সিডনির ক্যাম্বেলটাউনে লকডাউন: জনগণকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন মেয়র ও পুলিস সুপার

Australian Defence Force personnel and NSW police load emergency food parcels for people in lockdown in the south west of Sydney, Monday, August 2, 2021.

Australian Defence Force personnel and NSW police load emergency food parcels for people in lockdown in the south west of Sydney, Monday, August 2, 2021. Source: AAP/Mick Tsikas

Get the SBS Audio app

Other ways to listen

লকডাউন পরিস্থিতি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র, কাউন্সিলর জর্জ ব্রিটিচভিচ এবং লোকাল এরিয়া কমান্ডের কমান্ডার, পুলিস সুপারিন্টেন্ডেন্ট জুলিয়ান গ্রিফার।


সিডনির বাংলাভাষী অধ্যুষিত এলাকা ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র, কাউন্সিলর জর্জ ব্রিটিচভিচ বলেন, পাক-ভারত উপমহাদেশের লোকদের ক্ষেত্রে দেখা যায়, পরিবারের একজন সংক্রমিত হলে, বাকি সবাই সংক্রমিত হন।

ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল লোকাল এরিয়া কমান্ডের কমান্ডার, পুলিস সুপারিন্টেন্ডেন্ট জুলিয়ান গ্রিফার লকডাউনের সময়টিতে সিডনিতে সেনাবাহিনী নামানোর বিষয়টি নিয়ে জনগণকে আতঙ্কিত হতে নিষেধ করেন।
avoid-large-family-gatherings-and-get-tested-bengali
Source: NSW Government
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share