অস্ট্রেলিয়ায় অভিবাসনের সংখ্যা এক দশকের মধ্যে সর্বনিম্ন

Prime Minister to cut Australia's migration intake by 30,000.

Source: Pixabay

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ায় অভিবাসনের সংখ্যা এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। তবে সরকার বলছে যে দক্ষ বিদেশী কর্মীদের দিয়ে তারা এখনও রিজিওনাল অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সমস্যা মোকাবেলা করতে পারে।


অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রাপ্ত অভিবাসীর সংখ্যা এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে।

২০১৮-১৯ সালে স্থায়ী মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রায় ১৬০০০০ ভিসা দেওয়া হয়েছিল - যা বার্ষিক মাইগ্রেশন ক্যাপ একশত নব্বই হাজারের চেয়ে প্রায় ৩০,০০০ কম।

দক্ষ কর্মীদের দ্বারা প্রায় ৭০শতাংশ অভিবাসন চাহিদা পূরণ হয়েছে। তবে বাকি অংশ পূরণ না হওয়ার জন্য মাইগ্রেশন এজেন্ট এবং আবেদনকারীরা ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাকে দায়ী করেন।

ইমিগ্রেশন মন্ত্রী ডেভিড কোলম্যান বলেন যে, এই প্রোগ্রামের রিজিওনাল স্পনসরড মাইগ্রেশন স্কিমের আওতায় প্রায় ৯,০০০ ভিসা দেয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি।

সারাদেশের আঞ্চলিক কেন্দ্রগুলি জানাচ্ছে যে তাদের প্রায় ষাট হাজারের মত কর্মখালি আছে।

মিঃ কোলম্যান বলেন যে এই সমস্যা মোকাবেলায় সরকার দুটি নতুন ডেডিকেটেড ভিসা চালু করছে।

কিন্তু সিডনি বিশ্ববিদ্যালয়ের Betina Szkudlarek বলেন যে অস্ট্রেলিয়ার অভিবাসনের হার বাড়ানোর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ।

পূর্ববর্তী লেবার সরকারের অধীনে অভিবাসনের সংখ্যা একশত নব্বই হাজারে উন্নীত হয়েছিল।

তবে কোয়ালিশন সরকার নির্বাচনের আগে ঘোষণা করেছিল যে তারা পরবর্তী চার বছরের জন্য পার্মানেন্ট ভিসার ক্যাপ একশত ষাট হাজারের মধ্যে সীমিত রাখবে।

ডেমোগ্রাফার Simon Kuestenmacher হুঁশিয়ারি দিয়ে বলেন যে অভিবাসন কমিয়ে সরকার বাজেট উদ্বৃত্তিকে ঝুঁকির মধ্যে ফেলছে।

দুটি নতুন রিজিওনাল মাইগ্রেশন ভিসা নভেম্বর থেকে কার্যকর হবে।

পুরো অডিওটি শুনতে ওপরের ছবিতে  ক্লিক করুন 


Share