Feature

বাংলাদেশে ইসলামিক ক্যালিগ্রাফির জনক সাইফুল ইসলাম

সাইফুল ইসলামের করা ইসলামিক ক্যালিগ্রাফি শোভা পাচ্ছে বঙ্গভবন, সচিবালয়ের মন্ত্রীপরিষদ কক্ষ এবং রাজউক ভবনে। (ভিডিও সংযুক্ত)

দু'দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামিক আর্ট এবং ক্যালিগ্রাফি প্রদর্শনীতে অংশ নিতে সিডনী এসেছেন বাংলাদেশের ক্যালিগ্রাফি পেইন্টার সাইফুল ইসলাম। গত শনি ও রবিবার ব্যাংকসটাউন আর্ট সেন্টারে ছিল এই প্রদর্শনী। 

ক্যালিগ্রাফি সম্পর্কে সাইফুল ইসলাম বলেন, "যে কোন লেখা নকশা করে লিখলেই সেটা ক্যালিগ্রাফি। আমি যখন কোরআনের কথা লিখছি তখন তা ইসলামিক ক্যালিগ্রাফি, যখন বাংলায় লিখছি তখন তা বাংলা ক্যালিগ্রাফি।"

এখনো শ্রদ্ধাভরে স্মরণ করেন, নগেন রায়ের কথা। যার কাছেই ১৯৬০ সালে হাতেখড়ি সাইফুল ইসলামের।
Islamic Art & Calligraphy
Syful Islam participated in Islamic Art & Calligraphy Exhibition on 13 May 2018. Source: SBS Bangla
"ক্যালিগ্রাফি লেটারকে অন্য কোন রূপ (প্রতীক) দেয়াকে আমি বাঞ্ছনীয় মনে করি না। এতে ফাইন আর্টের কোন সম্বন্ধ থাকে না," বলেছেন সাইফুল ইসলাম। 

তার করা পোট্রেট দেখে মুগ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবদ্দশায় সাইফুল ইসলামকে দিয়েই করান, রাষ্ট্রীয় সব চিত্রকর্মের কাজ। পরবর্তী সব সরকারের আমলেই রাষ্ট্রীয়ভাবে সম্মানিত ছিলেন তিনি।    

Share
Published 15 May 2018 1:13pm
Updated 17 May 2018 10:44am
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends