মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট প্রতিটি ভাষার গুরুত্ব মানুষের কাছে পৌঁছে দিতে আরো ভূমিকা রাখবে: জেডি

Australian Bangla speaking Community

Australian Bangla speaking Community Source: MLC Movement International

Get the SBS Audio app

Other ways to listen

একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে অনুমোদিত হয়েছিল এবং ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে এটি পালিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে, বিশ্বের সকল কমুউনিটির মধ্যে মাতৃভাষার মর্যাদা, অনুশীলন এবং তাৎপর্য্য তুলে ধরতে গঠিত হয় মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট।


১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের স্মরণে সারা বিশ্বের বাঙালিরা পালন করে থাকে একুশ ফেব্রুয়ারি, এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে অনুমোদিত হয়েছিল এবং ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে এটি পালিত হচ্ছে।

সেই প্রেক্ষাপটে, বিশ্বের সকল কমুউনিটির মধ্যে মাতৃভাষার মর্যাদা, অনুশীলন এবং তাৎপর্য্য তুলে ধরতে গঠিত হয় মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্ট।

এসবিএস বাংলার সাথে এক আলাপচারিতায় মিলিত হয়েছেন এই আন্দোলনের কুইন্সল্যান্ড লিড ড: যিশু দাস গুপ্তের সাথে যিনি কমিউনিটিতে জেডি নামে সুপরিচিত।
Dr Jishu Das Gupta (JD), Queensland Lead, Mother Language Conservation Movement International Inc.
Dr Jishu Das Gupta (JD), Queensland Lead, Mother Language Conservation Movement International Inc. Source: Dr Jishu Das Gupta (JD)
এছাড়া ডঃ গুপ্ত একজন হোয়াইট রিবোন এম্বাসাডার, রোহিঙ্গ্যা এন্ড রেফিউজি সাপোর্ট গ্রুপ, অস্ট্রেলিয়ার জেনারেল সেক্রেটারি, এবং এক্সেকিউটিভ মেম্বার কুইন্সল্যান্ড মাল্টিকাচারাল কাউন্সিল।


গুরুত্বপূর্ন দিক

  • মাদার ল্যাঙ্গুয়েজ কনজারভেশন মুভমেন্টের বা এমএলসিএম-এর যাত্রা শুরু হয় সিডনির বর্ষীয়ান বাঙালি শিক্ষাবিদ নির্মল পালের হাত ধরে।
  • অস্ট্রেলিয়ার নীতি নির্ধারক পর্যায়ে এমএলসিএম-এর কার্যক্রম পৌঁছাতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আরো অনেকগুলো ভাষার সাথে বাংলা ভাষায়ও বাংলাভাষীরা সরকারি তথ্য পাচ্ছেন।
  • এই আন্দোলনে যুক্ত এক্টিভিস্টদের প্রত্যাশা অস্ট্রেলিয়ার হারিয়ে যাওয়া অনেক ইন্ডিজিনাস ভাষা রক্ষার ক্ষেত্রে এমএলসিএম ভূমিকা রাখবে।
Nirmal Paul is the Founder of MLC Movement International
Nirmal Paul is the Founder of MLC Movement International Source: MLC Movement International


পুরো সাক্ষাৎকারটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন

আরো দেখুনঃ



 

 


Share