ভিক্টোরিয়া রাজ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আনতে অস্ট্রেলিয়ান ওপেন স্টাইলের মতো কর্মসূচীর প্রস্তাব দিয়েছে

ভিক্টোরিয়ান এক্টিং প্রিমিয়ার জেমস মারলিনো ফেডারেল সরকারের কাছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আনতে একটি প্রস্তাবের অনুমোদনের জন্য চিঠি দিয়েছে।

93 per cent of international students suffering poor mental health due to no on-campus study, survey finds

Source: AAP

গুরুত্বপূর্ণ দিকগুলো 

  • ভিক্টোরিয়া রাজ্য তাদের অর্থনীতি গতিশীল করতে একটি ইকোনমিক কোহর্ট চালু করবে। 
  • এই লক্ষে রাজ্যটি আন্তর্জাতিক শিক্ষার্থী, শিল্পী এবং অভিবাসীদের ফিরিয়ে আনতে একটি ভিন্ন হোটেল কোয়ারেন্টাইন স্কীম চালুর প্রস্তাব করেছে। 
  • এই রাজ্যে কোভিড -১৯ এর নতুন কোনও স্থানীয় কেইস রেকর্ড করা হয়নি, এবং কোন সংক্রমণ ছাড়াই ৬০ দিন অতিবাহিত করেছে।
ভিক্টোরিয়া আন্তর্জাতিক শিক্ষার্থী, অভিনয় শিল্পী এবং বিদেশী ইকোনমিক অভিবাসীদের ফিরিয়ে আনতে একটি ভিন্ন হোটেল কোয়ারেন্টাইন স্কীম চালুর প্রস্তাব দিয়েছে। 

এই মডেলে প্রতি সপ্তাহে ১২০ জন অতিরিক্ত যাত্রী ভিক্টোরিয়ায় আসবে, এবং এটি রাজ্যের সাপ্তাহিক সীমা ১০০০-এর মধ্যে অন্তর্ভূক্ত হবে না।
Acting Victorian Premier James Merlino speaks to the media during the announcement of the next round of Change Our Game Making the Call participants at the MCG in Melbourne, Tuesday, April 13, 2021. (AAP Image/Luis Ascui) NO ARCHIVING
Acting Victorian Premier James Merlino speaks to the media. Source: AAP
তবে এতে ইউনিভার্সিটি, মঞ্চ এবং সিনেমার কলাকুশলী এবং বিভিন্ন ইভেন্টের গ্রুপগুলোকেই হোটেল বিল দিতে হবে যা ৩,০০০ ডলারেরও বেশি, এই পরিমান অর্থ বিদেশ ফেরত অস্ট্রেলিয়ান প্রাপ্ত বয়স্করা দিয়ে থাকে। 

মঙ্গলবার এএপি দেখেছে যে প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পাঠানো একটি চিঠিতে ভারপ্রাপ্ত প্রিমিয়ার জেমস মারলিনো ২৪ শে মে থেকে এই প্রকল্পটি শুরু হওয়ার অনুমোদন চেয়েছেন।
অর্থনৈতিক কোহর্ট যেখানে সম্ভব সেখানে বাণিজ্যিক ফ্লাইটগুলি ধরবে এবং অস্ট্রেলিয়ান ওপেন প্রোগ্রামের অনুরূপ অন্যান্য ফেরত আসা যাত্রীদের থেকে দূরে একটি ডেডিকেটেড বা নির্দিষ্ট কোয়ারেন্টিন হোটেলে রাখা হবে।

মিঃ মারলিনো এক বিবৃতিতে বলেছেন, "আমরা সবসময় বলেছি যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে যখনি নিরাপদ এবং যুক্তিসঙ্গত হবে তখন তাদের স্বাগত জানাতে আমরা কাজ করব।"
International students on a university campus in Australia
Source: Getty Images
"আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে এবং কমনওয়েলথের সাথে কাজ করার জন্য আমরা আন্তর্জাতিক শিক্ষার্থীসহ অর্থনৈতিক সংস্থাগুলোর জন্য একটি ডেডিকেটেড বা নির্দিষ্ট পৃথকীকরণ কর্মসূচির প্রস্তাব রেখেছি।

"আমরা বিশ্বাস করি যে আমরা একটি নির্দিষ্ট অর্থনৈতিক কর্মসূচী প্রতিষ্ঠার জন্য কমনওয়েলথের সমস্ত প্রয়োজনীয় শর্ত পূরণ করেছি তাই আমরা তাদের কাছে দেয়া প্রস্তাবটি বিবেচনা ও অনুমোদনের অপেক্ষায় রয়েছি।”
মার্চ মাসে ভিক্টোরিয়া সরকার ঘোষণা করেছিল যে পুনরায় চালু হওয়া হোটেল কোয়ারানটাইন কর্মসূচিতে এক সপ্তাহে ১১২০ জন বিদেশ ফেরত ভ্রমণকারীদের মঞ্জুরি দেওয়া হলে অর্থনৈতিক কোহর্টগুলোর জন্য ১২০টি অতিরিক্ত জায়গা রাখা হবে।

কিন্তু ফেডারেল সরকার প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে এই সংখ্যাটি আবার ১০০০ -এ নামিয়ে আনা হয়েছিল।

ভিক্টোরিয়ার একটি বিশ্ববিদ্যালয় সমর্থিত এক প্রস্তাবে সম্প্রতি চার্টার্ড ফ্লাইটে প্রতি দুই থেকে তিন সপ্তাহে প্রায় ১০০০ বিদেশী শিক্ষার্থীকে মেলবোর্নে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার ভিক্টোরিয়ায় প্রায় ১৭,০০০ পরীক্ষার ফলাফল থেকে কোভিড -১৯ এর নতুন কোনও স্থানীয় কেইস রেকর্ড করা হয়নি, এই রাজ্যে কোন সংক্রমণ ছাড়াই ৬০ দিন অতিবাহিত করেছে।

গত বুধবার একজন কোভিড -১৯ সংক্রামিত ব্যক্তির সাথে পার্থ থেকে মেলবোর্নের যে ফ্লাইটে যাত্রীরা ভ্রমণ করেছিল তাদের সকলেরই নেগেটিভ ফলাফল এসেছে।

ওই যাত্রীরা মঙ্গলবার তিন দিনের লকডাউন শেষ করা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে ফিরে আসা হাজার হাজার মানুষদের মতো ভিক্টোরিয়ায় আইসোলেশনে বা বিচ্ছিন্ন রয়েছেন।

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আমাদের  ভিজিট করুন।

আরও দেখুনঃ 




Share
Published 28 April 2021 5:01pm
Updated 28 April 2021 5:04pm
Presented by Shahan Alam
Source: AAP, SBS


Share this with family and friends