ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনটি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করা গেলে গুনাগুন নষ্টের সম্ভাবনা রয়েছে : ডাক্তার আসাদ শামস

Coronavirus

Source: SIPAPRE

Get the SBS Audio app

Other ways to listen

বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারে অনুমতি দিয়েছে।কিন্তু কবে এই সমস্ত ভ্যাকসিন সাধারণ মানুষের হাতে আসবে তার সঠিক কোনও দিনক্ষণ জানাতে পারছে না কেউই।প্রত্যেককে ২১ দিনের ব্যবধানে টিকার দুটি ডোজ দেওয়া হবে।ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, অস্ট্রেলিয়াতে প্রাথমিকভাবে মার্চে এই ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের বেশ কিছু নিয়ম ও প্রস্তুতি রয়েছে।এ নিয়ে এস বি এস সাথে কথা বলেছেন ডাক্তার আসাদ শামস যিনি পেশায় একজন চিকিৎসক।তিনি এই ভ্যাকসিন নিয়ে এবং কোভিড-১৯ নিয়ে প্রচুর পড়াশুনা করেছেন। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের ক্লিপটিতে ক্লিক করুন।


Dr Asad Shams
Dr Asad Shams Source: Dr Asad Shams

Share