অস্ট্রেলিয়ায় গ্যাম্বলিং ইন্ডাস্ট্রিতে রয়্যাল কমিশন বসানোর সুপারিশ

A man plays poker machines at the Knox Club

A man plays poker machines at the Knox Club. Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

মানসিক স্বাস্থ্য এবং জুয়ার সমস্যার মধ্যে যোগসূত্র নিয়ে উদ্বেগ উত্থাপিত হচ্ছে। বিশেষজ্ঞরা গ্যাম্বলিং ইন্ডাস্ট্রির ওপর একটি রয়্যাল কমিশন গঠনে চাপ দিচ্ছে।


জুয়া কীভাবে অস্ট্রেলিয়ানদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে তা নিবিড়ভাবে পর্যালোচনার জন্য উৎসাহিত করা হচ্ছে। স্ক্র্যাচ লটারি টিকেট থেকে স্পোর্টস বেটিং- সর্বশেষ জাতীয় পরিসংখ্যানে দেখানো হয়েছে, অস্ট্রেলিয়ানরা বছরে প্রায় ২৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে জুয়া খেলায়। এর মধ্যে ১৪ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে পোকার মেশিনে।

অ্যালায়ান্স ফর গ্যাম্বলিং রিফর্ম-এর চিফ অ্যাডভোকেট রেভারেন্ড টিম কোস্টেলো বলেন, জুয়া খেলায় মাথাপিছু ক্ষতির দিক দিয়ে বিশ্বে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের তুলনায় অস্ট্রেলিয়ায় মাথাপিছু ৩০ শতাংশ বেশি ক্ষতি হয়। মিস্টার কোস্টেলো আরও বলেন, মানসিক স্বাস্থ্য ও জুয়া-আসক্তির মধ্যে একটি যোগসূত্র রয়েছে।

মোনাশ গ্যাম্বলিং অ্যান্ড সোশাল ডিটারমিনেন্টস ইউনিট-এর প্রধান, অ্যাসোসিয়েট প্রফেসর চার্লস লিভিংস্টোন বলেন, মানসিক স্বাস্থ্যের উপর জুয়া খেলার, বিশেষত পোকার মেশিনে জুয়া খেলার প্রভাব শুধুমাত্র এখনই পুরোপুরি বোঝা যাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন কারণেই মানুষ নেশায় আসক্ত হয়ে পড়ে। যেমন, সামাজিক বিচ্ছিন্নতা, বৈষম্যের কারণে সৃষ্ট মানসিক চাপ ইত্যাদি।

প্রফেসর লিভিংস্টোন আরও বলেন, মাইগ্রান্ট কমিউনিটিতে এসব আসক্তির সত্যিকারের চিত্র সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। কারণ, তারা সাধারণত কারও কাছে সাহায্যের জন্য যায় না।

মিস্টার কোস্টেলো মানসিক স্বাস্থ্য এবং জুয়ার অভ্যাস নিরসনে সামাজিক প্রচেষ্টা ও সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান। তবে তিনি মনে করেন, রয়্যাল কমিশন গঠন করে গ্যাম্বলিং ইন্ডাস্ট্রিতে সংস্কার আনার প্রয়োজন রয়েছে।

এ সমস্যার ক্ষেত্রে সহায়তা পেতে আপনি Multicultural Problem Gambling Service এ 1800 856 800 কিংবা Lifeline 13 11  14 নম্বরে ফোন করতে পারেন।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on .

Share