এসবিএস বাংলা শীর্ষ খবর: ২৩ এপ্রিল, ২০২৪

Australia Church Stabbing

FILE - Tesla and SpaceX CEO Elon Musk speaks at the SATELLITE Conference and Exhibition, March 9, 2020, in Washington. Tech billionaire Elon Musk accused Australia of censorship after an Australian judge ruled that his social media platform X must block users worldwide from accessing video of a bishop being stabbed in a Sydney church. (AP Photo/Susan Walsh, File) Source: AAP / Susan Walsh/AP

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:
  • বন্ডাই জংশনে ছুরি হামলায় নিহত ছয় জনের একজনের প্রতি শ্রদ্ধা জানাতে সিডনির বোটানিক গার্ডেনে জড়ো হয়েছে শত শত লোক। দু’সন্তানের মা, ৪৭ বছর বয়সী স্থপতি জেইড ইয়াংকে স্মরণ করা হয় ‘প্রিয়জন’ হিসেবে, যার অনুপস্থিতি অপূরণীয়। এদিকে, বন্ডাইয়ে ছুরি হামলার ঘটনায় নিহতদের প্রতি সম্মান প্রদর্শন করেছে প্রায় ১০০ জন প্যাডেলবোর্ডার এবং সার্ফবোর্ড রাইডার।
  • সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্কের সমালোচনা করার পর, এই প্লাটফর্মটি থেকে ইনডিপেন্ডেন্ট সেনেটর জ্যাকি ল্যাম্বি তার নিজের অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন বলে মনে হচ্ছে। এক্স মিডিয়া প্লাটফর্মকে নির্দেশ দেওয়া হয়েছিল ওয়েস্টার্ন সিডনির একটি চার্চে গত সোমবার কথিত সন্ত্রাসী হামলার সাথে সম্পর্কিত বিষয়বস্তু সরিয়ে ফেলার জন্য।
  • একটি যৌথ অভিযানে প্রায় পাঁচ লাখ অবৈধ ভ্যাপ বাজেয়াপ্ত করেছে ভিক্টোরিয়া পুলিস ও থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন। একক অভিযানে বাজেয়াপ্ত করা ভ্যাপের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে যে, এগুলোর বাজার দর আনুমানিক ১৫ মিলিয়ন ডলার।
  • দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। গতকাল সোমবার তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০টিরও বেশি ভূকম্পন অনুভূত হয়, যার মধ্যে শক্তিশালীটি ছিল রিখটার স্কেলে ৬.৩ মাত্রার।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share