এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস কমপিটিশন ২০১৯ এ বিজয়ী হলেন বাংলাভাষী নেহাল নাফসী

NLC19

Source: SBS

এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস কমপিটিশন ২০১৯-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ক্যাটাগরি ডি, ১৬-১৮ বছর বয়সীদের মাঝে বিজয়ী হয়েছেন বাংলাভাষী নেহাল নাফসী রুপাই। অস্ট্রেলিয়ায় বাংলাভাষী কমিউনিটির মধ্য থেকে এটাই প্রথম নয়। ২০১৬ সালে যখন প্রথম এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস কমপিটিশন শুরু হয় সেবার মেলবোর্ন থেকে একজন বাংলাভাষী পুরস্কার পেয়েছিলেন। নেহাল নাফসি এবং তার বাবা সোহেলুর রহমান ও তার মা আফসানা বিলকিস কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস কমপিটিশন ২০১৯-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার, ৮ নভেম্বর সিডনিতে এসবিএস এর প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়। এই প্রতিযোগিতাটিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থান থেকে ৯০টি ভাষায় প্রায় ৩৬০০ প্রতিযোগি অংশ নেন।

সকাল দশটায় অনুষ্টান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা, তাদের পরিবারবর্গ, এসবিএস এর কর্মীরা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বছর ৪ থেকে ৭ বছর বয়সীদের ক্যাটাগরি এ তে বিজয়ী হন ফিলিপিনো ভাষার Hana Laan.
৮ থেকে ১২ বছর বয়সীদের ক্যাটাগরি বি-তে বিজয়ী হন, আরবী ভাষার Adam Wahby.
১৩ থেকে ১৫ বছর বয়সীদের ক্যাটাগরি সি-তে বিজয়ী হন, ফরাসী ভাষার Felicity Nop.
১৬ থেকে ১৮ বছর বয়সীদের ক্যাটাগরি ডি-তে বিজয়ী হন, বাংলা ভাষার নেহাল নাফসী।
এবং ১৮ বছরের ঊর্ধ্বে যারা তাদের ক্যাটাগরি ই-তে বিজয়ী হন, ম্যাসিডোনিয়ান ভাষার Lidia Valjenovski.
Nehal Nafcy with Mandi Wicks
SBS National Languages Competition 2019 Cat D (age 16-18) winner Nehal Nafcy with Mandi Wicks, Director Audio & Language Content, SBS. Source: SBS Bangla
অনুষ্ঠানটি পরিচালনা করেন এসবিএস এর অডিও অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট এর ডাইরেক্টর, ম্যান্ডি উইকস।

Julian Leeser MP, Federal Member for Berowra এবং এসবিএস এর MD James Taylor বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

The SBS National Languages Competition 2019 এর আয়োজনে সহায়তা করেছে Community Languages Australia এবং First Languages Australia. আর এটি স্পন্সর করেছে Australian National University.

ক্যাটাগরি ডি, ১৬-১৮ বছর বয়সীদের মাঝে বিজয়ী হয়েছেন বাংলাভাষী নেহাল নাফসী রুপাই। অস্ট্রেলিয়ায় বাংলাভাষী কমিউনিটির মধ্য থেকে এটাই প্রথম নয়। ২০১৬ সালে যখন প্রথম এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কমপিটিশন শুরু হয় সেবার মেলবোর্ন থেকে একজন বাংলাভাষী পুরস্কার পেয়েছিলেন। নেহাল নাফসি এবং তার বাবা সোহেলুর রহমান ও তার মা আফসানা বিলকিস কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

তাদের সাক্ষাৎকার শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share