Feature

যদি থাকেন এনএসডাব্লিউ, বিনামূল্যে হবে গাড়ি নিবন্ধন

এনএসডাব্লিউ রাজ্য সরকারের 'টোল রিলিফ প্রোগ্রামের' আওতায় বিনামূল্যে গাড়ি নিবন্ধন (রেজিষ্ট্রেশন) করতে পারবেন যোগ্য চালকরা।

雪梨多條高速公路收費,因通脹飆升而出現其中最大季度增幅。

Source: AAP Image/NSW Government

যোগ্যতা যাচাই করা হবে, টোল রোড ব্যবহারে খরচের ওপর। রাজ্যের যে সকল গাড়ি চালক সপ্তাহে সর্বনিম্ন ২৫ ডলার অর্থাৎ বছরে ১৩০০ ডলারেরও বেশী টোল দিয়ে থাকেন, শুধুমাত্র তারাই গাড়ি নিবন্ধনের সময় সর্বোচ্চ ৭২৯ ডলার সঞ্চয় করতে পারবেন। মোটর সাইকেল চালকদের সঞ্চয় হবে ১২৯ ডলার।

এ সুযোগ পেতে চালককে একই টোল ট্যাগ ব্যবহার করতে হবে। পাশাপাশি পুন:নিবন্ধনের সময় গাড়ির নিবন্ধন নাম্বার চালকের টোল একাউন্টের সাথে যুক্ত করতে হবে। 

এসবিএস বাংলা পেইজ। 

টোল রিলিফ প্রোগ্রামের আওতায় আনুমানিক ১ লাখ চালক এই সুবিধা পাবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। 

অর্থ, সেবা এবং সম্পত্তি বিষয়ক মন্ত্রী ভিক্টর ডমিনেলো বলেছেন, "বিনামূল্যে গাড়ি নিবন্ধনের জন্য এখন পর্যন্ত ৯৩৮টি আবেদন জমা পড়েছে। ফেরৎ দেয়া হয়েছে তিন লাখ সাতানব্বই হাজার ডলার, গড়ে ৪২৩ ডলার করে সঞ্চয় হয়েছে চালকদের।"  

এমফাইভ মোটরওয়ে ব্যবহারকারী চালকরাও পাবেন এ সুবিধা। সেজন্য "এমফাইভ ক্যাশব্যাক স্কিম" বাতিল করতে হবে।

Share
Published 5 July 2018 4:33pm
Updated 8 July 2018 1:19pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: NSW Government

Share this with family and friends