আগামী সপ্তাহে বিধিনিষেধ প্রত্যাহারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

Australian Prime Minister Scott Morrison speaks to the media during a press conference at Parliament House in Canberra, Friday, May 1, 2020. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

Prime Minister Scott Morrison outlines a three-step plan for the easing of coronavirus restrictions Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে আগামী সপ্তাহে সরকারের কোভিড সেফ অ্যাপ্লিকেশন ডাউনলোড বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।তিনি বলেন জাতীয় মন্ত্রিসভার বৈঠক আগামী শুক্রবার ৮ মে এগিয়ে আনা হয়েছে। কোভিড-১৯ ইতিমধ্যে অস্ট্রেলিয়ান অর্থনীতিকে ধ্বংস করেছে।প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন যে সরকারী সহায়তা চাইছেন তাদের সংখ্যা অবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে।এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে বলে আশংকা করা হচ্ছে,ফলে আগামী অর্থবছর আগের তুলনায় নেট বিদেশী মাইগ্রেশন উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে।কোভিড-১৯ এর ফলে আরোপিত বিধিনিষেধ গুলো পর্যালোচনা করার জন্য জাতীয় মন্ত্রিসভার বৈঠক আগামী শুক্রবার ৮ মে এগিয়ে আনা হয়েছে।স্কট মরিসন বলেন যে উল্লোখযোগ হারে নিষেধাজ্ঞা গুলি তুলতে সরকারের কোভিড সেফ অ্যাপ্লিকেশনটির অনেক বেশি ডাউনলোডের হারের উপর নির্ভর করবে।প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকটিতে ক্লিক করুন।



Share