ভারতে সাংবাদিকতায় নারীরা এগিয়ে রয়েছে

Mitali Mukherjee, Markets and News Editor – CNB TV18

Mitali Mukherjee, Markets and News Editor – CNB TV18 Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

ডিপার্টমেন্ট অফ ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড, ডিফ্যাটের উদ্যোগে ইন্টারন্যাশনাল মিডিয়া ভিজিটে সম্প্রতি অস্ট্রেলিয়ায় এসেছেন ভারতের সিএনবিসি টিভি১৮ এর নিউজ এডিটর মিতালি মুখার্জী। এসবিএস বাংলাকে তিনি বলেন, ভারতে সাংবাদিকতায় নারীরা অনেক এগিয়ে রয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমে অন্তত ৭০ শতাংশই নারী সাংবাদিক।


ভারতের সিএনবিসি টিভি১৮ এর নিউজ এডিটর মিতালি মুখার্জীর জন্ম কলকাতার এক বাঙালি পরিবারে। বাবার সামরিক বাহিনীর চাকুরির সুবাদে তিনি ঘুরে বেড়িয়েছেন ভারতের নানান স্থানে। ইংরেজি, বাংলা ও হিন্দীসহ আরও বেশ কয়েকটি ভারতীয় ভাষা জানেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে একটি ইন্টারন্যাশনাল মিডিয়া ভিজিটে আরও কয়েকজনের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে এসেছেন মিতালি মুখার্জী। মিডিয়া ভিজিটের অংশ হিসেবে এসবিএস এর প্রধান কার্যালয়ে এলে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন তিনি।

অস্ট্রেলিয়া-ইনডিয়া ইয়ুথ ডায়ালগ নেটওয়ার্কের সঙ্গেও কাজ করছেন মিজ মুখার্জী।

মিতালি মুখার্জীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share