বাণিজ্য বিরোধ নিয়ে চীনের উপর চাপ বাড়াতে চায় অস্ট্রেলিয়া

The leader of the government in the Senate Simon Birmingham reacts during Senate business at Parliament House in Canberra, Monday, November 30, 2020. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

The leader of the government in the Senate Simon Birmingham Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

বাণিজ্যমন্ত্রী, সাইমন বার্মিংহাম,অভিযোগ করেছেন চীন অস্ট্রেলিয়ান পণ্যগুলিতে আমদানি নিষেধাজ্ঞা এবং শুল্ক নিয়ে অস্ট্রেলিয়াকে টার্গেট করেছে।বেইজিং এবং ক্যানবেরার মধ্যে চলমান বাণিজ্য বিরোধ নিয়ে মন্ত্রী বার্মিংহাম আবারও বলেন বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে চীনের আরোপিত - বার্লি শুল্ক ও বাণিজ্য বিরোধ নিয়ে অভিযোগ করবে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।



বাণিজ্যমন্ত্রী সাইমন বার্মিংহাম বাণিজ্য সংক্রান্ত বিতর্ককে জড়িয়ে পড়ছেন,এবং যা দিন দিন বাড়ছে।চীনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে ,কারণ বাণিজ্য নিষেধাজ্ঞাগুলি আরও বিস্তৃত হচ্ছে।দুটি বৃহত্তম অস্ট্রেলিয়ান ল্যাম্ব রফতানিকারীদের তাদের বৃহত্তম আন্তর্জাতিক বাজার থেকে এখন কার্যকরভাবে নিষিদ্ধ করা হয়েছে।এ ছাড়াও গরুর মাংস, বার্লি, ওয়াইন, সীফুড, কাঠ এবং কয়লা শিল্পকে সর্বশেষ টার্গেটে পরিণত করা হয়েছে।

এ গুলির মধ্যে চীনের আরোপিত বার্লি শুল্কের বিরোধ -- বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে নেওয়া হবে।মন্ত্রী পূর্বে ইঙ্গিত দিয়েছেন যে তিনি সেই পথে নামবেন এবং এই মুহূর্তটি দ্রুত এগিয়ে আসছে।ন্যাশনাল সিনেটর ব্রিজেট ম্যাকেনজি একটি আন্তর্জাতিক স্বাধীন আম্পায়ারকে জড়িত করার পদক্ষেপকে সমর্থন করেন।লেবার পার্টির ক্রিশ্চিনা কেনিলি অবশ্য সতর্কতা অবলম্বন করার কথা বলছেন ।

বিশ্বের চীন অস্ট্রেলিয়ান সেন্টারের পরিচালক প্রফেসর জেন গোলি বলেন অস্ট্রেলিয়ার এ ব্যাপারে সুযোগ সীমিত।
.
ফেডারেল সংসদে সরকারের ফরেন রিলেশনস বিলটি পাস হয়েছে, এর মধ্যে স্টেট , কাউন্সিল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির করা আন্তর্জাতিক চুক্তি বাতিল করার ক্ষমতা রয়েছে ।আইনটি ক্যানবেরার চীন দূতাবাসের করা তালিকার ১৪ টি অভিযোগের মধ্যে একটি ।

এবং এর ফলে আরও বিদ্বেষ বাড়বে এবং অস্ট্রেলিয়ার এই শিল্পগুলো ক্রসফায়ারের মধ্যে পড়তে পারে।


Share