১৬ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে দুটি রিজিওনাল ভিসা

New regional visa holders will be eligible for Medicare coverage

長居海外澳人回國後需「全費就醫」? Source: AAP

১৬ নভেম্বরে চালু হচ্ছে দুটি নতুন ভিসা। এর মধ্যে একটি হচ্ছে স্কিলড ওয়ার্ক রিজিওনাল সাবক্লাস ৪৯১ ভিসা। অন্যটি স্কিলড এমপ্লয়ার স্পনসরড সাবক্লাস ৪৯৪ ভিসা। মেলবোর্নে কর্মরত রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট ব্যারিস্টার রুমানা জাহান কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


অস্ট্রেলিয়ায় নভেম্বরের ১৬ তারিখ থেকে চালু হচ্ছে দুটি নতুন ভিসা। একটি হচ্ছে স্কিলড ওয়ার্ক রিজিওনাল সাবক্লাস ৪৯১ ভিসা এবং অপরটি স্কিলড এমপ্লয়ার স্পন্সর্ড সাবক্লাস ৪৯৪ ভিসা। এদিকে, বড় বড় শহরগুলো থেকে চাপ কমাতে রিজিওনাল অস্ট্রেলিয়ায় অভিবাসনে উৎসাহিত করছে ফেডারাল সরকার। অভিবাসীদেরকে আকৃষ্ট করতে ইতোমধ্যে মেট্রোপলিটান থেকে রিজিওনাল এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে পার্থ এবং গোল্ডকোস্টকে। এসব বিষয় নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট ব্যারিস্টার রুমানা জাহান।

এসবিএস বাংলাকে তিনি বলেন,

“এ দুটো ভিসার ক্ষেত্রে যে বিশেষ সুবিধা রয়েছে তা হচ্ছে যে, এ দুটো ভিসাতেই নন-রিজিওনাল ভিসাতে যে অকুপেশন অ্যাভেইলেবল এই রিজিওনাল লিস্টটাতে অনেক বেশি অকুপেশন্স অ্যাভেইলেবল।”

“এই নতুন ভিসাধারীরা মেডিকেয়ার সুবিধা পাবেন।”

ব্যারিস্টার রুমানা জাহানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Barrister Rumana Jahan
Barrister Rumana Jahan. Source: Facebook/Rumana Jahan


Follow SBS Bangla on .

Share