“মেলবোর্নে বুশফায়ারে এ পর্যন্ত কোনো বাংলাদেশীর ক্ষতি হয় নি”

Fire fighters try and contain a fire burning at Cheltenham Park

Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ায় এ বারের বুশফায়ার সিজনে এখন পর্যন্ত বাংলাদেশী কমিউনিটির কারও ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ জানা যায় নি। মেলবোর্নে বুশফায়ারে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশী কমিউনিটি। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ আলী।


ভিক্টোরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউসুফ আলী বলেন, যে-সব স্থানে বুশফায়ার হচ্ছে সে-সব এলাকায় বসবাসকারী বাংলাদেশীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা।

এ পর্যন্ত বাংলাদেশী কেউ ক্ষতিগ্রস্ত হয় নি বলে জানান তিনি।

মোহাম্মদ ইউসুফ আলী বলেন,

“ভিবিসিএফ-এর পক্ষ থেকে বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ড রেইজিং আপিল করা হয়েছে।”

কমপক্ষে ‘দশ হাজার ডলারের’ একটি তহবিল সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে, বলেন তিনি।

ভলান্টিয়ার ফায়ারফাইটার হওয়ার জন্য অনেক বাংলাদেশী আবেদন করেছেন বলে জানান ইউসুফ আলী। তার মতে,

“ইয়ং জেনারেশনের অনেকেই এ বিষয়ে আগ্রহী।”
Yousuf Ali
Mohammad Yousuf Ali, President, Victorian Bangladeshi Community Foundation (VBCF). Source: Facebook/Yousuf Ali
মোহাম্মদ ইউসুফ আলীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share