সাবক্লাস ৪৮৯ স্কিলড রিজিওনাল ভিসায় অস্ট্রেলিয়ায় অভিবাসন

সাবক্লাস ৪৮৯ স্কিলড রিজিওনাল (প্রভিশনাল) ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় অভিবাসন করা যাবে। এই ভিসাধারীরা ভবিষ্যতে স্কিলড রিজিওনাল (পার্মানেন্ট) ভিসা (সাবক্লাস ৮৮৭) এর জন্য আবেদন করার সুযোগ পেতে পারেন।

Administrative Appeals Tribunal

Source: SBS

স্কিলড রিজিওনাল (প্রভিশনাল) ভিসার মাধ্যমে দক্ষ কর্মীরা অস্ট্রেলিয়ায় আসতে পারেন। এই ভিসার আওতায় দেশ থেকে পরিবারের সদস্যদেরকেও আনা যাবে এবং ভবিষ্যতে স্কিলড রিজিওনাল (পার্মানেন্ট) ভিসা (সাবক্লাস ৮৮৭) এর জন্যও আবেদন করার সুযোগ পাওয়া যাবে।

আবেদনের শর্তাবলী:

এই ভিসার জন্য তিনটি পাথওয়ে রয়েছে। এগুলো হলো: ইনভাইটেড পাথওয়ে, এক্সটেনডেড স্টে পাথওয়ে এবং সাবসিকোয়েন্ট এন্ট্রি পাথওয়ে।

ইনভাইটেড পাথওয়ে:

এটি একটি টেম্পোরারি ভিসা। এর জন্য সংশ্লিষ্ট পেশাজীবি হতে হবে এবং পয়েন্ট টেস্টে পাশ করতে হবে। এছাড়া, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করতে হবে।

অস্ট্রেলিয়ার কোনো স্টেট বা টেরিটোরির সরকারি এজেন্সি থেকে নমিনেশন নিতে হবে কিংবা কোনো যোগ্য আত্মীয়ের কাছ থেকে স্পন্সর নিতে হবে। এছাড়া, পেশা-তালিকায় উল্লিখিত পেশাজীবি হতে হবে।

অস্ট্রেলিয়ার সুনির্দিষ্ট রিজিওনাল এলাকায় বসবাস, কাজ এবং পড়াশোনার জন্য এই ভিসা।

ভিসা যতোদিন থাকবে ততোদিন যতোবার ইচ্ছা অস্ট্রেলিয়ার বাইরে যাওয়া যাবে এবং অস্ট্রেলিয়ায় প্রবেশ করা যাবে।

ইনভাইটেশন পাওয়ার সময়ে আবেদনকারীর বয়স ৪৫ বছর বয়সের কম হতে হবে।

সম্ভাব্য শর্তাবলী:

৮৫৪৯-ডেজিগনেটেড এরিয়া

৮৫৩৯-স্পেসিফায়েড এরিয়া

৮৫১৫- নট মেরি বিফোর ফার্সট এন্ট্রি

ভিসার মেয়াদ: চার বছর পর্যন্ত।

ভিসা ফিজ: নুন্যতম ৩,৭৫৫ ডলার

প্রসেসিং টাইম: ৭৫ শতাংশ আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয় ৭ মাসের মধ্যে। আর ৯০ শতাংশ আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয় ১০ মাসের মধ্যে।

এক্সটেন্ডেড স্টে পাথওয়ে:

এটি একটি টেম্পোরারি ভিসা।এর জন্য এলিজিবল ভিসা থাকতে হবে। অস্ট্রেলিয়ার সুনির্দিষ্ট রিজিওনাল এলাকায় বসবাস, কাজ এবং পড়াশোনার জন্য এই ভিসা।

আবেদনকারীর অবশ্যই সাবক্লাস ৪৭৫, ৪৮৭, ৪৯৫ কিংবা ৪৯৬ ভিসা থাকতে হবে।

ভিসার মেয়াদ: বিদ্যমান ভিসা প্রদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত।

ভিসা ফিজ: ৩৩৫ ডলার।

প্রসেসিং টাইম: ৭৫ শতাংশ আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয় ৭ মাসের মধ্যে। আর ৯০ শতাংশ আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয় ১০ মাসের মধ্যে।

সাবসিকোয়েন্ট এন্ট্রি পাথওয়ে:

ভিসাধারীর এলিজিবল ফ্যামিলি মেম্বার হতে হবে।

অবশ্যই স্কিলড রিজিওনাল (প্রভিশনাল) ভিসা (সাবক্লাস ৪৮৯) কিংবা সাবক্লাস ৪৭৫, ৪৮৭, ৪৮৯, ৪৯৫ কিংবা ৪৯৬ ভিসাধারীদের পরিবারের সদস্য হতে হবে।

অস্ট্রেলিয়ার সুনির্দিষ্ট রিজিওনাল এলাকায় বসবাস, কাজ এবং পড়াশোনার জন্য এই ভিসা।

ভিসার মেয়াদ: পরিবারের সদস্যের ভিসা যতোদিন থাকবে ততোদিন।

ভিসা ফিজ: ৩,৭৫৫ ডলার।

প্রসেসিং টাইম: ৭৫ শতাংশ আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয় ৭ মাসের মধ্যে। আর ৯০ শতাংশ আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয় ১০ মাসের মধ্যে।

Follow SBS Bangla on .

Share
Published 17 December 2018 5:00pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends