জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ আক্রান্ত হবে

Kamrul Ahsan Khan

Environment activist Kamrul Ahsan Khan. Source: Supplied

পরিবেশ নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় প্রবাসী কামরুল আহসান খান। তিনি বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক অস্ট্রেলিয়া চ্যাপ্টারের কনভেনর এবং ক্লাইমেট অ্যাকশন ক্যানবেরার জয়েন্ট কনভেনর।


পরিবেশ-রক্ষা আন্দোলনের কর্মী কামরুল আহসান খান এসবিএস বাংলাকে বলেন,

“আজকে যেভাবে পরিবেশ বিপর্যয় আসছে সারা দুনিয়াতে, বিশেষ করে অস্ট্রেলিয়াতেও, এটার বাইরে অস্ট্রেলিয়া নয়।”

পরিবেশ ইস্যুটি নিয়ে এখানে রাজনৈতিক দলগুলোও উদ্বিগ্ন, বলেন তিনি। তবে, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ভূমিকার সমালোচনা করে তিনি বলেন,

“তবে আমরা বলব, একজন পরিবেশবাদী হিসেবে যে, অস্ট্রেলিয়া একটা  ডেভেলপিং কান্ট্রি হিসেবে তার যে দায়িত্ব, সে দায়িত্বটা সে পালন করতে পারছে না। যেখানে সারা বিশ্বব্যাপী আমরা দেখছি যে, কার্বন এমিশন কমিয়ে আনার জন্য তারা কোল প্রজেক্ট থেকে বেরিয়ে আসছে, সেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া আরও কোল প্রজেক্টে চলে যাচ্ছে।”

বাংলাদেশে কয়লা-প্রকল্প এবং তার বিরোধিতা সম্পর্কে কামরুল আহসান খান বলেন,

“বাংলাদেশে বড় পাওয়ার প্লান্ট করা হচ্ছে। ... রামপাল কোল প্রজেক্ট। ... যেটার বিরুদ্ধে বাংলাদেশ, বলা যায়, জনগণ এবং রাজনৈতিক দল, সবাই এটার বিরোধিতা করেছে।”

তিনি এটাকে বিপর্যয় হিসেবে দেখেন, বিশেষত সুন্দরবনের জন্য।

জলবায়ু পরিবর্তনের আঘাত বাংলাদেশে লাগবে। এ সম্পর্কে তিনি বলেন,

“বাংলাদেশ বোধহয় কয়েকটা দেশের মধ্যে প্রধান দেশ, প্রথম দেশ যে জলবায়ুর পরিবর্তনের ফলে তারা আক্রান্ত হবে। ... বলা হয়ে থাকে যে, প্রায় ওয়ান-থার্ড ল্যান্ড বাংলাদেশের পানির তলে চলে যাবে, এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার জন্য।”

কামরুল আহসান খানের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share