বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ণনায় সিডনিতে পড়াশুনার অভিজ্ঞতা

Students are seen working at University of Technology Sydney

Students are seen working at University of Technology Sydney Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

সম্প্রতি ইউনিভার্সিটি অফ টেকনলজি সিডনি UTS Insearch এর মাধ্যমে ৩০ জন শিক্ষার্থী নির্বাচিত করেছে। এরা 'মাই ইউনি-লাইফ' নামে পরিচিত একটি প্রোগ্রামে সুযোগ পেয়েছে। এদের মধ্যে দু’জন বাংলাদেশী ছাত্র আশফাক আহমেদ সাদমান ও মোহাম্মদ আশিফুর রহমান আছেন। এসবিএসের শ্রোতাদের তারা জানাচ্ছেন এই প্রোগ্রামে তাঁদের কার্যক্রম এবং শিক্ষা জীবনের নানা বিষয় নিয়ে ।


দুজন বাংলাদেশি শিক্ষার্থী আশফাক আহমেদ সাদমান এবং মোহাম্মাদ আশিফুর রহমান ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির সেচ্ছাসেবী কার্যক্রম 'মাই ইউনিলাইফ'এর জন্য নির্বাচিত হয়েছেন। এই প্রোগ্রামে তারা তাদের সিডনির শিক্ষাজীবনের নানা বিষয় সামাজিক মাধ্যমে তুলে ধরবেন যাতে ভবিষ্যতে পড়তে আসা শিক্ষার্থীরা এখানকার শিক্ষাজীবন সম্পর্কে এক ধরনের ধারনা পায়।
Bangladeshi students
Ashfaq Ahmed Sadman and Mohammad Ashifur Rahman Source: Supplied


নারায়ণগঞ্জ থেকে আসা আশফাক বলেন সিডনির প্রাকৃতিক পরিবেশ তার ভাল লাগে এবং এখানে সমুদ্রসৈকত এবং বনাঞ্চল কাছাকাছি। 

তিনি বলেন যে কোন উইকএন্ডে একই দিনে সৈকত ভ্রমণ এবং বুশওয়াকিঙে যাওয়া যায়। সিডনির প্রাকৃতিক পরিবেশ বিদেশি শিক্ষার্থীদের ভাল লাগবে। আশফাক বলেন তিনি যেখানেই যান ইন্সটাগ্রামে তা শেয়ার করেন। তিনি বলেন এখানে পড়তে এসে তার স্টাডি স্কিলের অনেক উন্নতি হয়েছে। 




চট্টগ্রাম থেকে আসা আশিফ বলেন সিডনি আসার পর থেকে কঠিন সময় মোকাবেলা করার কৌশল শিখেছি। বিভিন্ন এসাইনমেনট করতে গিয়ে শিখেছি যে আমি সব সময়েই ভাল মার্ক পাবো না কিন্তু আমার পড়াশুনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হলে আমাকে কঠিন শ্রম করে যেতেই হবে । 

তিনি বলেন তার জন্য সিডনীতে থাকা সহজ কারণ সে তার ভাইয়ের সাথে থাকে। সে সবসময়েই ভাইয়ের কাছ থেকে সহায়তা পেয়ে থাকে সেটা যে কোন সমস্যার ব্যাপারে হতে পারে কিংবা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে। 

 

 




 


Share