রেপিড অ্যান্টিজেন টেস্ট সুবিধা সকল অস্ট্রেলিয়ানদের জন্য বিনামূল্যে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

Rapid antigen test signage

A sign at the entrance of a chemist in Sydney tells customers it has sold out of rapid antigen tests. The tests remain in short supply in Australia. Source: AAP

প্রধানমন্ত্রী স্কট মরিসন গত সপ্তাহের ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকের পরে কোভিড - ১৯ নির্দেশিকাগুলিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন, সেইসাথে রেপিড অ্যান্টিজেন টেস্ট (RAT) সুবিধা অস্ট্রেলিয়ায় সবার জন্য বিনামূল্যে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • বর্তমানে রেপিড টেস্টের ফলে সনাক্ত সংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে রেপিড এন্টিজেন টেস্ট কিটগুলোর
  • ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকে ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের অস্ট্রেলিয়ানদের জন্য রেপিড অ্যান্টিজেন টেস্ট সুবিধা বিনামূল্যে দিতে সিদ্ধান্ত হয়েছে
  • খুচরা বিক্রেতারা রেপিড টেস্ট কিটগুলোর মার্ক আপ মূল্যের চেয়ে ২০ শতাংশ বেশি দামে বিক্রি করলে জরিমানা করা হবে

গত শনিবার, ৮ জানুয়ারি সারা অস্ট্রেলিয়ায় একদিনে ১১৬,০০০-এরও বেশি কেস রেকর্ড করা হয়েছিল। বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি এই সংখ্যাটি এখন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজারের কাছাকাছি। এই সনাক্ত সংখ্যা বেশি হবার কারণ রেপিড টেস্ট। স্বাভাবিকভাবেই কোভিড সরঞ্জামগুলোর চাহিদা বাড়ছে, যার মধ্যে অন্যতম রেপিড এন্টিজেন টেস্ট কিট।

ন্যাশনাল ক্যাবিনেটের বৈঠকে ঝুঁকিপূর্ণ অস্ট্রেলিয়ানদের জন্য রেপিড অ্যান্টিজেন টেস্ট সুবিধা বিনামূল্যে দিতে সিদ্ধান্ত হয়েছে।

কিছুদিনের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে আছেন, তারা ফার্মেসিতে পরীক্ষাগুলি করাতে পারবেন।

ন্যাশনাল ক্যাবিনেটের পরে এক বক্তৃতায় মিঃ মরিসন নিশ্চিত করেছেন যে ক্রমবর্ধমান আহবান সত্ত্বেও রেপিড এন্টিজেন টেস্ট সুবিধা সকলের জন্য বিনামূল্যে দিতে ক্যাবিনেট সম্মত হয়নি।
তিনি বলেছেন, "যাদের কমনওয়েলথ সিনিয়র হেলথ কার্ড, হেলথ কেয়ার কার্ড, লো ইনকাম কার্ড, পেনশন কনসেশন কার্ড, একটি ডিভিএ (DVA) গোল্ড এবং হোয়াইট কার্ড রয়েছে, তারা বিনামূল্যে পাবেন৷ প্রায় ৬.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান এই সুবিধার আওতায় পড়ে। তারা তিন মাসে সর্বোচ্চ ১০টি পরীক্ষা করতে পারবে, তবে প্রতি মাসে পাঁচটির বেশি নয়, এবং তবে কেবলমাত্র উপসর্গ না থাকলে বা ক্লোজ কন্টাক্ট না হলেই কেবল এই পরীক্ষাগুলি করা উচিত।"

মিঃ মরিসন বলেছেন যে স্টেট এবং টেরিটরিগুলোর নেতারা রেপিড টেস্টে পজেটিভ হলে পিসিআর টেস্টের আবশ্যকতা তুলে দিতে সম্মত হয়েছেন।
PM Scott Morrison
AUS PM Scott Morrison Source: AAP Image/Dan Himbrechts
তবে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রিমিয়ার মার্ক ম্যাকগোয়ান ওই ক্যাবিনেট সম্মেলনে যোগ দেননি।

মিঃ মরিসন খুচরা বিক্রেতাদের জন্য রেপিড টেস্ট কিট মার্ক আপ মূল্যের চেয়ে ২০ শতাংশের বেশি অবৈধভাবে মূল্য বৃদ্ধি করা হলে জরিমানা করার ঘোষণা করেছেন।

বিরোধীদলীয় নেতা অ্যান্টনি আলবানিজি ফেডারেল সরকারের কোভিড -১৯ সরঞ্জাম সরবরাহ ব্যবস্থার প্রতিক্রিয়ায় নিন্দা করে বলেছেন, রেপিড টেস্ট কিটগুলি সমস্ত অস্ট্রেলিয়ানদের জন্য বিনামূল্যে হওয়া উচিত।

তিনি বলেন, "এই পরীক্ষাগুলি বিনামূল্যে সরবরাহ নিশ্চিত করা উচিত ৷"

তবে মিঃ আলবেনিজির আগের অবস্থান থেকে এটি কিছুটা ভিন্ন, যেখানে তিনি বলেছিলেন যে পরীক্ষাগুলি আরও 'সাশ্রয়ী' হওয়া উচিত।
A health worker shows a positive SARS-CoV-2 Rapid Antigen Test from the Swiss multinational healthcare company
A health worker shows a positive SARS-CoV-2 Rapid Antigen Test from the Swiss multinational healthcare company Source: Keystone
রেপিড এন্টিজেন টেস্ট সুবিধা মজুদ প্রতিরোধ করতে, অস্ট্রেলিয়ার ফার্মেসি গিল্ড ফেডারেল সরকারকে রেশনিং ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডোমিনিক পেরোটে বলেছেন যে আগামী কয়েক সপ্তাহ তার স্টেটের জন্য চ্যালেঞ্জিং হবে কারণ তারা আকাশচুম্বী কোভিড -১৯ কেস এবং লোকে লোকারণ্য টেস্টিং সাইটগুলি নিয়ে পরিশ্রম করছে।

তিনি বলেন, "আমরা ধারণা করছি যে এই সংখ্যাগুলি ক্রমাগত বাড়বে, তবে আপনি এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে বুস্টার শট নিন।"

এদিকে ভিক্টোরিয়া অতিরিক্ত ১০ মিলিয়ন রেপিড এন্টিজেন টেস্ট সুবিধা নিশ্চিত করেছে। এর ফলে তাদের এখন প্রায় ৪৪ মিলিয়ন রেপিড এন্টিজেন টেস্ট সুবিধা নিশ্চিত হবে।

কুইন্সল্যান্ড ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় নতুন কোভিড পরীক্ষার সাইট খুলেছে। কুইন্সল্যান্ডের চিফ হেলথ অফিসার জন জেরার্ড বলেছেন, কেসের প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।
Queensland COVID-19 Cases Continue To Rise Adding To Testing Centre Strain
People wait in line for a covid test at Robina Health Precinct on January 05, 2022 in Gold Coast, Australia. Source: Getty Images AsiaPac
টাসম্যানিয়ার প্রিমিয়ার পিটার গুটওয়েন বলেছেন যে তার স্টেট র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়িয়ে পাঁচ মিলিয়নে উন্নীত করছে এবং যারা ক্লোজ কন্টাক্টের সংজ্ঞার আওতায় পড়ে তাদের জন্য পরীক্ষাগুলি বিনামূল্যে করা হবে।

তিনি বলেন, "স্টেটে পরীক্ষার নিয়মের অধীনে যাদের প্রয়োজন তাদের জন্য আমরা বিনামূল্যে রেপিড এন্টিজেন টেস্ট সুবিধা সরবরাহ করছি। আপনি যদি ক্লোজ কন্টাক্ট হয়ে থাকেন এবং আপনাকে পরীক্ষা করতে বলা হলে আমরা এই টেস্ট গুলি বিনামূল্যে করাব।"

এদিকে টাসম্যানিয়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের আবশ্যকতাও বাতিল করছে।
নর্দার্ন টেরিটরির স্বাস্থ্যমন্ত্রী নাতাশা ফাইলস বলেছেন যে, তার টেরিটরির কোভিড পরিচালনার সিস্টেম যথেষ্ট শক্তিশালী।

তিনি বলেন, আমাদের যথেষ্ট রেপিড এন্টিজেন টেস্ট সুবিধা আছে, সেগুলি যেখানে প্রয়োজন সেখানে বরাদ্দ করা হচ্ছে। আপনি টেরিটরির যে প্রান্তেই থাকুন না কেন আমরা অবশ্যই সেই সংস্থান করতে পারব।"

এসিটি মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার বলেছেন যে ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য নতুন ভ্যাকসিনেশন ক্লিনিক স্থাপন করা হবে।

তিনি বলেন, আমাদের জনস্বাস্থ্যের উদ্দেশ্য হল টিকা দেওয়া, কোভিড গ্রাফের বাঁকা রেখাটি সমান করা, আমাদের হাসপাতালের উপর চাপ কমানো এবং সবচেয়ে দুর্বলদের রক্ষা করা। ট্রান্সমিশন এবং রোগ কমানোর সর্বোত্তম উপায় টিকা দেয়া।

আপনার ভাষায় কোভিড -১৯ মহামারী মোকাবেলায় বর্তমানে যে স্বাস্থ্য ও সহায়তা ব্যবস্থা রয়েছে তার জন্য ভিজিট করুন।

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

Follow SBS Bangla on .

আপনার জিপির সঙ্গেও আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন এবং আপনার ভাষায় ভ্যাকসিন সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: 


করোনাভাইরাস বিষয়ক সরকারি তথ্য

  • ডিপার্টমেন্ট অফ হেলথ - COVID-19 Vaccine information .
  • ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স - COVID-19 information .  

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share