কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্যগুলো

Victoria now has 3,799 active cases, with 85% of them under the age of 50

Victoria now has 3,799 active cases, with 85% of them under the age of 50 Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

গ্রেটার সিডনি এখন লকডাউনের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। কোভিড-১৯ প্রাদূর্ভাব প্রতিরোধে কঠিন সব বিধি-নিষেধ জারি করা হয়েছে এখন। এদিকে, ভিক্টোরিয়াতেও পাঁচ দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। এটি বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


সিডনির ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন লোকার গভার্নমেন্ট এরিয়াটি এখন কোভিড-১৯ হট স্পট হিসেবে চিহ্নিত। লাকেম্বা মসজিদ এই এলাকাতেই অবস্থিত।

এ সপ্তাহে, মঙ্গলবার, ঈদ-উল-আজহাকে সামনে রেখে, সাধারণ অবস্থায় ৪০,০০০ মুসুল্লির নামাজের জন্য এখন পুরোদমে প্রস্তুতি-পর্ব চলার কথা।

কিন্তু, লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশনের জেনারেল ম্যানেজার খালেদ আলামেদ্দিন বলেন, এ বছর অনলাইনে খুতবা প্রদান করা হবে।
ফেয়ারফিল্ড, ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন এবং লিভারপুল লোকাল গভার্নমেন্ট এরিয়ার প্রায় ৬ লাখ (৬০০,০০০) বাসিন্দা কাজের জন্য এলাকা ছেড়ে বাইরে যেতে পারছে না। তবে, স্বাস্থ্য ও জরুরি পরিষেবাগুলো এর ব্যতিক্রম।

নিউ সাউথ ওয়েলসের চিফ হেলথ অফিসার ড. কেরি চ্যান্ট আহ্বান জানিয়েছেন যে, ঈদের নামাজ যেন ঘরেই আদায় করা হয়।

রবিবার, নিউ সাউথ ওয়েলসে কোভিড-১৯ এর ১০৫টি নতুন কেস সনাক্ত করা হয়েছে এবং একজনের মৃত্যুর খবরও জানা গেছে।

সাউথ-ইস্ট সিডনির ৯০ এর কোঠার এক মহিলা মারা গেছেন। বর্তমান প্রাদূর্ভাবের সঙ্গে সম্পর্কিত চতুর্থ মৃত্যুর ঘটনা এটি।

আর, গুরুত্বপূর্ণ খুচরা দোকানগুলো ছাড়া, বাকি সব খুচরা দোকান বন্ধ করা হয়েছে।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন, ক্রমাগতভাবে উচ্চ-সংখ্যক কেসের কারণে তিনি কঠোরতর লকডাউন জারি করতে বাধ্য হয়েছেন।

নিউ সাউথ ওয়েলসের সর্বত্র এখন উপযুক্ত ব্যক্তিরা ৬০০ ডলার পর্যন্ত ইনকাম সাপোর্ট পেমেন্ট পাবেন।

সার্ভিস অস্ট্রেলিয়ার হ্যাঙ্ক জঙ্গেন বলেন, বহুল-সংখ্যক চাহিদার জন্য তারা প্রস্তুত। প্রতিদিন ১ লাখেরও (১০০,০০০) বেশি আবেদন জমা পড়ে।

মিস্টার জঙ্গেন বলেন, যাদের ভাষাগত সমস্যা রয়েছে, তারা একটি টেলিফোন পরিষেবা ব্যবহার করতে পারবেন।

সার্ভিস নিউ সাউথ ওয়েলসেও ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলোর পক্ষ থেকে ১৫,০০০ ডলার পর্যন্ত সাহায্য চেয়ে করা আবেদন গ্রহণ করা হয়। লকডাউনের বিধিনিষেধগুলোর জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলো সহায়তা চেয়ে এই আবেদন করতে পারবে।

তবে, লেবার মিনিস্টার ফর হাউজিং অ্যান্ড হোমলেসনেস, জেসন ক্লেয়ার বলেন, যে সহায়তা করার কথা বলা হচ্ছে, তা জনগণকে যথাযথভাবে সহায়তা করতে পারছে না।

এদিকে, ভিক্টোরিয়ায় পাঁচ দিনের যে লকডাউন দেওয়া হয়েছে, সেটি বর্ধিত করার সম্ভাবনা উড়িয়ে দেয় নি কর্তৃপক্ষ। রবিবার রাজ্যটিতে আরও ১৭টি কেস সনাক্ত করা হয়। এ সবগুলো কেসই বিদ্যমান প্রাদূর্ভাবগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। সেখানে ৫০,০০০ টেস্ট করা হয়েছে।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, মঙ্গলবার রাতে লকডাউন শেষ হওয়ার কথা রয়েছে। লকডাউন তুলে নেওয়া হবে কিনা সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

ভিক্টোরিয়ায় সংক্রমিত এলাকাগুলোর সংখ্যা দুই শতাধিক। নর্থ-ওয়েস্টার্ন শহর মিল্ডুরাতে একটি কেস সনাক্ত করা হয়েছে। এটি এম-সি-জি ক্লাস্টারের সঙ্গে সম্পর্কিত।

এর আগে জিলং-কার্লটন এ-এফ-এল ম্যাচ দেখতে গিয়েছিলেন একজন সংক্রমিত ব্যক্তি। এর ফলে আরও কতিপয় দর্শকও সংক্রমিত হন।

জনগণের মাত্র ১৩ শতাংশের কিছু বেশি অংশ পুরোপুরি টিকাগ্রহণ করেছেন। আর, অচিরেই অতিরিক্ত-সংখ্যক ভ্যাকসিন ডোজ আসার সম্ভাবনা নেই। তাই, আরও বেশি লকডাউনের সম্ভাবনা আছে।

ফেডারাল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেন, ফাইজার ভ্যাকসিনের আরও কয়েক মিলিয়ন ডোজ আসছে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share