“ট্যাক্স ইস্যুটা নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে”, শিবলি চৌধুরী

Australian Prime Minister Scott Morrison

Scott Morrison won the election without a policy agenda - something he'll now have to address. Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

এবারের ফেডারাল নির্বাচনের আগের দিন পর্যন্ত বিভিন্ন মতামত জরিপে বলা হচ্ছিল লেবার দল এগিয়ে রয়েছে। কিন্তু, নির্বাচনে জয়লাভ করল লিবারাল-ন্যাশনাল কোয়ালিশন। অস্ট্রেলিয়ার নির্বাচন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ডাবোতে বসবাসকারী, ন্যাশনাল পার্টি অফ অস্ট্রেলিয়ার সদস্য শিবলি চৌধুরী।


ন্যাশনাল পার্টি অফ অস্ট্রেলিয়ার সদস্য শিবলি চৌধুরী এবারের ফেডারাল নির্বাচন সম্পর্কে বলেন,

“এবারের নির্বাচনে টান টান উত্তেজনা ছিল।”

বাংলাদেশের নির্বাচনের সঙ্গে তুলনা করে তিনি বলেন,

“অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এদেশে ভোট প্রদান করাটা বাধ্যতামূলক।”

সঙ্গত কারণ ছাড়া এদেশে ভোট প্রদানে ব্যর্থ হলে জরিমানা দিতে হয়।

শিবলি চৌধুরী বলেন,

“এখানে আপনি যে দলই করেন না কেন, সবাই সবার প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করে। হেরে গেলেও তারা সহজেই পরাজয়টা মেনে নেন।”

তার মতে, এ বারের নির্বাচনে ট্যাক্স ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ছাড়া, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রিজিওনাল অস্ট্রেলিয়ার অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিও অনেক গুরুত্ব পেয়েছে।


Shibli Chowdhury
Shibli Chowdhury (extreme right). Source: Supplied


এসবিএস বাংলার সঙ্গে শিবলি চৌধুরীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


 

Share