এবারের ফেডারাল নির্বাচনে ভাল ফল আশা করছেন লিবারাল প্রার্থী মোহাম্মদ শাহে জামান টিটু

Mohammed Shahe Zaman Titu

Liberal candidate for Watson Mohammed Shahe Zaman Titu. Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

১৮ মে ফেডারাল নির্বাচনে লিবারাল দল থেকে বাংলাভাষী প্রার্থী মোহাম্মদ শাহে জামান টিটু অংশ নিচ্ছেন। ২০১৬ সালের ফেডারাল নির্বাচনেও তিনি একই দল ও একই আসন, বাংলাভাষী অধ্যুষিত ওয়াটসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।


সিডনির ওয়াটসন আসনে লিবারাল দলের প্রার্থী মোহাম্মদ শাহে জামান টিটু এবারের নির্বাচনে ভাল ফলাফল আশা করছেন। তিনি বলেন,

“গত বারের নির্বাচনে প্রায় আমার ৩২.৬% ভোট কাস্ট হয়েছিল। এবার আশা করছি, আপনাদের সবার সহযোগিতায় এবং আমার এই এলাকার যদি সাপোর্ট থাকে, তাহলে ভাল ফলাফল আশা করছি।”

২০১৬ সালের ফেডারাল নির্বাচনের তুলনায় এবার তার অবস্থান ভাল, বলেন তিনি।

“সাধারণত আমাদের এখানে লোকাল যারা রেসিডেন্ট, তাদের সঙ্গে আমার একটা ভাল ইন্টার‌্যাক্ট হয়েছে, তাদের সাথে ভাল সম্পর্ক গড়ে উঠছে এবং তারা আমাকে জানছে যে, আমি মোহাম্মদ জামান বিভিন্ন ইস্যুতে তাদেরকে হেল্প করেছি।”

অস্ট্রেলিয়ার প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,

“এই দেশ আমাদের সবাইকে ভাল কিছু দিয়েছে। আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে এই দেশকে, সমাজকে কিছু দেওয়ার জন্য।”

মোহাম্মদ শাহে জামান টিটুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share