শরীরের ওপরে মোবাইল ফোন ডিভাইসের কী ধরনের প্রভাব পড়ে?

Mother and daughter

Mother and daughter in Indian clothing using the cell phone. Source: Getty Images/Donald Iain Smith

Get the SBS Audio app

Other ways to listen

বর্তমান যুগে মোবাইল ফোনের ব্যবহার যেন দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে। প্রয়োজনীয় যোগাযোগ থেকে শুরু করে অনলাইনে সামাজিক-যোগাযোগ-মাধ্যমে সময় কাটাতে ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন ও অন্যান্য নানা মোবাইল ডিভাইস। শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সামাজিক ও পারিবারিক জীবনে মোবাইল ফোন, আই-প্যাড, ট্যাব ইত্যাদির কুপ্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। শরীরের ওপরে এসব ডিভাইসের কী ধরনের প্রভাব পড়ে তা নিয়ে আজ আমরা কথা বলছি জিপি ডাক্তার চৌধুরী বেগের সঙ্গে।


জিপি ডাক্তার চৌধুরী বেগের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Dr Chowdhury Beg
মোবাইল ফোন ও এ জাতীয় ডিভাইসগুলোর অতিরিক্ত ব্যবহার সম্পর্কে সাবধান করলেন জিপি ডা. চৌধুরী বেগ। Source: Dr Chowdhury Beg


Follow SBS Bangla on .

Share