Stock photo
Stock photo
This article is more than 3 years old

Explainer

পারিবারিক বিবাদ বা সহিংসতা কী এবং অস্ট্রেলিয়ায় আপনি এজন্য কোথায় সহায়তা পেতে পারেন?

এসবিএসের প্রচারিত 'সি হোয়াট ইউ মেড মি ডু' - ঘরোয়া নির্যাতনের বিষয়ে একটি যুগান্তকারী ডকুমেন্টারি সিরিজ - এখানে উল্লেখ করা হয়েছে কীভাবে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের সহিংসতা শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং আপনি বা আপনার পরিচিত কেউ কীভাবে এজন্য সহায়তা পেতে পারেন।

Published 6 May 2021 7:10pm
Updated 11 May 2021 12:12pm
By Emma Brancatisano
Presented by Shahan Alam
অস্ট্রেলিয়ায় গড়ে প্রতি সপ্তাহে একজন মহিলা তার

সাম্প্রতিক সপ্তাহগুলিতে, এবং এই উদ্বেগজনক পরিসংখ্যানটির অন্তর্ভুক্ত হয়েছেন। উভয়কেই তাদের নিজ বাড়িতে যথাক্রমে তাদের বর্তমান এবং প্রাক্তন পার্টনাররা হত্যা করেছিল বলে অভিযোগ।

পুরুষদের পারিবারিক সহিংসতা নিরসনে কাজ করা সংস্থা - নো টু ভায়োলেন্সের (No To Violence) সিইও জ্যাকি ওয়াট বলেছেন, "আমরা অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সময়ে কিছু ভয়াবহ উদাহরণ দেখেছি। আমি মনে করি এখন সময় হয়েছে পারিবারিক সহিংসতাকে জাতীয় জরুরি ঘটনা হিসাবে দেখার এবং এটি আর এখন সহ্য করা যায় না।" 

নারীদের বিরুদ্ধে সহিংসতা কী?

জাতীয় সহিংসতা প্রতিরোধ সংস্থা আওয়ার ওয়াচ (Our Watch) অনুসারে নারীদের বিরুদ্ধে সহিংসতা বিভিন্ন রূপ হতে পারে। এর মধ্যে আছে দাম্পত্য সম্পর্ক এবং পারিবারিক সহিংসতা, ডেটিং সহিংসতা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, রাস্তার হয়রানি, অনলাইনে হয়রানি এবং বাধ্যতামূলক নিয়ন্ত্রণ।

এগুলির মধ্যে আদিবাসী এবং টরে' স্ট্রেইট আইল্যান্ডের নারীদের বর্ণিত বর্ণবাদী এবং লিঙ্গভিত্তিক সহিংসতা, ট্রান্সজেন্ডার মহিলাদের বিরুদ্ধে সংঘটিত লিঙ্গভিত্তিক এবং ট্রান্সফোবিক সহিংসতা এবং প্রাতিষ্ঠানিক সহিংসতার মুখোমুখি হওয়া প্রতিবন্ধী মহিলারাও অন্তর্ভুক্ত থাকতে পারে।
আওয়ার ওয়াচের সিইও প্যাটি কিনার্সলি বলেছেন যে পারিবারিক সহিংসতা (Domestic violence) একটি জেন্ডার ইস্যু যা পুরুষদের দ্বারা মহিলাদের বিরুদ্ধে চরমভাবে সংঘটিত হয়। সালের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ান মহিলারা ঘনিষ্ঠ পার্টনারদের কাছ থেকে সহিংসতার অভিজ্ঞতা পেয়েছে পুরুষদের তুলনায় প্রায় তিনগুণ বেশি। 

"এই অপরাধগুলো বাড়িতে, রাস্তায়, কর্মক্ষেত্রে, স্কুলগুলিতে বা অনলাইনে ঘটে এবং অপরাধী সাধারণত আক্রান্ত মহিলার পরিচিত একজন পুরুষই হয়," তিনি বলেন।
তিনি আরো বলেন,  সহিংসতার সব ধরণের সমস্যাটি রোধ করার জন্য একটি "বিস্তৃত বোঝাপড়া" প্রয়োজন।

"মহিলাদের বিরুদ্ধে সকল প্রকারের সহিংসতা প্রতিরোধে জেন্ডার এপ্রোচ প্রয়োগ করা এবং নারীর জীবনকে প্রভাবিত করে এমন অনেক কাঠামোগত বৈষম্যকে দূর করা এবং এই বৈষম্য শুরু হওয়ার আগেই এটি বন্ধ করাই মূল বিষয়।"

গৃহ বিবাদ ও পারিবারিক সহিংসতা কী?

ঘরোয়া এবং পারিবারিক সহিংসতা ঘটে থাকে ঘনিষ্ঠ পার্টনারদের বিরুদ্ধে, বা পূর্বে পার্টনার ছিল এমন ব্যক্তির মাধ্যমে বা পরিবারের মধ্যে যারা কেয়ারার হিসেবে আছে তাদের মাধ্যমেও।

আবার এটি যে রূপে সংঘটিত হয় তার মধ্যে আছে শারীরিক, মৌখিক, মানসিক বা যৌন নির্যাতন, সামাজিক বিচ্ছিন্নতা, গোপনে অনুসরণ, আর্থিক বা প্রযুক্তিগত নির্যাতন এবং আধ্যাত্মিক বা সাংস্কৃতিক নির্যাতনসহ অনেকভাবে।
Stock photo
Source: Getty Images
অনুসারে, প্রতি তিনজন অস্ট্রেলিয়ানদের মধ্যে একজন ১৫ বছর বয়স থেকেই একজন পুরুষ দ্বারা শারীরিক বা যৌন কিংবা উভয় নির্যাতনের শিকার হয়েছেন।

আওয়ার ওয়াচের গবেষণা থেকে দেখা গেছে যে প্রতি দু'জনের মধ্যে একজন অস্ট্রেলিয়ান সম্পর্কের ক্ষেত্রে অ-শারীরিক নির্যাতনের বিষয়টি বুঝতে পারেনি, পাশাপাশি এবিএসের তথ্য পাওয়া গেছে যে প্রতি চারজনের মধ্যে একজন মহিলা তাদের সঙ্গীর কাছ থেকে অ-শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা পেয়েছে।

যৌন নিপীড়ন, গৃহবিবাদ ও পারিবারিক সহিংসতার জন্য জাতীয় হেল্পলাইন, 1800RESPECT-এর প্রধান ফিয়না মর্ট বলেছেন, পারিবারিক সহিংসতা মানে যে শুধু শারীরিক নির্যাতন নয় এটি বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

"কিছু ক্ষেত্রে শক্তিশালী ধারণা রয়েছে - সবকটিই নয় - পারিবারিক সহিংসতা মানে কেবল শারীরিক, এটি অন্য কাউকে নিয়ন্ত্রণ করতে চাওয়াও হতে পারে।"

"এটি শারীরিক অথবা যৌন কিংবা উভয় সহিংসতা ঘটা বা হুমকিও হতে পারে, কাউকে কিছু করতে না দেয়া - লিঙ্গভিত্তিক অপরাধ হিসেবে সাধারণত মহিলাদের সাথে হয়।”
জবরদস্তি নিয়ন্ত্রণ (Coersive control) কী?

ঘরোয়া এবং পারিবারিক সহিংসতার পরিস্থিতিতে কারও উপর ভীতি বা শক্তি প্রয়োগ এবং নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে মানসিক নির্যাতনের এক ধরণ হচ্ছে জবরদস্তি নিয়ন্ত্রণ (Coersive control) - রয়েছে।

মিজ মর্ট বলেছেন, জবরদস্তি নিয়ন্ত্রনের (Coersive control) ক্ষেত্রে কোন মহিলাকে পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করা থেকে বিরত রাখা বা ধর্মীয় বা সাংস্কৃতিক কার্যকলাপে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার পাশাপাশি তার অবস্থান সম্পর্কে নজর রাখা বা তার চাকরি ঠিক রাখার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করা। 

তিনি বলেন, "এটি যে ধরনের আচরণই হোক না কেন, কোন ব্যক্তির জীবনের উপর নিয়ন্ত্রণ সবসময় মনস্তাত্ত্বিক প্রভাব রাখে।”

 এটি হয়ে থাকে আচরণ এবং নির্যাতনের প্যাটার্নের ওপর নির্ভর করে। 

“এটি সূক্ষ্ম হতে পারে, দিনের পর দিন হতে পারে, এবং মানুষ অনেক সময় বুঝতেই পারে না।” মিজ ওয়াট বলেন। 

“এই ব্যাপারটি পুরো অস্ট্রেলিয়া জুড়ে আমাদের অনুধাবন করতে হবে - মানুষকে বোঝাতে হবে এতে তারা কি ধরনের ঝুঁকি এবং বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে এবং এজন্য তাদের সহায়তার জন্য কি সার্ভিস রয়েছে সেটাও নিশ্চিত করতে হবে।”
পারিবারিক বিবাদ ও সহিংসতার সতর্কতা সংকেত কি কি?

যদিও পারিবারিক বিবাদ ও সহিংসতা বিভিন্ন উপায়ে হয়ে থাকে তবে এর  এমন কিছু লক্ষণ রয়েছে যা ইঙ্গিত দিতে পারে যে কেউ নির্যাতনমূলক সম্পর্কের মধ্যে রয়েছে বা নিয়ন্ত্রণমূলক আচরণের মুখোমুখি হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে এটি যথেষ্ট দৃশ্যমান নয় এবং সনাক্ত করাও সবসময় সহজ নয়।

মিজ কিনারসলি বলেন যে নির্যাতনের অ-শারীরিক বিষয়গুলো সনাক্ত করতে যে লক্ষণগুলো আছে তা হচ্ছে পার্টনারদের অনলাইন গতিবিধি পর্যবেক্ষণ করা, তাদের টেক্সট মেসেজগুলো পরীক্ষা করা, কথায় কথায় ছোট করা এবং কীভাবে তারা তাদের অর্থ ব্যয় করে তা নিয়ন্ত্রণ করা।

"এই ধরণের আচরণগুলি প্রায়শই ক্ষমা করে দেয়া হয়, মার্জনা করা বা কমিয়ে দেখা হয়। কিন্তু এই আচরণগুলি একটি সম্মানজনক সম্পর্কের অন্তরায়।”

মিজ ওয়াট বলেন যে কোন মহিলা নির্যাতনের শিকার হচ্ছেন কিনা এটি বুঝতে প্রশ্ন করা যেতে পারে তিনি যখন তার স্বাধীনতা ভোগ করতে চান, তখন কী ঘটে তার যে জবাব পাওয়া যায় তার মধ্য দিয়ে।

"আপনি যদি বলেন, 'আমি বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি?' আপনার পার্টনার কি তখন আপনাকে তাদের এবং আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন করছেন? তিনি কি আপনার সমস্ত চালচলন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন? তিনি যখন নিজের মেজাজ হারিয়ে ফেলেন তখন কি আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য চাপ দিচ্ছেন?" 

মিজ মর্ট একমত হন: "যদি আপনি মনে করেন যে আপনি কিছু করতে গিয়ে অন্য কোন ব্যক্তির প্রশ্নের সম্মুখীন হবেন, তবে আমি মনে করি আপনি এই ধারণাটি পেতে শুরু করেছেন যে অন্য কেউ আপনার জীবন নিয়ন্ত্রণ করছে"।

তবে, তিনি জোর দিয়ে বলেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পারিবারিক বিবাদ এবং সহিংসতা একটি "বিস্তৃত ক্ষেত্র"।

"আমরা কোন ঘটনাকে বিভিন্ন শব্দ দিয়ে প্রকাশ করি, কিন্তু আপনার পরিস্থিতি বা আপনার অভিজ্ঞতাটি লোকেরা কীভাবে প্রকাশ করছে বা বর্ণনা করছে তার সাথে এটি মেলে না এটির অর্থ এই নয় যে এটি পারিবারিক সহিংসতা নয় এবং এর ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সাহায্য বা তার কথাগুলো জানা যাবে না" "

তিনি পরিবার এবং বন্ধুদের তাদের বন্ধু এবং সহকর্মীদের আচরণের পরিবর্তন সম্পর্কে সচেতন হতে উত্সাহিত করেন।

"যদি কোন মহিলা নিয়মিত বাইরে বেরোয় এবং তার সোশ্যাল গ্রুপগুলোর সাথে নিয়মিত মিলিত হয়ে থাকে এবং তারপরে হঠাৎ করে তার পরিবর্তন হয়, তবে এটি একটি ইঙ্গিত হতে পারে যে কোন সমস্যা হয়েছে।”
আমি কোথায় সাহায্য পেতে পারি?

প্রথম এবং সর্বাগ্রে, আপনি যদি নিজেকে অনিরাপদ বোধ করেন, তবে 000 বা পুলিশের সাথে অথবা আপনার স্টেট ও টেরিটোরির ক্রাইসিস সার্ভিসে যোগাযোগ করুন।

কী করতে হবে তা সম্পর্কে আপনি যদি অনিশ্চিত হন তবে মিজ মর্ট বলেন 1800RESPECT বা 1800 737 732 এই নাম্বারে কল করুন, এটি  আপনাকে আপনার প্রয়োজনীয় সহায়তা পেতে স্থানীয় সার্ভিসগুলোর সাথে সংযোগ করিয়ে দিতে সাহায্য করতে পারে।

"এটি কেবল ঘটনার শিকার নারী নিজেই নয়, তার পরিবার, বন্ধুবান্ধব বা সহকর্মীরাও আমাদের কাছে যোগাযোগ করতে পারে," তিনি বলেন।

"আসুন আমরা আমাদের নিজস্ব প্রবৃত্তির উপর বিশ্বাস রাখি। আমাদের পরামর্শটি হলো আপনি যদি পরিস্থিতির বিষয়ে অনিশ্চিত হয়েও থাকেন তবে 1800RESPECT এর মতো কোনও সার্ভিসের সাথে কথা বলাও একটি ভাল পদক্ষেপ।”
স্থানীয় সরকারী ওয়েবসাইটগুলোর পাশাপাশি 1800RESPECT ওয়েবসাইটেও বিভিন্ন সার্ভিস পাওয়া যায়।

পুরুষদের ক্ষেত্রে আচরণ এবং সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে আপনার যদি সহায়তা প্রয়োজন হয় তবে মিজ ওয়াট 1300 766 491-এই নাম্বারে মেন্স রেফারাল লাইনে কল করতে উত্সাহিত করেন। থেকে এই সার্ভিস পুরুষদের মধ্যে যারা নারীদের নির্যাতন করেন তাদের জন্য সহায়তা, তথ্য এবং কাউন্সেলিং পেতে সাহায্য করে।  

"আমরা আরও পুরুষদের ফোন পেতে চাই কারণ আমরা প্রতিটি আলাপনকে তাদের আচরণ পরিবর্তন করার সম্ভাব্য সুযোগ হিসাবে দেখি," তিনি বলেন।

প্রটেকশন অর্ডার কি?

প্রটেকশন অর্ডার এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ঘরোয়া বা পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিরা পরবর্তীকালে সম্ভাব্য নির্যাতনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে পারেন।

অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্য ও অঞ্চল জুড়ে প্রটেকশন অর্ডারের আলাদা আলাদা নাম রয়েছে এবং এটি পাওয়ার প্রক্রিয়াটি আপনি কোথায় আছেন তার উপরও নির্ভর করে।

অস্ট্রেলিয়ার ল' কাউন্সিলের প্রেসিডেন্ট জ্যাকোবা ব্র্যাশ বলেন, প্রক্রিয়া শুরু করার জন্য দুটি উপায় রয়েছে।

"স্বাভাবিক উপায়: হয় পুলিশ ডাকা হবে, বা আপনি পুলিশকে কল করতে পারেন, এবং তারা পরিস্থিতি মূল্যায়ন করবে। তারা আপনার পক্ষে একটি এ-ভি-ও বা (এপ্রিহেনডেড ভায়োলেন্স অর্ডার) বা একটি ডি-ভি-ও বা (ডোমেস্টিক ভায়োলেন্স অর্ডার) দিতে পারে।

"অথবা, আপনি নিজে আদালতে যেতে পারেন, একটি ফর্ম পূরণ করে  এবং আপনি ব্যক্তিগতভাবে আবেদন করতে পারেন।" 

এই বিষয়ে যারা কাজ করছেন তারা সংশ্লিষ্টদের নিরাপদতম ব্যবস্থা নিশ্চিত করার জন্য কোন প্রাইভেট আবেদন করার আগে একটি সাপোর্ট সার্ভিস থেকে পরামর্শ নিতে উত্সাহিত করেন। 

লিগ্যাল এইড নিউ সাউথ ওয়েলসের ট্রায়াল অ্যাডভোকেট থমাস স্পোর বলেন, প্রতিটি ইন্টারভেনশন আদেশের মধ্যে বিবাদীদের কীভাবে আচরণ করা উচিত তার শর্ত অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, ২০১৭ সালে যে পরিবর্তন এসেছে তাতে দেখা যায় ডোমেস্টিক ভায়োলেন্স প্রটেকশন অর্ডার সমস্ত রাজ্য এবং অঞ্চলগুলোতে স্বীকৃত এবং প্রয়োগযোগ্য। কোনও অপরাধী যদি কোনও আদেশের শর্ত লঙ্ঘন করছে প্রমাণিত হয় তবে তাদের জরিমানা বা কারাভোগ করতে হতে পারে।

আমি যদি ভিন্ন ভাষা-সংস্কৃতি থেকে আসা অভিবাসী (CALD) হয়ে থাকি তবে কী করণীয়?

সংস্কৃতি ও ভাষাগতভাবে বিবিধ (CALD) ব্যাকগ্রাউন্ডের নারীদের মধ্যে যারা এবরোজিনাল এবং টরে' স্ট্রেইট আইল্যান্ডের নারী, শরণার্থী, অভিবাসী, আশ্রয়প্রার্থী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীসহ যারা সুবিধাবঞ্চিত ও বৈষম্যের মুখোমুখি হতে পারে, তাদের জন্য সহায়তা নেওয়া আরও কঠিন হতে পারে। 

মিজ মর্ট বলেন যে ইংরাজী তাদের প্রথম ভাষা কিনা, এই দেশে কত দিন ধরে রয়েছেন বা তারা প্রাপ্ত সেবাগুলোর সাথে কতটা পরিচিত সে বিষয়গুলো কখনও কখনও বিবেচনায় নেয়া হতে পারে।

"অস্ট্রেলিয়ায় নতুন আগতদের মধ্য থেকে আমরা জেনেছি যাদের তাদের জন্মভূমি থেকেই একটি বিশেষ ধরণের সহিংসতার অভিজ্ঞতা আছে এবং পরে যখন তারা বুঝতে পেরেছেন যে তাদের সাথে যা হয়েছে তা হলো পারিবারিক সহিংসতা, তাদের ক্ষেত্রে এটি একটি নতুন ব্যাপার হতে পারে এবং আমাদের এ বিষয়ে কাজ করা দরকার।"

"তারা কোথায় যেতে হবে তা হয়তো জানে না, এবং তারা সরকারী সার্ভিসগুলোর ভিন্ন ভূমিকা নেওয়ার বিষয়ে ভীত হতে পারে। এক্ষেত্রে  আমাদের সার্ভিসগুলো প্রচারের জন্য তাদের সম্প্রদায়ের নেতাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন, এবং এই বার্তা দিতে হবে যে ঘরোয়া সহিংসতা গ্রহণযোগ্য নয়।"

তিনি বলেন, বেশিরভাগ গৃহবিবাদ  এবং পারিবারিক সহিংসতার সার্ভিসগুলোতে অনুবাদ সহায়তার সুবিধা রয়েছে।

মিজ কিনারসলি বলেন যে স্পেশালিস্ট সার্ভিসগুলো সারা দেশে পাওয়া যায়, যেমন:

  • ইনটাচ, মাল্টিকালচারাল সেন্টার এগেইনস্ট ফ্যামিলি ভায়োলেন্স- এটি একটি রাজ্যব্যাপী পরিষেবা যা ভিক্টোরিয়ার অভিবাসী এবং শরণার্থী ব্যাকগ্রাউন্ডের মহিলাদের সাথে কাজ করে (03 9413 6500)।
  • ইমিগ্র্যান্ট উইমেন্স স্পিকআউট - এটি একটি কমিউনিটি ভিত্তিক সংস্থা যা নিউ সাউথ ওয়েলসে অভিবাসী এবং শরণার্থী মহিলাদের জন্য পারিবারিক সহিংসতা সহায়তা, অ্যাডভোকেসি, তথ্য, রেফারেল এবং গবেষণা করে থাকে (02 9635 8022 বা )
  • ডিজাররা (Dijarra) - এটি এমন একটি জায়গা যেখানে সমস্ত আদিবাসী মহিলাদের যারা বর্তমানে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন বা অতীতে হয়েছেন তাদের জন্য সহায়তা রয়েছে (1800 105 303 বা )
  • ওয়ারিঙ্গা বাইয়া এবরোজিনাল উইমেন্স লিগ্যাল সেন্টার - এটি নিউ সাউথ ওয়েলসের আদিবাসী মহিলা, শিশু এবং তরুণদের জন্য একটি আইনী কেন্দ্র। 
আরও সার্ভিসের জন্য, অস্ট্রেলিয়ায় আগত পুরুষ এবং মহিলাদের জন্য ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসের দেখুন।

এসবিএস এবং এসবিএস অন ডিমান্ডে বুধবার ৫ মে সন্ধ্যা সাড়ে আটটায় 'সি হোয়াট ইউ মেইড মি ডু' প্রিমিয়ারটি দেখুন। 

আরও সন্ধান করুন তে। 

যদি এই নিবন্ধ বা ডকুমেন্টারি আপনার জন্য সমস্যা উদ্রেক করে তবে 1800 737 732 বা 1800RESPECT-এ যোগাযোগ করুন বা ভিজিট করুন।

 শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের  ভিজিট করুন। 

আরো দেখুন:



 


Share