অপরাধ।

কমিউনিকেশন্স মিনিস্টার পল ফ্লেচার মঙ্গলবার বলেন,

“ফাইভ-জি এবং করোনাভাইরাসের মধ্যে কোনো প্রকার যোগসূত্র থাকার বিষয়টি পুরোপুরিই ভিত্তিহীন।”

“মোবাইল নেটওয়ার্কগুলোর এসব রেডিও তরঙ্গ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা বর্তমান বৈশ্বিক মহামারীর সঙ্গে সংশ্লিষ্ট- এ রকম কোনো প্রমাণ নেই।”
জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল-এর একটি নতুন একটি জরিপে দেখা গেছে, কিছু সংখ্যক ব্যক্তি করোনাভাইরাস নিয়ে নানা রকম ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন।

জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচ জনে এক জন বিশ্বাস করেন যে, জনগণকে আতঙ্কিত করার জন্য মৃত্যু-সংখ্যা অতিরঞ্জিত করে তুলে ধরছে গণমাধ্যম এবং সরকার।

প্রতি পাঁচ জনে দু’জন বিশ্বাস করেন যে, এই ভাইরাসটি চীনের উহান নগরীতে তৈরি করা হয়েছে এবং সেখানে এটি ছাড়া হয়েছে। এ সম্পর্কে প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, এ বিষয়টি সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই।

এই একই অনুপাতের লোক-জন এই তত্ত্বটি প্রত্যাখ্যান করেছেন। আর, প্রতি চার জনে এক জন এ বিষয়ে নিশ্চিত নন।

জরিপে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ (৭৭ শতাংশ) বলেন, চীনে এর প্রাদূর্ভাবের পর বেইজিং থেকে সরকারিভাবে যে রকম পরিসংখ্যান দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে অবস্থা তার চেয়েও অনেক ভয়াবহ ছিল।

১০৭৩ জনের উপরে পরিচালিত হয় এই জরিপ। এর আগে ফাইভ-জি কন্সপিরেসি থিয়োরিস্ট এবং প্রতিষেধক-বিরোধীদের নেতৃত্বে পরিচালিত হয়।

alc covid domestic violence bangla
Source: SBS
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।

অস্ট্রেলিয়া জুড়ে করোনাভাইরাস পরীক্ষা এখন ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

alc covid shopping bangla
Source: SBS


আপনার মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে ফেডারাল সরকারের করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ COVIDSafe ডাউনলোড করা যাবে।

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .
alc covid mental health bangla
Source: SBS
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

alc covid ramadan bangla
Source: SBS
Follow SBS Bangla on .

 

Share
Published 19 May 2020 7:16pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends