সিডনির ভেরোভিল কবরস্থানে মুসলমানদের কবর দেওয়ার স্থান থাকবে

Catholics offer burial spaces to Muslims

Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

ক্যাথোলিক সিমিট্রি অ্যান্ড ক্রিমেটোরিয়ামের সিইও পিটার ও’মেরা এবং রিভারস্টোন মুসলিম সিমিট্রি বোর্ডের চেয়ারম্যান কাজী খালেকুজ্জামান আলী কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


সিডনিতে মুসলমানদের জন্য কবরস্থানের ব্যবস্থার ক্ষেত্রে একেবারে প্রথম থেকেই কাজ করছেন কাজী খালেকুজ্জামান আলী। এক্ষেত্রে তাকে পাইয়োনিয়ারও বলা যায়। এ বিষয়ে কথা বলতে গেলে তার অগ্রণী ভূমিকার জন্য প্রথমেই তার নাম চলে আসে।

ক্যাথোলিক সিমিট্রি অ্যান্ড ক্রিমেটোরিয়ামের সিইও পিটার ও’মেরা এবং রিভারস্টোন মুসলিম সিমিট্রি বোর্ডের চেয়ারম্যান কাজী খালেকুজ্জামান আলী কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

কীভাবে তারা একে অপরের খোঁজ পেলেন? আর, কেম্পস ক্রিকের কবরস্থান নিয়েই বা তারা কী চিন্তাভাবনা করছেন?

ক্যাথোলিক সিমিট্রি বোর্ড Varroville-এ ৩০০ একর ভূমির অনুমোদন পেয়েছে। মিন্টোতে গত ঈদুল আজহার নামাজের পর সেখানে ক্যাথোলিক সিমিট্রি বোর্ডের প্রতিনিধি মুসলমানদের উদ্দেশে আশ্বস্ত করে বলেন, Varroville সিমিট্রিতে মুসলমান সম্প্রদায়ের জন্য কবর দেওয়ার স্থান থাকবে।

সাম্প্রদায়কি সম্প্রীতির ক্ষেত্রে পারস্পরিক আস্থা এবং বোঝাপড়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এ সবকিছু নিয়েই তারা দু’জন কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

পিটার ও’মেরা এবং কাজী খালেকুজ্জামান আলীর সাক্ষাৎকার শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Peter O'Meara,  Kazi Ali
Kazi Khalequzzaman Ali and Peter O'Meara. Source: SBS Bangla
Follow SBS Bangla on .

Share