"৭১ সালের পর বাংলাদেশিদের ভারতে অভিবাসনের কোন কারণ ছিল না"

Villagers check their names in the published final list of National Register of Citizens (NRC) at NRC office in Morigaon, Assam, India

Villagers check their names in the published final list of National Register of Citizens (NRC) at NRC office in Morigaon, Assam, India Source: EPA

ভারতের আসাম রাজ্যে নাগরিক পঞ্জির ঘটনায় বাংলাদেশ উদ্বিগ্ন কিনা এ নিয়ে এসবিএস বাংলার কাছে মতামত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলাম লেখক অধ্যাপক আব্দুল মান্নান।


প্রফেসর মান্নান বলেন যে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আসাম বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোর চাইতে অনেক অনেক ভালো। তাই অর্থনৈতিক কারণেও যে অভিবাসন হবে তারও কোন কারণ নেই।

"এই নাগরিক পঞ্জি নিয়ে বাংলাদেশের কোন আতংকিত হবার কারণ নেই। আমি মনে করি এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।"
Bangladeshi Community
রাজনৈতিক বিশ্লেষক এবং কলাম লেখক অধ্যাপক আব্দুল মান্নান Source: ছবিঃ সংগৃহিত


তিনি বলেন, যদি এই নাগরিকপঞ্জি থেকে বাদপড়াদের 'বাংলাদেশি' বলে জটিল পরিস্থিতির উদ্ভব হয় তবে তা কূটনৈতিকভাবেই সমাধান করতে হবে।

পুরো অডিওটি শুনতে ওপরে ছবিতে ক্লিক করুন


Share