ডকুমেন্টারি ফটোগ্রাফির মাধ্যমে অস্ট্রেলিয়ার সামাজিক পরিবর্তন তুলে ধরেছেন ইমরান

Bangladeshi Community Imran Abul Kashem

Imran's Documentary Photography book "Green Wedge" Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

গতকাল বৃহস্পতিবার মেলবোর্নের বাংলাদেশি ফটোগ্রাফার ইমরান আবুল কাশেমের ডকুমেন্টারী ফোটোগ্রাফি বই 'গ্রীন ওয়েজের' প্রকাশনা উৎসব এবং আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মেলবোর্নের পশ্চিমে ওয়েরেবির উইন্ডহ্যাম আর্ট গ্যালারিতে তার বইয়ের মোড়ক উন্মোচন করেন ভিক্টোরিয়া রাজ্যের লেবার পার্টির সারাহ কনোলি এম পি। এই প্রদর্শনীতে ইমরানের আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি অন্যান্য স্থানীয় শিল্পীদের শিল্পকর্মও স্থান পেয়েছে। সমসাময়িক বিষয়ের ওপর নতুন মেধাবী শিল্পীদের নিয়ে করা উইন্ডহ্যাম সিটির এই কর্মসূচিকে বলা হচ্ছে 'নিউ'। ইমরান আবুল কাশেম এস বি এস বাংলার শ্রোতাদের জানিয়েছেন তার বই এবং আলোকচিত্র প্রদর্শনী নিয়ে তার অভিজ্ঞতার কথা।



ভিক্টোরিয়া রাজ্যের বর্ধিষ্ণু এলাকা উইন্ডহাম সিটি বৈচিত্রপূর্ণ এবং বহু ভাষাভাষী অভিবাসীদের জন্য বিখ্যাত।এখানে বসবাসরত মেধাবী উদীয়মান শিল্পীদের সমকালীন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে এমন শিল্পকর্ম নিয়ে উইন্ডহাম সিটির কর্মসূচিকে বলা হচ্ছে 'নিউ'। এই কর্মসূচির মাধ্যমে এই শিল্প-সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিরা তাদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।
মাল্টি কালচারাল আর্টস ভিক্টোরিয়ার এমারজ কালচারাল এম্বাসেডার হিসেবে নিযুক্ত বাংলাদেশী অভিবাসী ইমরান আবুল কাশেম একজন পেশাদার ফটোগ্রাফার। এই কর্মসূচির অংশ হিসেবে উইন্ডহাম আর্ট গ্যালারিতে তার ডকুমেন্টারি ফোটোগ্রাফি বই 'গ্রীন ওয়েজ ' মোড়ক উন্মোচন করা হয়।
ইমরান বলেন, ডকুমেন্টারি ফটোগ্রাফির মাধ্যমে অস্ট্রেলিয়ার সামাজিক পরিবর্তনগুলো তুলে আনা সম্ভব। সেই চিন্তা থেকেই তিনি বেছে নিয়েছেন 'গ্রীন ওয়েজ ' প্রজেক্টটি, তুলেছেন অনেক ছবি।

Bangladeshi Community Imran Abul Kashem
Imran Abul Kashem Source: Supplied
তিনি বলেন, "এর মাধ্যমে আমি মূলত অস্ট্রেলিয়ার কৃষকদের পেশা কিভাবে আবাসন প্রকল্পের কাছে হারিয়ে যাচ্ছে তারই ছবি দেখাতে চেয়েছি। দেখা যাচ্ছে যে আবাসন প্রকল্পগুলোর কারণে কৃষকরা তাদের বাড়ি ঘর জমি বিক্রি করে চলে যাচ্ছেন। এই সঙ্কটটিই আমার ' গ্রীন ওয়েজ ' বইয়ের মূল প্রতিপাদ্য।" 

"আমি সমাজের বিভিন্ন দিক ফোটোগ্রাফির মাধ্যমে তুলে ধরতে চাই। তবে এ কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন যেমন হয়েছি, তেমনি আবার অনেকের সহযোগিতাও পেয়েছি।" 

তিনি জানান, প্রদর্শনীর উদ্বোধনী দিনে যে পরিমান বই বিক্রি হয়েছে তা ছিল তার প্রত্যাশার বাইরে। সাধারণ মানুষ আমার এই প্রজেক্টে যেভাবে সাড়া দিয়েছে তাতে আমি সত্যি মুগ্ধ।
Bangladeshi Community Imran Abul Kashem
Photo: Imran Abul Kashem, Werribee South Source: Supplied
ইমরান জানান যে, এই প্রকল্পের জন্য তিনি মাল্টিকালচারাল আর্টস ভিক্টোরিয়া এবং উইন্ডহ্যাম আর্টস এসিস্ট থেকে আর্থিক এবং কারিগরি পৃষ্ঠপোষকতা পেয়েছেন। 

বিভিন্ন আর্টস প্রজেক্টের বাংলাদেশী অভিবাসীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, অস্ট্রেলিয়ার মূলধারায় অনেক কাজ করা সম্ভব। এর মাধ্যমে আপনি আপনার দেশ এবং সংস্কৃতিকে প্রকাশ করতে পারেন। 

একজন কালচারাল এম্ব্যাস্যাডার হিসেবে বাংলাদেশী কমুনিটির সদস্যদের তাদের প্রকল্পে সহায়তা করার প্রত্যাশা করেন ইমরান। 
মেলবোর্নের পশ্চিমে ওয়েরেবির উইন্ডহ্যাম আর্ট গ্যালারিতে ইমরানের আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামী ১৭ই নভেম্বর পর্যন্ত।

Share