আকাশ পথে পরীক্ষামূলক রাইড শেয়ারিং সার্ভিস উবার এয়ারের জন্য মেলবোর্ন নির্বাচিত

uber air

An artist's impression of a proposed Uber Air aircraft Source: UBER AAP

Get the SBS Audio app

Other ways to listen

ফ্লাইং ট্যাক্সি শুনতে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু অচিরেই এর বাস্তবায়ন মেলবোর্নে হবার সম্ভাবনা আছে। আর এ জন্য রাইড শেয়ারিং কোম্পানি উবার পরীক্ষামূলক ভাবে কাজ শুরু করেছে বিশ্বের তিনটি শহরে, যার মধ্যে মেলবোর্ন অন্যতম।


আপনি যখন কম খরচে যাতায়াতের কথা ভাববেন তখন প্রথমেই মনে আসবে বাস, ট্যাক্সি কিংবা ট্রেনের কথা। কিন্তু মেলবোর্নবাসী আগামী কয়েক বছরের মধ্যে এই তালিকায় আকাশপথের কথাও ভাবতে পারেন। 

আমেরিকার ডালাস এবং লস এঞ্জেলেসের পাশাপাশি উবার মেলবোর্নকে বেছে নিয়েছে তাদের পরীক্ষামূলক আকাশ পথের রাইড শেয়ারিং সার্ভিস উবার এয়ারের জন্য। 

এই সার্ভিসের জন্য উবার ব্যবহার করবে ইলেকট্রিক ভার্টিকেল টেক অফ এন্ড ল্যান্ডিং ভেহিকল বা ই - ভি টি ও এল - যা নতুন ধরণের পাইলট চালিত যান, দেখতে কিছুটা প্লেন এবং কিছুটা হেলিকপ্টারের মত। 

অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের উবার ইটসের রিজিওনাল জেনারেল ম্যানেজার জোডি অস্টার বলেন, এটা বর্তমানে প্রচলিত যানের চেয়ে উন্নত। 

যাত্রীরা তাদের রাইড এপের মাধ্যমে বুক করবে এবং স্কাই পোর্টের মাধ্যমে আরোহন করবে, যেগুলো থাকবে বিল্ডিঙের ওপর বা কার পার্কের মত ল্যান্ডিং প্যাডের স্থানে। 

মেলবোর্ন এয়ারপোর্টের মত ১৯ কিলোমিটারের দূরত্ব যা সাধারণত ১ ঘন্টা সময় নেবে, এখানে সেটা নেবে মাত্র ৯ মিনিট এবং খরচ পড়বে ৭০ ডলার।

এখানে অবশ্য নিরাপত্তা কিভাবে রক্ষা করা হবে তা একটি বড় বিষয়। সিভিল এভিয়েশন সেফটি অথরিটির পিটার গিবসন বলেন, নতুন যানের সার্টিফিকেশন আগে হতে হবে। 

আগামী বছরেই ডেমোন্সট্রেটর ফ্লাইটের প্রত্যাশা করা হচ্ছে, আর তা বাণিজ্যিক ভাবে আসবে ২০২৩ সালে। এখনো ল্যান্ডিং প্যাড কোথায় হবে সিদ্ধান্ত হয়নি। 

আশা করা যাচ্ছে এই সার্ভিস সফল হলে অস্ট্রেলিয়ার অন্যান্ন শহরেও তা চালু হবে।


Share